![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
।। বনভোজন ।।
বনভোজনে গেলেন সেদিন জমিদারের নাতি
সঙ্গী হলো ডজন ডজন বাঘ ভাল্লুক হাতি
উজির নাজির মন্ত্রী মশাই চার পেয়াদার পাল্কি
খানার আগে কুলফি খেলেন ঠাণ্ডা, শীতল, 'মিল্কি'
বাঘ্র বন্ধু, হস্তি বন্ধু, ভালুক বন্ধুর খানা -
ঢাকার নামি 'মৌরি কাবাব ভুবন' থেকে আনা
খাবার পরে বসল আসর বাজনা-গানা-থিয়েটার
বনের সকল পশু এল সঙ্গে ড্রামস, গিটার
গণ্ডার গাইল, জিরাফ নাচল, পাখা মেলল ময়ূর
জল-জঙ্গল, নদী, পাহাড়, হাওয়া সমুদ্দুর।
এই আমারও নেমতন্ন ছিল তাদের বাটে
তাজ্জব একটি টিয়ে এ'ল পত্র করে ঠোঁটে।
। নীল পাখিটার বিয়ে ।।
একটা সবুজ টিয়ে
মানিক নগর গিয়ে
চাপল মাথায় ভূত
মাখল ডানায় তুঁ'ত
টিয়ে পাখি হলো নীল
ময়ূর পাখায় মিল।
মাথায় টোপর লাল
লজ্জায় রাঙা গাল
মানিক নগর গিয়ে
একটা সবুজ টিয়ে
নীলাভ পেখম পড়ে
এল, ঠোঁটে হাসি ধরে।
ঠোঁটের বাহার কী লো
চাঁদ জ্বলে ঢলঢলো
নীল পাখিটার বিয়ে
তাই তো এত্তো ইয়ে।
।। ওড়া ।।
খুঁটে খুঁটে ফল খাই ফোঁটা ফোঁটা জল
মন তুই পাখি কি না এখখুনি বল
ঠুকে ঠুকে ছড়া লিখি রং ছাড়া ছাড়া
ডানা ঝাপটিয়ে ঝাপটিয়ে একটুকু ওড়া।
০৬ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:০২
রোজারিও বলেছেন: শুভ কামনা।
©somewhere in net ltd.
১|
০৬ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:৪৫
ডরোথী সুমী বলেছেন: ভাল লেগেছে।শুভ কামনা।