![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
(১)
কোথায় তোমাকে রাখবো হেলেন,
ট্রয় তো গিয়েছে পুড়ে!
আমিও তো এক প্রবাসী আকাশ,
ভাসিনি কি বলো ভিনদেশী রোদ্দুরে!
(২)
হাতে নিতে নিতে উষ্ণতা হারালো,
ব্রাজিলিয়ান ক্যাফেইন!
তুমি বলেছিলে সব প্রেমই নীল জল,
ঠোঁটে ছুলে বিষক্রিয়া হবে নিশ্চিত!
(৩)
সবটুকু সমুদ্র শুধু তোমার বুকেই,
বলে কেঁদে ছেঁড়ে গেলে কি রঙমহল?
ত্রিপল ছেড়া টর্নেডো সবাইকে ডুবালো,
ব্যর্থ প্রাচুর্য নিয়ে আমিও এখন অতল!
(৪)
শিরোনাম দেখে পাখি কাঁদছে কেন?
সম্ভাব্য আকাশে হবে পারমাণবিক যুদ্ধ!
আসক্তের চোখে অহিংসা ব্যর্থ তরিকা-
বলে স্মিত হেসে চোখ বুজলেন বুদ্ধ!
তবুও নিরঞ্জনায় নিষ্কাম প্রেমে,
আমরা দুজনে হইনি কি পরিশুদ্ধ?
(৫)
দুইটি বিড়াল অন্ধকারে লাফিয়ে উঠলো-
বারান্দায়,
ভাবছো কষ্ট তোমার ঘ্রাণ ছড়াচ্ছে কিনা?
আমার দুঃখ দাঁড়কাকে খায়,
উঠোন ছাড়িয়ে বাঁধিয়েছে যে-
রাস্তায় বন্যা!
(৬)
শ্যাওলায় লেখা শপথ গুলো হচ্ছে কি পুরাতন?
টাকের আভাস ব্রহ্মতালুতে, কুঞ্চিত মৃন্ময়ী,
অন্ধ হোমার নিয়তির হাতে বাঁধল সকল চরিত্র,
তবুও এখনো মনুর পুতেরা হতে চায় বিজয়ী!
(৭)
স্থপতির মতো নকশা গড়েছি রাতজাগা মন্তরে,
রাণী হবে মৎস্যকন্যা যদি পাও-
শূন্যের উদ্যান?
কি যে চাও তাই তো বুঝিনা! কে মেরেছে বাণ?
পাগলের মতো ছুটছি শুধু বুড়ো শহরটার,
এপার ওপার!
এখন তো বেশ ভালোই বুঝেছি,
নিজেকে কেন নেকড়ে ভাবত নেবুচাদনেজার!
(৮)
ফাঁকে ফাঁকে তাকাও; চোখে হরিণীর চাহুনি?
চাও কি অভয় আরো;
ভয় কে করেছো প্রাণসখী!
ভাবলাম চত্বর থেকে-
সুমেরীয় ফুল আর গল্প কিনি,
হঠাত আকাশে দেখি খেচরের মতো তীক্ষ্ণ নজর,
সর্বদা পাহারায় রাখো প্রেম;
তুমি প্রণয়ের বাজপাখি!
ছবিঃ নিজস্ব জলরং
২৮ শে জুন, ২০২০ সন্ধ্যা ৭:০১
স্বর্ণবন্ধন বলেছেন: অনেক ধন্যবাদ।
২| ২৮ শে জুন, ২০২০ দুপুর ১:২৭
বিজন রয় বলেছেন: ওয়াও! ওয়াও!! ওয়াও!!!
২৮ শে জুন, ২০২০ সন্ধ্যা ৭:০১
স্বর্ণবন্ধন বলেছেন: অনেক ধন্যবাদ।
৩| ২৮ শে জুন, ২০২০ দুপুর ১:৩০
বিজন রয় বলেছেন: প্রিয়তে নিলাম।
২৮ শে জুন, ২০২০ সন্ধ্যা ৭:০২
স্বর্ণবন্ধন বলেছেন: ধন্যবাদ আপনাকে আবারো।
৪| ২৮ শে জুন, ২০২০ দুপুর ১:৩৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর। ভালো লাগলো
২৮ শে জুন, ২০২০ সন্ধ্যা ৭:০২
স্বর্ণবন্ধন বলেছেন: অনেক ধন্যবাদ।
৫| ২৮ শে জুন, ২০২০ দুপুর ১:৫১
নেওয়াজ আলি বলেছেন: মননশীল অভিব্যক্তি । পড়ে অভিভূত হলাম
২৮ শে জুন, ২০২০ সন্ধ্যা ৭:০২
স্বর্ণবন্ধন বলেছেন: অনেক ধন্যবাদ।
৬| ২৮ শে জুন, ২০২০ দুপুর ২:৫৮
ইসিয়াক বলেছেন:
অনবদ্য। প্রিয়তে রাখলাম।
২৮ শে জুন, ২০২০ সন্ধ্যা ৭:০২
স্বর্ণবন্ধন বলেছেন: অনেক ধন্যবাদ।
৭| ২৮ শে জুন, ২০২০ বিকাল ৩:৩৬
ফেনা বলেছেন: খুব সুন্দর। সাথে ভাল লাগা রেখে গেলাম।
২৮ শে জুন, ২০২০ সন্ধ্যা ৭:০২
স্বর্ণবন্ধন বলেছেন: অনেক ধন্যবাদ।
৮| ২৮ শে জুন, ২০২০ বিকাল ৫:০৫
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+
২৮ শে জুন, ২০২০ সন্ধ্যা ৭:০৩
স্বর্ণবন্ধন বলেছেন: অনেক ধন্যবাদ।
৯| ২৮ শে জুন, ২০২০ রাত ৮:১৪
আহমেদ জী এস বলেছেন: স্বর্ণবন্ধন,
কষ্টের ঘ্রান ছড়ানো পংক্তিসমূহ স্বর্ণবন্ধনে বেঁধে পাহারায় রাখার মতোই।
২৯ শে জুন, ২০২০ সকাল ১০:২৫
স্বর্ণবন্ধন বলেছেন: অনেক ধন্যবাদ
১০| ২৮ শে জুন, ২০২০ রাত ১১:৫১
কল্পদ্রুম বলেছেন: সুন্দর।আপনি ভালো ছবি আঁকেন।
২৯ শে জুন, ২০২০ সকাল ১০:২৫
স্বর্ণবন্ধন বলেছেন: অনেক ধন্যবাদ
১১| ২৯ শে জুন, ২০২০ রাত ৩:৫৩
ডি মুন বলেছেন:
১ ও ২ নং বেশি ভালো লেগেছে।
২৯ শে জুন, ২০২০ সকাল ১০:২৫
স্বর্ণবন্ধন বলেছেন: অনেক ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
২৮ শে জুন, ২০২০ দুপুর ১:০৮
রাজীব নুর বলেছেন: সুন্দর ছবি, সুন্দর কবিতা।