নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

بسم الله الرحمن الرحيم

বংশী নদীর পাড়ে

আমি একজন সাদা মনের মানুষ। বন্ধু বলে ডাকলে আমি এগিয়ে যাই। গান আমার আত্মার খোড়াক। বেড়াতে আমি পছন্দ করি।

বংশী নদীর পাড়ে › বিস্তারিত পোস্টঃ

প্রার্থনা

১৮ ই মে, ২০১৯ দুপুর ২:৫৯

প্রায় একটি বছর পর ব্লগে ঘুরতে এলাম। নাহ কিছু একটা তো রেখে যেতে হয় তাই রেখে গেলাম একটি গান প্রার্থনা-

প্রভু নির্মল সুন্দর শুদ্ধ সূচি অন্তর করো মোরে দান
অন্তরে নিরন্তর প্রেম প্রীতি করো সংস্থান।।

সোনালী আলোর মতো উজ্জ্বল করো আমায়
হীনতা দুর করো অসীম তোমার ক্ষমায়
প্রভু তোমাতে বাঁধিও আকুল পরান
কণ্ঠে গাহিতে দিও তব গুণগান।।

পথো কাঁটা কন্টক সরিয়ে দিও গো দূরে
আমারে রাখিও প্রভু তোমারি গীত-সুরে
প্রভু জড়তা ক্ষত ব্যথা শুকিয়ে দিও
বিশ্বাসে ভক্তিতে যথাস্থান।।

সাহস করে যেনো বলিতে পারি গো প্রভু
সে কথা মুখে দিও দিও না মিথ্যে কভু
দিবা রাতি যে কথা বলিতে না শরম
সে কথার চর্চা প্রভু করো গো প্রদান।।

ভয়-ভীতি-শঙ্কা পিছু টান জটিলতা
দুর করে দিও প্রভু সকল পঙ্কিলতা
অধীন ফারুক তোমার আজ্ঞাবহ
তুমি ছাড়া নেই আর ক্ষমতাবান।।

১৭/০৫/২০১৯ ইং

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৮ ই মে, ২০১৯ বিকাল ৩:০৪

আর্কিওপটেরিক্স বলেছেন: সুন্দর গান !

১৮ ই মে, ২০১৯ বিকাল ৩:১২

বংশী নদীর পাড়ে বলেছেন: ধন্যবাদ আপনাকে। গানটি ইচ্ছে করলে গাইতে পারেন যে কেউ। একটি সুরে গানটি গেয়েছিও যদি কেউ আগ্রহী থাকেন তাহলে শেয়ার করবো।

২| ১৮ ই মে, ২০১৯ বিকাল ৫:১৬

চাঁদগাজী বলেছেন:



আপনি গান গাইতে পারেন? ভালো!

প্রভুকে উদেশ্য করে গেয়েছেন, প্রভুর সাথে শেয়ার করেন।

১৯ শে মে, ২০১৯ বিকাল ৪:৫৮

বংশী নদীর পাড়ে বলেছেন: মন্দ বলেন নাই, ধন্যবাদ।

৩| ১৮ ই মে, ২০১৯ রাত ৯:০০

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।

১৯ শে মে, ২০১৯ বিকাল ৪:৫৮

বংশী নদীর পাড়ে বলেছেন: প্রীতি রইলো। ধন্যবাদ।

৪| ১৯ শে মে, ২০১৯ রাত ১১:১৪

মাহমুদুর রহমান বলেছেন: অত্যান্ত মনোমুগ্ধকর!

২২ শে মে, ২০১৯ রাত ৮:১৯

বংশী নদীর পাড়ে বলেছেন: শুনে খুশি হলাম। ধন্যবাদ।

৫| ২৭ শে আগস্ট, ২০১৯ রাত ১০:৫৩

খায়রুল আহসান বলেছেন: যদি কেউ আগ্রহী থাকেন তাহলে শেয়ার করবো (১ নং প্রতিমন্তব্য) - শেয়ার করে ফেলুন, আমরা শুনি।
আপনার নিকটি সুন্দর, তাই আমার এ পোস্টে যোগ করে দিলামঃ
সুন্দর কিছু ব্লগ নিকের নাম

২৪ শে নভেম্বর, ২০১৯ রাত ১১:০৪

বংশী নদীর পাড়ে বলেছেন: অশেষ ধন্যবাদ খায়রুল আহসান সাহেব। এতোগুলো ব্লগারের নাম এবং লিংক পোস্ট করে যে ধৈর্যের পরিচয় দিয়েছেন তা সত্যিই অবাক হবার মতো। শুভ কামনা আপনার জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.