নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

بسم الله الرحمن الرحيم

বংশী নদীর পাড়ে

আমি একজন সাদা মনের মানুষ। বন্ধু বলে ডাকলে আমি এগিয়ে যাই। গান আমার আত্মার খোড়াক। বেড়াতে আমি পছন্দ করি।

বংশী নদীর পাড়ে › বিস্তারিত পোস্টঃ

গীতিমালা - ২০১৬ -(৪২-৪৫)

১৩ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:৪০



গীতিমালা - ৪২

ও প্রাণ বন্ধুরে আমি কি তোর কেহ ছিলাম না
ভুলে গেলি আমারে তুই মন তো মানে না।।

ভুলে যদি যাবি ওরে কেনো বাঁধলি বাসা
বনের পাখি মনে এসে দিলি মিছে আশা
তোর সনে হলো নারে প্রেম পেলাম রে যন্ত্রণা।।

পোষে ছিলাম তোরে আমি হৃদয়ের মাঝে
তোরে ভালোবেসে দিয়েছিলাম কত কি যে
ওরে এতো কিছু দিয়েও আমি তোরে পেলাম না।।

প্রাণ বন্ধু জানি না তোর মনে কি অসুখ
আমার কথা শুনলে তুই ঘুরিয়ে নিস মুখ
আমি কি তোর সুখ-দুঃখের ভাগী ছিলাম না।।

জ্বালা আগুন আরো জ্বালা জ্বলুক আমার বুক
প্রেম-কয়াদী-অপরাধী মুক্তি পাক ফারুক
তবু ওরে বন্ধু নিঠুর কালা আমায় ভুলিস না।।

রচনা কাল - ১৫/০৬/২০১৬ ইং

গীতিমালা - ৪৩

একবার আসিয়া দেখে যাও প্রাণ বন্ধুরে…
একবার আসিয়া দেখে যাও ।।

আসিয়া লালমনিরহাটে
তিস্তানদীর ঘাটে ঘাটে
বান্ধিয়াছি প্রেম-পিরিতের নাও।।
তিস্তাকূলে বেন্ধেছি নাও
ঢেউ তুলেছে দক্ষিনা বাও
মান করোনা হাতখানা বাড়াও।।

ভালোবাসি বন্ধু তোরে
তুই ছাড়া মোর আছে কেরে
প্রেমের আগুন জ্বলে রে ধাউ ধাউ।।
তুই ছাড়া কান্দে পরান
কই লুকাইলি ও কালাচান
দেখা দিয়া পরানটা জোড়াও।।

চিঠি দিলাম পত্র দিলাম
টেলিফোন কতই করিলাম
একটা উত্তর পাইলাম নারে তাও।।
তুই তাহারে মন পুড়াইয়া
সুখ যদি পাস থাক ভুলিয়া
ফারুক আর করবে না হাউ-কাউ।।

রচনা কাল - ২০/০৬/২০১৬ ইং

গীতিমালা - ৪৪

বন্ধুরে…
আমি তোরে ভালোবাসি বারে বারে তাই তো আসি
তিস্তা কূলে ঘর বাঁধিয়া রহিবো তোর পাশাপাশি।।

তোরে ভালোবাসি মনে প্রাণে
আসি কাছে প্রেমের টানে
আমারে তুই তিস্তা বানে ফেলিস নারে করে দুষি।।

প্রেম কখনো মিথ্যা নয়
প্রেমের মালিক স্বয়ং কয়
মরতে প্রেমে নাই রে ভয় গলায় পরে প্রেমের রশি।।

ফারুক মরে প্রেমের বিষে
বন্ধু তোরে ভালোবেসে
কি জানি কি হয়রে শেষে জানবে পরে প্রতিবেশী।।

রচনা কাল - ২৪/০৬/২০১৬ ইং 

গীতিমালা - ৪৫

শুভ জন্মদিন বন্ধু শুভ জন্মদিন
যেদিন তুমি জন্মেছিলে এসেছে সেইদিন।।
বন্ধু শুভ জন্মদিন…

লও আমার সালাম খানি
বন্ধু সুজন গুনমনি
বন্ধু তোমার জয়ধ্বনী বাজুক তা ধিন ধিন।।
বন্ধু শুভ জন্মদিন…

ধন্য তোমায় ভালোবেসে
মাখামাখি প্রেম-আবেশে
জয়কীর্তন দেশে দেশে চলুক রাত্রি দিন।।
বন্ধু শুভ জন্মদিন…

জন্মদিনের শুভ ক্ষণে
শুভেচ্ছা অভিবাদনে
প্রেম কাননে বন্ধু তোমায় করিলাম আসীন।।
বন্ধু শুভ জন্মদিন…

ভালোবেসে ফারুক তোমায়
শুভেচ্ছা এ বার্তা জানায়
ভরে ওঠুক কানায় কানায় সাচ্ছন্দ্য দিন।।
বন্ধু শুভ জন্মদিন…

রচনা কাল - ২৪/০৬/২০১৬ ইং

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৮ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৭:৪৪

তারুন্যের দামামা বলেছেন: বাহ! ভালো লাগলো..

১৫ ই জুলাই, ২০১৭ বিকাল ৪:৪৩

বংশী নদীর পাড়ে বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.