![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন সাদা মনের মানুষ। বন্ধু বলে ডাকলে আমি এগিয়ে যাই। গান আমার আত্মার খোড়াক। বেড়াতে আমি পছন্দ করি।
বিচারপতি : দরজায় কড়া নাড়ে কে?
বংশী : আমি এক ধর্ষিতা নদী স্যার!
বিচারপতি : কী! নদী কখনো ধর্ষনের স্বীকার হয়!
বংশী : কেনো হবে না স্যার, এই দেখুন আমার নগ্ন দেহ আর সারা শরীরে বিভৎস কামড়েরর দাগ। যৌবনা দেহ ছিলো আমার, দেখুন তো স্যার একটু ভালো করে তাকিয়ে; কী আছে বাকি।
বিচারপতি : হুম। তবে কি করে হলো এসব?
বংশী : স্যার,বলতে লজ্জা হয় আবার ভয়ও লাগে।
বিচারপতি : নির্ভয়ে বলো।
বংশী : স্যার, আমি নদী। আমি জননী। মাতৃত্ব আমার ভূষণ। আমার বুকে ছিলো পুত্র-কন্যাসম হাজারো মৎস। নগরায়ণের দোহাই দিয়ে নগর পিতাগণ এসিড ঢেলে দিয়েছে আমার সারা শরীরে। ঝলসে গেছে অঙ্গপ্রত্যঙ্গ। কোলের সন্তান মারা গেছে। ধর্ষিতা হয়েছে আমি।
বিচারপতি : তারপর? বলতে থাকো।
বংশী : আমি অবোলা স্যার। বাকশক্তি নেই আমার। হাত-পা বাঁধা। আমি তো তাদেরকে ক্ষতি করিনি স্যার! বরঞ্চ আমার বুকের ধন তাদের আহার হয়ে,তাদের বাহুতে শক্তি যোগিয়ে আসছিলো শত-সহস্র কাল ধরে। তাদের শরীরের পুষ্টির উদাপান ছিলো আমার পুত্র-কন্যাগণ। বলুন স্যার, কী ছিলো আমার অপরাধ?
বিচারপতি : তোমার শরীরের অবস্থা দেখে আর কথা শুনে মনে হচ্ছে তুমি সত্যিই বলছো।
বংশী : স্যার, আমার কথা শেষ হয়নি।
বিচারপতি : হ্যাঁ, বলতে থাকো।
বংশী : উন্নয়ণের নাম করে কল-কারখানার সকল প্রকার অপরিশোধিত বর্জ্য পদার্থ নির্বিচারে ফেলে যাচ্ছে আমার উপর। ওই তেজস্ক্রিয় রাসায়নিক পদার্থের বিষক্রিয়ায় আমি জন্মদিতে পারছি না নতুন সন্তান, হারাতে বসেছি মাতৃত্ব।
বিচারপতি : বিষয়টা তলিয়ে দেখার মতো। তারপর?
বংশী : স্যার এতে ক্ষতিটা কিন্তু আপনাদেরই হচ্ছে।
বিচারপতি : আমাদের মান?
বংশী : এখনো বুঝতে পারছেন না স্যার! আমি নদী, জলের উৎস। জল মানে জীবন। মানুষ, জীব-যন্ত্র তথা জীব জগতের মঙ্গলময়ী আমি নদী। আমাকে মেরে ফেলা মানে আপনাদের মরন ঘন্টা বাজানো। (চলবে…)
২৩ শে জুলাই, ২০২০ দুপুর ১:৪৭
বংশী নদীর পাড়ে বলেছেন: ধর্ষিতা আমি বংশী নদী
২| ২৩ শে জুলাই, ২০২০ দুপুর ১:৪৮
রাজীব নুর বলেছেন: হুম।
২৬ শে সেপ্টেম্বর, ২০২০ সকাল ১১:২২
বংশী নদীর পাড়ে বলেছেন: ধন্যবাদ রাজীব নুর
৩| ২৩ শে জুলাই, ২০২০ দুপুর ২:৩৩
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: চমৎকার লিখেছেন। ভালো লাগলো চালিয়ে যান..........।
২৬ শে সেপ্টেম্বর, ২০২০ সকাল ১১:২৩
বংশী নদীর পাড়ে বলেছেন: অনুপ্রেরণা পেলে ভালো লাগে। ধন্যবাদ দেশ প্রেমিক বাঙালীকে।
৪| ২৩ শে জুলাই, ২০২০ দুপুর ২:৪৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: নদীরা মরে গেছে । মরা নদী দেখলেই কেমন যেন মায়া লাগে কষ্ট লাগে। আর যারা বেচে আছে তারা কালো জলে নিমজ্জিত
নদী নিয়ে অনেক কবিতা লিখেচি আমি
সুন্দর হয়েছে লেখা +
২৬ শে সেপ্টেম্বর, ২০২০ সকাল ১১:২৪
বংশী নদীর পাড়ে বলেছেন: কথা সত্য। আপনার কবিতাগুলিও পড়ে দেখবো।
©somewhere in net ltd.
১|
২৩ শে জুলাই, ২০২০ দুপুর ১:৩৬
নেওয়াজ আলি বলেছেন: ধর্ষিতা নারী নয় ধর্ষিতা একজন বোন একজন মা ।