নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যা মনে আসে তাই লিখি।

স্বর্ণবন্ধন

একজন শখের লেখক। তাই সাহিত্যগত কোন ভুল ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

স্বর্ণবন্ধন › বিস্তারিত পোস্টঃ

প্রাত্যাহিক শিরোনাম

১৮ ই আগস্ট, ২০২০ সন্ধ্যা ৭:২৭

বায়বীয় পরিমন্ডলে ভুরভুর করে উড়ছে কর্পোরেট গন্ধ,
তৈলাক্ত বিরিয়ানির মতো সর্বভুক ক্ষুধা ছড়াচ্ছে-
অন্তহীন!
সফেদ সাদা থাকেনা তোয়ালে,
বুকে তার তেল চিটচিটে দাগ!
সেই দাগে প্রতিদিন মুছে নেই মুখ,
কি অদ্ভুত!
বিপর্যস্ত জোয়ার তৈলবাহী জাহাজের ভগ্ন তলদেশে-
পেট্রোলিয়াম বিষে-
পোড়ায় নীলতিমির ফুসফুস! তবুও অমূল্য গলিত
স্বর্ণের মতো ঘনীভূত পেট্রোল,
তিমির হৃদয় নীল শূন্যে মিশে যাক!
বাতাসে ডলারের ঝুনঝুনির শব্দ; আর হায়েনার-
কামনার্ত হুংকার; সামান্য আড়াল পেলেই করে-
পাশবিক উল্লাস! পুরূষে হায়েনা পোষে-
ব্যক্তিগত উঠানের ভিতর,
প্রিয়ন্তী সাবধানে রেখো পা!

অভ্যস্ত হতে গিয়ে অনভ্যস্ত হলো প্রিয় ঘুম,
মূলোৎপাটিত বৃক্ষের যৌবনের সাথে বিগত অভ্যাসের মতো,
আদতে সবাই মৃত কান্ডের বাকলে,
ভান ধরে থাকা অলীক যুবক!
অভিযোজনের ব্যর্থ প্রয়াসে শরীরে কাঁটার মতো
জন্মালো নিতান্তই অকেজো শ্বাসমূল,
এখন জলেও পাইনা আস্বাদনের রস,
স্থলেও শোলার মতো হয়েছি ভংগুর!
গ্রীলের শিকের সাথেই বিঁধে আছে সাফল্যের প্যাঁচানো সিঁড়ি;
ঝুলে যাচ্ছে লটারী প্রতাশী ব্যাকুল জনতা
তাড়াতাড়ি!
এই শহর একটা জ্বলন্ত চুল্লী, মুখে অবোধদের হুড়োহুড়ি,
দুপুরের প্ল্যাটারে রূপালী নোটের লোভনীয় ঘ্রাণ,
ক্রেডিটকার্ডের ঘোলাটে চোখ মচমচে স্বাদে-
পা ধরে টেনে নিয়ে মৃত মুরগীর মতো ফেলে দেয়
ভাগাড়ের খাদে!

মূদ্রার ঝনঝন হৃদয়ের গুঞ্জনের মতো-
ফুড়ে দিল শরীর! নির্মম তীরন্দাজের নিশানায়-
অভিজাত ব্যাংকগুলো ফুটিয়ে দিচ্ছে অব্যর্থ তীর!
মহাকাব্যিক চেকের পাতায় হুহু করে নেমে যাচ্ছে
পারদ,
ব্যালেন্স তো শূন্যের কোঠায়!
নিঃশ্বাসে প্রশ্বাসে ক্রমশ যাচ্ছে ঢুকে কর্পোরেট বাতাস,
আমার তো এখনো হলোনা মুখোসে মুখ ঢেকে রাখার অভ্যাস!
চেপে আসে বুক; দুপুরের গ্লাসের সুপেয় পানি-
শুষে নিল উদ্বায়ী ধনতান্ত্রিক ভ্রূণ;
প্রিয়ন্তী বিকাল কাঁদে অচিন শুন্যতায়,
আধাডোবা বাস্তবে জেগে,
ভাবি এই শহর নিশ্চয়ই আমার বৈমাত্রেয় ভাই!

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৮ ই আগস্ট, ২০২০ রাত ৯:১০

ব্লগার_প্রান্ত বলেছেন: আপনি একজন আদর্শ কবি। আমি আপনার কবিতাগুলো দারুণ পছন্দ করি এবং সামনে পেলেই পড়ে ফেলি।
শুভকামনা জানবেন।

২০ শে আগস্ট, ২০২০ রাত ৯:৪৮

স্বর্ণবন্ধন বলেছেন: অনেক ধন্যবাদ

২| ১৯ শে আগস্ট, ২০২০ রাত ৩:৩৩

রাজীব নুর বলেছেন: কবিতায় তেজ আছে, ধার আছে।

২০ শে আগস্ট, ২০২০ রাত ৯:৪৮

স্বর্ণবন্ধন বলেছেন: অনেক ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.