![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন সাদা মনের মানুষ। বন্ধু বলে ডাকলে আমি এগিয়ে যাই। গান আমার আত্মার খোড়াক। বেড়াতে আমি পছন্দ করি।
বন্ধুরা আমি এক অনিয়মিত ব্লগার। সেই কবে নিয়ম ভেঙে আসা-যাওয়া মনে নেই। আশা করি নতুন-পুরাতন সবাই ভালই আছেন এই পাতায়। যদিও ব্লগে নিয়মিত না কিন্তু নিজ ফেসবুক প্লাটফর্মে নিয়মিতই আছি। লেখালেখি থামেনি। চলছে। সংগীত নিয়েই আছি লেখালেখির ধারায়। প্রেম-বিরহ-মুর্শিদী তথা লোকগীতি নিয়েই আমার রচনাসমূহ। আজ একটি ভাব সংগীত আপনাদের সাথে শেয়ার করছি। মন্তব্য করবেন; ভালো/মন্দের। ধন্যবাদ। ভালো থাকবেন।
গুরু নামের দোহাই দিলাম…
প্রেমে না ডুবাইয়া মন জীবন গেলো অকারণ
নয়ন জলে না ধুয়াইলাম আমি গুরু-শ্রীচরণ।।
জীবন ভরে ডাকলাম যারে
নয়নে দেখলাম না তারে
না দেখিয়া না ছুঁইয়া কার করলাম রে স্মরণ।।
ভক্তি ভাবে শান্ত চিত্তে
সায়ি হলো না দেহ মর্তে
শ্রীধামে না করলাম তালাশ যেথা গমনাগমন।।
নিত্য যেথায় আসা-যাওয়া
সেই ঘাটে দিলাম না খেওয়া
দিবস নিশি দোষাদুষি বলি কপালের লিখন।।
মায়া জাল আর চোখের ছানি
কাটিতে পারলাম না আমি
অপূর্ব রূপ প্রাণ-স্বরূপ দেখা হলো না কেমন।।
শূণ্য ঘরে একলা তারে
ডাক দিলাম না নিগূঢ়ে
ওহে ফারুক মুদিয়া চোখ দেখ কাহার এ বদন।।
১৬/০৫/২০২০ ইং
এটা আমারফেসবুক লিংক, ঘুরে দেখতে পারেন আমার প্রোফাইল।
১৮ ই মে, ২০২০ রাত ১১:৫৫
বংশী নদীর পাড়ে বলেছেন: ধন্যবাদ রাজীব নুর। চেষ্টা করবো।
২| ১৮ ই মে, ২০২০ ভোর ৪:০৬
নেওয়াজ আলি বলেছেন: ভালোবাসা ও শুভ কামনা।
১৮ ই মে, ২০২০ রাত ১১:৫৫
বংশী নদীর পাড়ে বলেছেন: নেওয়াজ সাহেব আপনার প্রতিও ভালোবাসার কমতি রইলো না। ভালো থাকবেন।
©somewhere in net ltd.
১|
১৮ ই মে, ২০২০ রাত ১২:৩১
রাজীব নুর বলেছেন: নিয়মিত হোন।