![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন সাদা মনের মানুষ। বন্ধু বলে ডাকলে আমি এগিয়ে যাই। গান আমার আত্মার খোড়াক। বেড়াতে আমি পছন্দ করি।
খুব দুঃখ হয় আর নিজেকে লজ্জিত মনে হয়; এ কোন সমাজে এসে উপনিত হলাম। দিন ধরে ধরে পালন করা হয় মা দিবস, বাবা দিবস ইত্যাদি নানা দিবস। সবকিছু কি দিবস গুনে গুনে হয়! মা-বাবার প্রতি ভালোবাসা, শ্রদ্ধা, মমতা, মায়া, কর্তব্য এটা কি দিন গুনে গুনে হয়? সন্তান তার মা-বাবাকে ডাকবে, কাছে রাখবে, সাধ্যমত তাদের সকল দায়িত্ব পালন করবে আজীবন; এটাই তো স্বাভাবিক। কোনো একটা দিন কোনো একটা বিশেষ সময় মোতাবেক মা বলে ডাকা এট সুস্থ্য বিবেকে মানা যায় না। আমি মনে করি মা আমার জান্নাত। যার মা-বাবা বেঁচে আছেন তাদেরকে বলবো- হে পুত্র-কন্যা, তোমরা যদি জীবন থাকতে স্বর্গ দেখতে চাও আর দেরি করো না, বাড়ি ফিরে যাও মা-বাবার মুখের দিকে তাকাও, তাদের প্রতি তোমার কর্তব্য পালন করো। স্বর্গ বা জান্নাত এটাই।
দিবস গুনে দেখা
মো. ফারুক হোসেন
একটি দিনের ভালোবাসা মা জননীর জন্য;
সারা বছর হয় না খবর মায়ের বস্ত্র-অন্ন!
মা দিবস বাবা দিবস আরো কত কী
মা-বাবার ভালোবাসা দিনগুনে হয় কি?
সারা জীবন আগলে রাখে সন্তানেরে মা
একটি দিনের ভালোবাসায় শুকায় কি সেই ঘা?
দুঃখ কষ্ট সহ্য করে; মা আঁচলে মুখ ঢাকে,
সেই মায়েরে দিবস গুনে মা মা বলে ডাকে!
প্রসব ব্যথা ভুলে যায় মা সন্তানের মুখ দেখে
আহা! বৃদ্ধ হলে সেই মায়েরে দূরে দূরে রাখে।
মা-বাবার ভালোবাসা প্রতিদিনের জন্য
একটি দিবস বেছে নেওয়া চরমভাবে ঘৃণ্য!
শোধ হবে না এক বিন্দু মাতা-পিতার ঋণ
ঘটা করে পালন করো একটি মাত্র দিন!
শত দিন শত রাত মা কোলে পিঠে করে
পালন করেছে পুত্র দিবস মল-মুত্র ঝেরে!
শীতের রাতে এক কাতে কেটে গেছে তাঁর রাত
ধীরে ধীরে বড় হয়েছি খেয়ে মায়ের হাতের ভাত।
মাকে দু’মুঠো ভাত না দিয়ে রেখে বৃদ্ধাশ্রমে
বছর পরে খুঁজতে আসো মা-দিবস অনুক্রমে!
ধিক সন্তান! ধিক এ বিধান! কোন কিতাবের লেখা
পিতা-মাতার খোজখবর দিবস গুনে দেখা!
১০/০৫/২০২০ইং
দুপুর বেলা। দুবাই ইনভেস্টম্যান্ট পার্ক, ইউএই।
১১ ই মে, ২০২০ রাত ১২:০৬
বংশী নদীর পাড়ে বলেছেন: সারা বছর খবর নাই একটা বিশেষ দিনে মার খবর? মা কি একটা বিশেষদিনে সন্তানদের খবর নেন? একগুলো বিদেশী কালচার। যারা মাকে বৃদ্ধাশ্রমে রাখে তারা বছরে একটি মাত্র দিন মা-বাবাকে স্মরণ করে দায় সারে।
২| ১১ ই মে, ২০২০ রাত ১২:২৫
নেওয়াজ আলি বলেছেন: আপনার সাথে একমত দিন ও দিবস নয় মা বাবা আছে এবং থাকে হ্রদয়ে সারাক্ষণ
১৭ ই মে, ২০২০ রাত ১০:২৬
বংশী নদীর পাড়ে বলেছেন: নেওয়াজ আলি, আপনাকে ধন্যবাদ। এই তো আপনি বলেছেন একটা যোগ্য কথা; মা বাবা আছে এবং থাকে হৃদয়ে সারাক্ষণ।
৩| ১১ ই মে, ২০২০ রাত ১২:৪০
রাজীব নুর বলেছেন: মন্তব্যের উত্তর দেওয়ার জন্য ধন্যবাদ।
১৭ ই মে, ২০২০ রাত ১০:২৭
বংশী নদীর পাড়ে বলেছেন: রাজীব নুর, আপনাকেও ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
১০ ই মে, ২০২০ রাত ১১:৫৭
রাজীব নুর বলেছেন: একটা বিশেষ দিনে মাকে স্মরন করা, নিশ্চয়ই মন্দ কিছু নয়।