নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

بسم الله الرحمن الرحيم

বংশী নদীর পাড়ে

আমি একজন সাদা মনের মানুষ। বন্ধু বলে ডাকলে আমি এগিয়ে যাই। গান আমার আত্মার খোড়াক। বেড়াতে আমি পছন্দ করি।

বংশী নদীর পাড়ে › বিস্তারিত পোস্টঃ

দুবাই ভিসা

১৮ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:২৫

যদি ভোর হলেই খবর পেতাম
দুবাইয়ের ভিসাটা খুলে গেছে
ভাই-ভ্রাতা যার যার
থাকতো না বসে আর
বেকারত্বের গ্লানী মুছে দিতাম।।

অপরাধ করে যারা
সাজা পাক শুধু তারা
সাজা ভোগ কেনো গোটা দেশটার,
ছয় বছর হয়ে যায়
ভিসা বেন রয়ে যায়
কথা কেনো বলবে না সরকার―
ভারত পাকিস্তান
নেপাল কী ভুটান
সকল দেশের লোক করে কাম।।

ভিসা খোলা নাই বলে
বাঙ্গালী রসা তলে
বারোটা বেজে গেছে ব্যবসার,
মন্ত্রীরা আসে যায়
বৈঠক করে যায়
আশ্বাস দিয়ে যায় বার বার―
প্রবাসে আছি যারা
চাকরিতে আছি ধরা
পদে পদে আমাদেরই বদনাম।।

দুবাইয়ের পথ ঘাট
বিজলিতে ফিটফাট
টুয়েন্টি টুয়েন্টি এক্সপো,
শত শত লোক খাটে
দেশী লোক নাই তাতে
ভিসা খোলা থাকলে তো আসতো―
মিনতি হে সরকার
ভিসা খোলা দরকার
রেগুলার রেমিটেন্স পাঠিয়ে দিতাম।।

১৭/০১/২০১৮ ইং

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৮ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:২৯

চাঁদগাজী বলেছেন:


দেশের মানুষ যাতে নিজ জাতির জন্য শ্রম দিতে পারে, সেই ভাবনা ভাবুন, সেটা দাবী করুন।

২৭ শে জানুয়ারি, ২০১৮ রাত ১২:০৮

বংশী নদীর পাড়ে বলেছেন: দেখুন যে দেশের প্রায় দেড় কোটি মানুষ প্রবাসী তাদের কথা ভেবে একটু সময় ব্যয় করা কী খুব বেশি অন্যায় হয়ে গেছে, বলুন তো!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.