নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রুট কোড বিডি

রুট কোড বিডি › বিস্তারিত পোস্টঃ

ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করুন খুব সহজেই

২০ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:১৬


ইউটিউব বিশ্বের সর্ববৃহৎ ভিডিও সার্চ ইঞ্জিন। এই সত্য নিয়ে নিশ্চয়ই কোন দ্বিমত নেই? থাকার যৌক্তিকতাই নেই! কারণ এমন কি ভিডিও নেই যে ভিডিও অন্য কোন সার্চ ইঞ্জিনে আছে অথচ ইউটিউবে নেই?! হুম, যেকোন ভিডিওর এক অফুরন্ত ভাণ্ডার হল ইউটিউব। অন্য দেশে ইউটিউবে সরাসরি ভিডিও দেখার মতো অবস্থা থাকলেও কিন্তু বাংলাদেশে এই অবস্থা ভিন্ন। ইন্টারনেট অবস্থার বেহাল দশার কারণে আমাদেরকে ইউটিউব ভিডিও দেখতে হয় ডাউনলোড করে। যেহেতু ইউটিউব অফিসিয়ালি কোন ডাউনলোড অপশন দেয় নি। এজন্য যেকোন ইউটিউব ভিডিও ডাউনলোডের জন্য রয়েছে হাজার হাজার টুলস, প্লাগিনস, অ্যাডঅনস ইত্যাদি ইত্যাদি। সবগুলোই ভালো। যে যেটা ব্যবহার করে ডাউনলোড করতে পছন্দ করে আর কি! অনেক টুলসের মতো আজ নিয়ে এলাম একটি ছোট YouTube Video Downloader। ছোট হলেও কাজে ১০০ তে ১০০। অন্যান্য ইউটিউব ভিডিও ডাউনলোডারের মতো এখানেও রয়েছে বিভিন্ন কোয়ালিটিতে (HD, mp4, 3gp) ভিডিও ডাউনলোডের সুবিধা। ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করার এই সহজ টিউটোরিয়াল নিচে শেয়ার করলাম

*প্রথমে এই লিংকে ভিজিট করুন।

*ইউটিউব ভিডিও ডাউনলোডের জন্য একটি বক্স বা ঘর দেখতে পারবেন।

*বক্স বা ঘরে আপনার কি-ওয়ার্ড বা আপনি যে ভিডিও ডাউনলোড করতে চাচ্ছেন তা খালি বক্সে লিখুন। যেমনঃ Eid Ul Fitr Natok

*2016,Hindi Movie,Islamic Song ইত্যাদি।

*সার্চ করার পর ভিডিও লিস্ট আসবে। ও খান থেকে আপনার কাঙ্ক্ষিত ভিডিওটি সিলেক্ট করুন।

*পেয়ে যাবেন বিভিন্ন কোয়ালিটির ভিডিও ডাউনলোড লিংক।



*ইচ্ছেমত যেকোন একটি ডাউনলোড লিংকে ক্লিক করলেই শুরু হয়ে যাবে আপনার কাঙ্ক্ষিত ইউটিউব ভিডিও ডাউনলোড।




হাজার হাজার ইউটিউব ডাউনলোডার টুলস ইন্টারনেটে অরহর পাওয়া যায়। একেকটি একেক ধরনের। সবগুলোর অভিজ্ঞতাই নিয়ে রাখা ভালো। এর আগেও আপনার নিশ্চয়ই বেশ কিছু ইউটিউব ভিডিও ডাউনলোডার ব্যবহারের অভিজ্ঞতা রয়েছে। টুলসটি ব্যবহার করে কেমন লাগলো তা জানাবেন।
ধন্যবাদ

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.