নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যা মনে আসে তাই লিখি।

স্বর্ণবন্ধন

একজন শখের লেখক। তাই সাহিত্যগত কোন ভুল ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

স্বর্ণবন্ধন › বিস্তারিত পোস্টঃ

অজ্ঞাতবাস

১৯ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১২:৩৯

তুমি নাকি অজ্ঞাতবাসে আছ?
কৌরবের গৌরবে আজো হস্তিনাপুর রক্তে লাল।
বুকের পাঁজরে অদেখা রক্তের ছোপ আমারো তো আছে,
পাওনি দেখা কি তার কখনোই!
খাণ্ডবদাহনের আগুন কখনো সখনো পড়েনা চোখেতে,
তবু পুড়ে যায় প্রাণ অগণিত!
শকুনির পাশা বারেবারে আমাদের মনে,
জাগিয়েছে প্রত্যাশা! চলো খেলি সর্বস্ব বাজি রেখে!
কিই বা আছে বলো মিছে ছুটে ভীরু জীবনের পিছে,
হয়তো প্রেম পাবো অথবা শূন্যতা!
মানুষের মন জুয়াড়ির মতো চায় ঝুঁকি নিতে।
বৃদ্ধ সিংহের পাশে পরাজয় মেনে পড়ে আছে তৃণভূমে,
তোমার দেবতা!
প্রেম তো হয়না নিহত নিয়তির বাণে-
তবু অজ্ঞাতবাসে গেলে তুমি।
কতগুলো মূষিক কি টেনে নিয়ে গেলো জয়ের ঘুঁটিটা,
তোমার নজরের আড়ালে!


এই অচিন্ত্য অজ্ঞাতবাস কি নিয়তির লিখন?
এক রূড় যুদ্ধ আমাদের মন যাচ্ছে করে সহস্রাব্দ ধরে।
তোমার অজ্ঞাতবাস সুপ্ত পতঙ্গের জীবনের মতো,
কতো নগরীর খোলের ভিতর খেলা হলো এতোকাল!
উন্মাদের মতো খুঁজে যতোবার পৌঁছেছি কাছে,
হাম্মুরাবির পাথরের দেয়ালে গেঁথে গিয়েছে নিয়তি!
ভাগ্যফলক দেবতারা রেখে দিলো তাদের কুঠুরিতে,
হাওয়া হয়ে যায় তাই গাড়ি, ঘোড়া, সুরম্য বিপণি।
তবু আজো চোখে বেঁধে রাখি তোমার চোখের মণি,
ওইখানে মহাবিশ্ব আমার! তুমি অজ্ঞাতবাসে!
একদিন পাশা খেলবোই ঠিকঠাক,
ধমনীর উৎক্ষিপ্ত রক্তে ঢেকে দিবো মূষিকের চোখ,
সেইদিন প্রিয়তমা শেষ হবে এই নির্মম খেলা,
জিতে যাবে আজন্ম দুঃখ পিয়াসী এক নগণ্য মানব।

মন্তব্য ৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৯ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:১১

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর কবিতা।

২| ১৯ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:১৫

ইসিয়াক বলেছেন: ভালো লাগলো। সুন্দর কবিতা।

৩| ১৯ শে ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৩৯

নার্গিস জামান বলেছেন: সুন্দর :)

৪| ১৯ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৮:০৩

রূপম রিজওয়ান বলেছেন: দারুণ! মহাভারতের চরিত্রসহ উপমাগুলোর ব্যবহার খুব ভালো লেগেছে। মুগ্ধতা...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.