নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যা মনে আসে তাই লিখি।

স্বর্ণবন্ধন

একজন শখের লেখক। তাই সাহিত্যগত কোন ভুল ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

স্বর্ণবন্ধন › বিস্তারিত পোস্টঃ

মাটির মাকড়

২০ শে আগস্ট, ২০২০ রাত ১০:০৫

ঝুলে যাওয়া বৃষ্টির দিনে,
মাকড়সার মতো ভেসে থাকি মাটির শহরে,
শরীরের আঠালো জাল নিজস্ব গ্রন্থিজাত,
কাকে আর দিব দোষ?

চেপে রাখা আসুরিক প্রলয় খুঁজে উন্মাতাল,
লাবণ্যময়ীর শরীরের ফাঁকে ফাঁকে ভাজ!
ল্যাম্পপোস্ট অসূর্যম্পশ্যার নগ্ন উরূর মতো,
বিটকেলে বিকালে বেশরম হাতছানি দেয়,
কল্পিত নারীর রমণ!
সন্ন্যাসী হতে গিয়ে নিজের জারক রসে হচ্ছি জারণ,
কাকে আর দিব দোষ?
এতো নিজস্ব শরীর জাত অবাধ্য হরমোন!

নারী সভ্যতার রাত জাগা মহৎ শিল্প;
মহাজাগতিক স্থপতির অত্যুতকৃষ্ট কারুকর্ম,
তাদেরো বেনিয়ারা তুলেছে নিলামে,
শেয়ার বাজারে পাগলা ঘোড়ার মতো বেড়েই যাচ্ছে দর!
ময়ুরের পুচ্ছ নাড়িয়ে পুরুষ পারবেনা আর-
সরল অংকটার হিসাব মেলাতে!
কাকে দিব দোষ?
নিয়ান্ডারথালদের সাথে ফস্টিনস্টি করে,
মানুষেরা এখন সকলেই বর্ণসংকর!

জলে ডোবা আধা খাওয়া পুরূষের যৌবন,
সস্তার সিগারেটে পুড়ে গিয়ে খাবি খায়,
জীয়ল মাগুরের মতোন!
উর্বশীর উর্বর প্রেম দেখে মজে যাওয়া কাম,
পচা কাঁঠালের মতো দুর্গন্ধ ছড়ালে,
বুঝি এ আমার নিজস্ব শরীরজাত সব্যসাচী শ্বাপদ,
প্রতিটি সময় গুনে শস্যদানার সাথে,
চোয়ালে জমিয়ে রাখছে বিষাক্ত কামড়!

মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২০ শে আগস্ট, ২০২০ রাত ১১:৫৬

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।

২১ শে আগস্ট, ২০২০ সকাল ৮:৩৭

স্বর্ণবন্ধন বলেছেন: অনেক ধন্যবাদ

২| ২১ শে আগস্ট, ২০২০ সন্ধ্যা ৬:৩৯

সাজিদ উল হক আবির বলেছেন: শব্দ - শব্দের দ্যোতনা, রূপকের ব্যাবহার, পুরাণ ও ইতিহাসের রেফারেন্স, এবং কবিতার ভাব - সবটা মিলিয়ে আপনার কবিতা অনেক পরিণত। শুভেচ্ছা আপনাকে। কোন কবির কবিতাপাঠ আপনাকে অনুপ্রেরণা দেয়?

২২ শে আগস্ট, ২০২০ সকাল ১০:০৮

স্বর্ণবন্ধন বলেছেন: অনেক ধন্যবাদ সুপ্রিয় ব্লগার আপনার মন্তব্যের জন্য। আসলে বিশেষ কোন কবির প্রতি আকর্ষণ নেই। যে লাইনগুলো ভালো লাগে সেগুলো পড়ি। কবিতার শব্দের মতো কাব্য পছন্দেও আমি অনিয়মিত। শুভ কামনা থাকল।

৩| ৩১ শে আগস্ট, ২০২০ রাত ১:৪৫

সিদ্ধাচার্য লুইপা বলেছেন: তুখোড় কবিতা। মুগ্ধ।

৪| ১৪ ই আগস্ট, ২০২২ রাত ২:২৩

জুনায়েদ বি রাহমান বলেছেন: চমৎকার কবিতা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.