নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শোন ওগো চাঁদের নাও

রোজারিও

রোজারিও

রোজারিও › বিস্তারিত পোস্টঃ

তোমায় দিলেম সাত পদ্যের হীরে, আনন্দ হও গেল জন্মের কিড়ে

৩০ শে আগস্ট, ২০১৫ সকাল ৯:২৬


১।
ঠুকছে বোকা পাথর ঘষা আগুনগূঢ় আলাপন
একদিকে ভাষা তার; সবুজ পাতার আশা -
বিরংসার নিষেধে ফোটা জারুলেরা কত মায়া ঘেঁষা।
২।
কাছে এসো, বলব না বুকের ভিতর
পোড়া মাংস, অনাদরের ব্যাকুল বেহাল কাফেলা
মেঘনার পাড়ে পড়েছিল বকুল স্রোতের মালা।
৩।
অামার চেয়ে তোমার প্রিয় ঘুম
তিন পদ্যের জ্যামিতিতে
লিখা ছিল চুম।
৪।
হেফাজত-ইসলাম বর্ষার স্রোতে মেলে দিল লাল জামা
হিন্দু মুসলমান খ্রিষ্ট গ্রামীণ খোলা-পিঠ-পাছা
বয়ে যায় রোজ সংস্কৃতির দ্বীন।
৫।
পূজার ফুলটুকু দিলাম, হাতে নাও
দেখছি খোপায় গোঁজা আছে অনন্য অলকদাম
এবার ছুঁড়ে দাও, পাথরে মাথা পেতে দিলাম।
৬।
রাঙা রাত্তির কোনো কবিতা পড়েনি
এক অন্তরায় গেয়েছিল শ্লোক
সমূহ অভিমান তোমার এক রজনীর শোক।
৭।
আনন্দ তুমি, সুখের শঙ্খচূড়ে লেখা নাম
প্রতি চুম্বনে দংশন হয়ে যাও
মৃত্যু খুঁড়ি অহরহ আমরা গাঁ-গেরামের ছাও।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.