নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শোন ওগো চাঁদের নাও

রোজারিও

রোজারিও

রোজারিও › বিস্তারিত পোস্টঃ

অকারণ কবিতারা

২৯ শে আগস্ট, ২০১৫ সকাল ৮:৫৬

১। কাঠকরমচা কাছের নিচে একটা পুরনো দালান ছিল
ও বাড়ির বুড়িটা মারা গেল
ওনেকদিন আগে সেখানেই মারা গেছে আমার শৈশব
আকর বিছানো নয়, যৌবনে কিছুদিন ফুলবাগানে ছিলাম
অবেলায় ঝরে গেছে, আমি আগুনের দিকে ঝুঁকলাম
যৌবনপীঠ বলে একটা বস্তু থাকে, যেখানে সকলেই ফিরে
ফিরে যেতে চায়, ফিরে যাবার কতই না স্বল্প অবলমম্বন মানুষের
আমার তিনটে হীরের খনি আছে, অনেক যাদু
তবু ঢ্যাপসা চাঁদের বিশ্রী রাতে কান্নাপাতার এস্রাজ ঝরে।

২। সকালটা সুন্দর
একবার ভাবলেই আকাশ দুপুর
তেঁতুল পাতার জানলা আমার
হয়ত কথা ছিল অন্য কোথাও যাবার
অন্য কাউকে পাবার
বড়জোর কারুর মলিন মুখের দিকে
তাকিয়ে কণ্ঠস্বর বাড়িয়ে তুলতে পারি
গভীর কুয়োর থেকে এক বালতি পানি তোলার সুখ
ছায়ার গভীরে তোমার টলটলে মুখ।

৩। বাড়ির পাশে বাঁশবাগানে
ভাঙা-চোর রাস্তাখানি পড়ে
হেঁটেছিলাম অনেকটা পথ
তোমার হাত ধরে
একদিন এক স্বপ্নে দেখি
তোমার জোড়ামুখ
দরদ ভরে ডাকছে আমায়
চোক্ষে ঘন অসুখ
তোমার নায়ে নিও আমায়
এই চাওয়া কি সুখ তার
আমার কোনো ভেলাও নেই
হয়নি সময় জানাবার।

******************************************

১। ঢেউ তুমি নগ্ন হও
দেখি তুমি
আমি না কি, অন্য কেউ।

২। চর তুমি বিরান হবা
রাত্তিরে যে চাঁদ উঠবে
তাহার সাথে কথা কব।

৩। নদী তুমি অন্য কারও
মগ্ন বুকে দাগা দিলে
একদিন কি আমার ছিলে।

৪। ফুল তুমি একলা হাসো
হারিয়েছি তোমায় কবে
পরের জন্মে শোধ নিব।

৫। পাখি, তোমার ভীর আঁখি
বনেছিল তোমার সাথে
সেই দুপুরে একাকি।

৬। প্রজাপতি, ছবি হয়ে রইলে
আমার ঘরে আসতে
অনিচ্ছাতেই মরলে।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৯ শে আগস্ট, ২০১৫ সকাল ১০:৩২

শায়মা বলেছেন: অনেক অনেক ভালো লাগা !!!!:)

২৯ শে আগস্ট, ২০১৫ বিকাল ৩:৫৭

রোজারিও বলেছেন: শুকরিয়া

২| ২৯ শে আগস্ট, ২০১৫ বিকাল ৪:১৩

শায়মা বলেছেন: :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.