নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যা মনে আসে তাই লিখি।

স্বর্ণবন্ধন

একজন শখের লেখক। তাই সাহিত্যগত কোন ভুল ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

স্বর্ণবন্ধন › বিস্তারিত পোস্টঃ

কাঁদো শহর

০৭ ই আগস্ট, ২০২০ সন্ধ্যা ৭:৩৭

এখনো নদীটা কাঁদে, পোড়া জল ছুঁয়ে হাঁটে পুন্ড্রের-
ভাস্কর্যে মোড়া হস্তী!
কতো বিচিত্র শ্লোগানের পরিশেষ দেখে নিয়েছে নারী,
শহরের নাগরিক পদ্মের সরোবর-
টেরাকোটার প্রেমের বিসর্জিত মূর্তিতে ভর্তি!
তবুও ভালোবাসা মরে গেলে গবাক্ষের আর্দ্র বাতাসে-
বাঁচেনা তেমন কিছুই!
মেয়ে তুমিতো তা জানোই! এই শহর এখন পদানত,
উপকণ্ঠের মৃত নদীটার মতো! তুমিতো তা জানোই!
এখনো এই শহর ভাসে; সোনালী শাড়ির পাড়ের মতো-
ঘাসে ছোঁয়া রাস্তায়, কফির ধোঁয়ার সাথে বৃষ্টির ঝলমলে-
জল লুটোপুটি খায়! ভাবছি একদিন ব্যস্ততা ছুড়ে,
ছিঁড়ে ফেলে কৃত্তিম বুদ্ধিমত্তার শাসন,
তোমার সাথেই হাঁটবো না হয়! সকাল ও রাত!
একদিন দুজনে ছুঁয়ে দিব আনমনে গভীরতম পাগলাটে-
বর্ষণে, এই শহরের চিত্রকল্পময় হাত!
তার তীব্রতম কান্নার ধারায়, নিরাসক্ত ছাতাটাকে উড়িয়ে-
ফানুসের মতো, কাঁদবো কিছুক্ষণ!
জানি নির্বাণ পাবেনা এখন আর কেঊ! অবদমনের ঘরে,
শোনা যাচ্ছে বুভুক্ষু সরীসৃপের ফোসফাস,
তবুও নদীটা কাঁদলে, শহরটা কাঁদলে আমারো কান্না পায় খুব,
একদিন ভিজবই! একদিন আকাশী জলেই দিব ডুব!

বৃদ্ধ আকাশ নেমে পায়ের পাতা দুটো ভিজিয়ে নিয়েছে,
এলোচুলে একাকিনী তুমি বিচ্ছিন্ন দ্বীপের মতো-
বিকাল বিলাসে মত্ত!
কোন ছাদে আজ সুমেরুর ছোঁয়া লাগল অজান্তে,
এখনো জলেরা কাঁদে, মাঝে মাঝে শোন নাকি কলকল?
নিহত অরণ্য ডাকে বিলুপ্ত বনসাইয়ের তীক্ষ ফাঁকে ফাঁকে,
চোরাগলিগুলোর বাঁকে বাঁকে! ওইখানে ফোঁটা ফোঁটা-
সঞ্চিত প্রেম ফুটে আছে! জানালায় ল্যাম্পপোস্টে-
পুথি-পালার রাতজাগা নায়িকার মতো-
তোমার চোখের কোণে, রহস্য আছে, অস্পষ্টতা আছে!
কাছে এসে বারবার দূরে চলে যায়,
অনেকটা কুয়াশার মতো ভিজিয়েও ভিজাও নাতো!
কদমের কলি হাতে শ্যামাঙ্গ যুবক দাঁড়িয়ে রয়েছে একা,
চারপাশে দ্রবীভূত মিথেনের সঞ্চিত আগুনের গোলা!
সে চলে গেলে ফিরবেনা,
ভালোবেসে ডেকে নিলে ঝুলন্ত বাগানে তবুও সে চলে যাবে,
এই শহর জানে, তুমিও জানো সে ফিরবেনা আর!

এই শহর-বন্দর এখনো নদীর মতো,
বিকালের আলোয় ক্লান্ত বিরহে টুপ টুপ করে গলে পড়ে-
মৃত বুড়িগঙ্গায়!
আলোর মিছিলে স্রোত আর রক্তের মাখামাখি,
প্রতিটি গলিতে সূর্য্য ডোবে! প্রতিটি বাসায় দেয় উঁকি-
বুড়িমার চাঁদ! বিচিত্র থালায় সাজিয়ে রেখেছে সব!
সবই আছে এই নগরের ডিনারে; তবুও কি যেনো নেই!
আকাশের মতো নীল প্রেম খেয়ে নেয় শঙ্খিনী সাপ,
এই শহরে পাতা আছে সুনিপুণ সজারূ ধরার ফাঁদ!
মেয়ে সেইসব চোরা জলে,
তুমিও তো ভেসে যাও মাঝে মাঝে! আবার ফোয়ারার মতো-
ভেসে উঠো!
আমিও হাভানা চুরুটের মতো পুড়ে এশট্রেতে ঢুকে যাই!
তবুও আজো আনমনে হেঁটে যেতে যেতে ইতিউতি খুঁজি,
ঘষামাজা কাগজের মাঝে, তোমার হৃদয়ের পোস্টার!
ছোট পদক্ষেপে সাথে হেঁটে যায় যক্ষাক্রান্ত রুগীর মতো-
ক্ষয়ে যাওয়া রাস্তার পিচ এবং অশ্রুত নাগরিক ধিক্কার!
জানি কাঁচের জানালায় প্রতিচ্ছবির মতো এখনো আছ তুমি,
আমি পালাতে পারিনা আজো! আমি উড়তে পারিনা আজো!
অথচ নির্বোধ মঞ্চের জোকারটা বারবার দিচ্ছে ঘোষণা,
এসো আজ যেমন খুশি তেমনটা সাজো!

মন্তব্য ২ টি রেটিং +২/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৭ ই আগস্ট, ২০২০ রাত ৮:৫০

আমি সাজিদ বলেছেন: চমৎকার

২| ০৭ ই আগস্ট, ২০২০ রাত ১১:৩৩

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.