![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি দ্বীপান্তরিত হবো স্বেচ্ছায়,
নিঃসঙ্গ রথ দাও, চাইনা কোন অলৌকিক সারথির-
লীলা মাখা অহমিকা! স্থগিত থাক অভিনয়ের আসর,
প্রতিদ্বন্দীরা এবারের মতো ক্ষমা করো,
পরীক্ষায় পুড়ছি তো আশৈশব! আর কতো?
এইবারে ক্ষমা করো! অথবা নিয়ে যাও ট্রফি নির্দ্বিধায়!
আমাকে দ্বীপান্তর দাও; ডুবে আছি অনারোগ্য-
বিতৃষ্ণায়!
নিঃশর্ত আলো দাও! পুড়িয়ে দিব আকালের-
আগাছায় বিষাক্ত বীজের মতো সমস্ত মরীচিকা,
তারপর আগুন তাপাব স্রেফ একা একা!
আমাকে দ্বীপান্তর দাও,
সুসভ্য কোলাহল বর্জ্যের মতো পচাচ্ছে সব,
এতো কিছু চাইনি তো আমি,
নিঃসঙ্গতা শরীরে মেখে চেয়েছিলাম ব্যর্থ ভোরে,
শুধুই তোমাকে! হয়তো এসেছো অথবা আসোনি,
চক্রবূহ্য ভেদ করা এতোটা সহজ নয়,
তাতো বেশ ভালোমতো জানি!
তবু হিটলার, চেঙ্গিস গং হাতে দিয়ে লজেঞ্চুস,
করে গেল ইয়ারকি,
সভ্যতা মানে ক্লান্ত জীবন আর-
বিমুর্ত বেইমানী!
তোমাদের দর্শনে স্বার্থের প্যাঁচাল,
ডায়াসে অবিরত বকবক করছে উৎকৃষ্ট বাচাল,
সেমিনারে অভিনীত দুর্দান্ত সংলাপ,
কোন কিছু কেন যেন টানেনা এখন!
প্রতিটি পদক্ষেপে আওড়াচ্ছি ব্যর্থ প্রলাপ,
এই সভ্যতা ও সংস্কার ক্রমশ হচ্ছে উন্মাদ!
তার চেয়ে দ্বীপান্তর দাও,
তবুও তো বালু মেখে দেয়া যাবে শান্তির ঘুম,
মধ্যরাত পিষ্ট হবেনা কামানের তলায়,
সেই ভালো দ্বীপান্তর দাও!
মৃত লাশ মসলায় ভেজে দেওয়া ফ্রায়েড চিকেন,
বহূমুল্যে সাধ করে কিনে খাওয়া বিষ,
পড়ে থাক! রেস্তোরার টেবিল পরিপূর্ণ হোক বা-
না হোক! আমি দ্বীপান্তর চাই!
আধুনিক মুখোশের নীচে উৎকট এক মধ্যযুগ,
আর কতোবার বানাবে বলো চরম উজবুক!
অনেক হয়েছে কারসাজি, মেরামতি,
আমাকে দ্বীপান্তরই দাও,
বাকী সব তোমাদের হোক!
ছবি কৃতজ্ঞতাঃ ইন্টারনেট
০২ রা জুলাই, ২০২০ রাত ১০:১০
স্বর্ণবন্ধন বলেছেন: সুপ্রিয় ব্লগার, অনেক ধন্যবাদ। প্রকৃতি তার নিজস্ব প্রয়োজনে হোক কিংবা বেহিসেবী খেয়ালে হোক কবির জন্ম দিতেই থাকবে। কিছু উদ্ভট মানুষ সবসময়ই থাকবে!
২| ০২ রা জুলাই, ২০২০ সন্ধ্যা ৭:৫১
কবীর হুমায়ূন বলেছেন: সুন্দর হয়েছে কবিতা। ভালো লাগা রইলো কবি স্বর্ণবন্ধন। শুভ কামনা।
০২ রা জুলাই, ২০২০ রাত ১০:১১
স্বর্ণবন্ধন বলেছেন: কবীর হুমায়ূন ভাই, অসংখ্য ধন্যবাদ।
৩| ০২ রা জুলাই, ২০২০ রাত ৮:৪৩
নেওয়াজ আলি বলেছেন: শ্রুতিমধুর লেখা। ভালো থাকুন।
০২ রা জুলাই, ২০২০ রাত ১০:১২
স্বর্ণবন্ধন বলেছেন: অনেক ধন্যবাদ, সুপ্রিয় ব্লগার।
৪| ০২ রা জুলাই, ২০২০ রাত ৯:৪১
শায়মা বলেছেন: আমরা এক রকম দ্বীপান্তরেই আছি ভাইয়া।
০২ রা জুলাই, ২০২০ রাত ১০:১৩
স্বর্ণবন্ধন বলেছেন: ধন্যবাদ অনেক। এটা অবশ্য যথার্থই বলেছেন, আমরা সবাই একেকটি দূরতম দ্বীপ, মাঝে অদৃশ্য তবু অলঙ্ঘ্য মহাসাগর।
৫| ০২ রা জুলাই, ২০২০ রাত ১১:১৯
মোছাব্বিরুল হক বলেছেন: মুগ্ধ হয়ে পড়লাম। বার বার....
০৩ রা জুলাই, ২০২০ রাত ১২:০৩
স্বর্ণবন্ধন বলেছেন: অনেক ধন্যবাদ
৬| ০৩ রা জুলাই, ২০২০ দুপুর ২:০৫
রাজীব নুর বলেছেন: কবিতাটি পাঠ করে ভালো লাগলো।
০৪ ঠা জুলাই, ২০২০ সকাল ১০:১৪
স্বর্ণবন্ধন বলেছেন: অনেক ধন্যবাদ সুপ্রিয় ব্লগার
©somewhere in net ltd.
১|
০২ রা জুলাই, ২০২০ সন্ধ্যা ৭:৪৯
বিজন রয় বলেছেন: কবি দ্বীপান্তর হলে এমন সব কবিতা পাবো কি করে!!