নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

بسم الله الرحمن الرحيم

বংশী নদীর পাড়ে

আমি একজন সাদা মনের মানুষ। বন্ধু বলে ডাকলে আমি এগিয়ে যাই। গান আমার আত্মার খোড়াক। বেড়াতে আমি পছন্দ করি।

বংশী নদীর পাড়ে › বিস্তারিত পোস্টঃ

গীতিমালা - ২০১৬ (৩২-৩৪)

০৩ রা ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:৫১



গীতিমালা - ৩২

মুখ লুকিয়ে রাখতে পারো মন লুকানো দায়
মনাকাশে প্রেমের মানুষ ঘুরিয়া বেড়ায়।।

দাও না ধরা থাকো দূরে
ইশারা দাও মন মন্দিরে
মন পাপিয়া কেঁন্দে মরে বান্ধিয়া মায়ায়।।

প্রেমের সুরে বাজাই বাঁশি
নাই রে রাত্রি নাই রে নিশি
বন্ধু তোরে ভালোবাসি আয় রে ফিরে আয়।।

অন্তর পুড়ে হলো ছাই
কার কাছে দুঃখ জানাই
কেঁন্দে কেটে বুক ভাসাই অশ্রু যমুনায়।।

চেয়ে দেখো মুখটি তুলে
থেকো না আমাকে ভুলে
পিরিতের অনলে আমার অংগ জ্বলে যায়।।

ফারুকের মনের আগুন
নিঁভে নারে জ্বলে দ্বিগুন
পাইলো না বন্ধুয়ার মন দুঃখ কলিজায়।।

রচনা কাল - ১৯/০৩/২০১৬ ইং

গীতিমালা - ৩৩

দিন যায় নিশি যায় রে বন্ধু
ভাবি তোরে বসে নিরালায়।।

তোর ছবি অন্তরে আঁকি
শয়নে স্বপনে দেখি
ধরা তুই দিলি না আমায়।।

কাজের ফাঁকে অবসরে
তোর চেহারা বারে বারে
হঠাৎ করে মনে পড়ে যায়।।

ধ্যানে জ্ঞানে বর্তমানে
জপিতেছি মনে মনে
বন্ধু তুই রইলি যে কোথায়।।

ফারুক তোরে ভালবেসে
নাম ধরিয়া রইল বসে
যদি তোরে পায় তাহার আশায়।।

রচনা কাল - ২১/০৩/২০১৬ ইং

গীতিমালা - ৩৪

প্রাণ বন্ধুয়ার রূপ সুরতে দেখি রে সাঁই নিরঞ্জন
অন্তরে তার বসত বাড়ি আসা যাওয়া সর্বক্ষণ।।

প্রতিটি নিঃশ্বাসে তারে
টানিতেছি আপন ঘরে
প্রশ্বাসে যায় বহু দূরে ধরে রাখবো কতক্ষণ।।

ঘড়ির কাঁটা যেমন চলে
টিক টিক টিক ছন্দ তালে
চলতেছে কল হাওয়ার তেলে অসম্ভব পরিবহণ।।

কাজে কর্মে সর্ব সময়
দেখা সাক্ষাত হয় বিনিময়
চলতেছে মঞ্চ অভিনয় থামে না পরিভ্রমণ।।

ওরে বন্ধু নিঠুর কালা
ফরুকের মন হয় উতলা
তোর সনে পিরিতে খেলা হইলো না ভরিয়া মন।।

রচনা কাল - ২২/০৩/২০১৬ ইং

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.