নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

بسم الله الرحمن الرحيم

বংশী নদীর পাড়ে

আমি একজন সাদা মনের মানুষ। বন্ধু বলে ডাকলে আমি এগিয়ে যাই। গান আমার আত্মার খোড়াক। বেড়াতে আমি পছন্দ করি।

বংশী নদীর পাড়ে › বিস্তারিত পোস্টঃ

গীতিমালা - ২০১৬ (৩৫-৩৭)

০৪ ঠা ডিসেম্বর, ২০১৬ রাত ৯:৩০



গীতিমালা - ৩৫

শাহ জালাল বাবা তুমি আল্লাহর আউলিয়া
জ্বালাইয়া দাও প্রেমের আগুন দাউদাউ করিয়া।।

প্রেমের আগুন ধিকিধিকি জ্বলুক বাহির ভিতরে
প্রেমাগুনের চিতা বাবা জ্বালাইয়া দাও অন্তরে
কেউ ফিরে না খালি হাতে দরবারে আসিয়া।।

অন্তরে জমেছে কালি কর্ম দোষের কারণে
পাক দরবারে আসিয়াছি দয়া করো নিজ গুনে
আমি পাপী তুমি দয়াল কৃপা করো প্রেম দিয়া।।

দেশে দেশে ঘুরে আমি পেলাম না রে ঠাঁই
শাহ জালাল বাবা তোমার দয়া ভিক্ষা চাই
অধীন ফারুক ডাকে তোমায় দেখো না চাহিয়া।।

রচনা কাল - ২৫/০৩/২০১৬ ইং

গীতিমালা - ৩৬

প্রেমের আগুন জ্বলে মনে তোমার কারণে
জল দিলে নিঁভে না আগুন জ্বলে দ্বিগুনে।।

বুঝাইলে মন বোঝ মানে না
অন্য কোথাও চোখ পড়ে না
সোনা দানা বিত্ত চায় না তোমারে বিনে।।

প্রেমের খেলা খেলতে যদি
দুই নয়নে বইতো নদী
বুঝতে জ্বালা কেন-বা কাঁদি ঘর ছেড়ে বনে।।

প্রেম হলো না বুঝবে কিবা
তুমি কে আর আমি কেবা
প্রেমের সেবা হইলো না তাই তোমারি সনে।।

পাইলে ফারুক বন্ধুয়ারে
মন আগুনের জ্বালা তারে
বক্ষ চিঁড়ে দেখাইতাম রে আমি পুড়ি কেমনে।।

রচনা কাল - ২৫/০৩/২০১৬ ইং 

গীতিমালা - ৩৭

মনের মানুষ যেজন ছিলো রে অতি
তার সনে হলো না তোমার মনের পিরিতি।।

ভূত-পৃতের সংগে সদাই
অসার পিরিতের সদাই
বাজার করে ভরলে ও ভাই সুকোমল মতি।।

দিন গেলো দিন গেলো ওরে
দিনের মরম বুঝলে নারে
দিন থাকিতে হুশ করিয়া হলেনা শুদ্ধ-সতি।।

প্রেমের ঘাটে প্রেমের মাঝি
ডাকতেছে তোমারে রোজই
শুনলে না ডাক রইলে মজি ধরিয়া শত পতি।।

ফারুক তোমার দন্য দশা
কাটবেনা এই অমানিশা
করিলে অনেকের আশা মিলবেনা অধিপতি।।

রচনা কাল - ২৬/০৩/২০১৬ ইং

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.