![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অন্ধকারকে নিয়ে অনেক বেশি নাড়াচাড়া করি বলে,
আলোরা কি পালিয়ে গেলো?
আজকাল নিঊজ চ্যানেলে বলে,
যাদুর প্রদীপ ঘষা দিলে দৈত্য আসেনা আর,
সেও মানুষের মতো ভাড়া খাটে মজুরীর বিনিময়ে!
দানবেরা অজ্ঞাতবাসে গিয়েছে,
মানুষেরা কবে থেকেই নিজের আড়ালে লুকিয়ে পড়েছে!
এখন শুধু অন্ধকার আছে! কি নিয়ে ভাবব বলোতো?
সব নশ্বরতাকে অতিক্রম করে মহাযুদ্ধেরা অমর-
হলোনা তো!
ম্যানিফেস্টোর দাম্ভিক শব্দরা বলেছিল-
মৃত্যু মানে অমরত্বের সোপান! কি সুতীব্র মিথ্যা,
একশো বছর ধরে করে যাচ্ছি পান,
এখন বিষক্রিয়ার সময়!
সাঁজোয়া যানের উপর বসা সৈনিক ভেবেছিল-
ফিরবে আবার বাড়ি!
স্ট্যালিনগ্রাদের আকাশে সাদা সাদা বকপাখি দেখে,
ভেবেছিল ফিরে যাবে; তবুও হয়নি ফেরা!
নরম্যান্ডির উপকূলে তার লাশ পড়ে আছে,
চেনাই যায়না! বিচূর্ণ খুলিতে স্বপ্নেরা সমাহিত,
মানুষেরা বুঝি এভাবেই মরে যায়?
সেগুনের বনে, পলাশের লালে, সাভানার ছায়ায়!
দার্জিলিং এর শীতল মলের কোণায় কোণায়,
মরে থাকে ধুতুরা ফুলের মতো সাদা সাদা বক!
অশ্রুত রাগিণীর সাথে নুপূরের শব্দ প্রভাতী বেদীতে বাজেনা
দিনের শেষে,
প্রাচীন মৃত্যু খড়গের মতো দেবীর হাত থেকে খসে এসে,
গলার কন্ঠনালী কেটে সব করে দিল সাফসুতরো,
সেই একই মঞ্চে সবাই নিহত হয়েছিল কিংবা হবে,
আজ কাল পরশু অথবা পরের দিন পরাভূত যৌবনে!
তবু মাঝে মাঝে উড়ে গেলে বকপাখি,
কলমির লতাটা অজান্তে দুলে উঠে কিশোরীর মতো,
দুই একটা শিশিরের ফোঁটা গড়িয়ে গড়িয়ে পড়ে,
অনাদৃত গুল্মের আস্তরণের উপর!
আজো কিছু যাযাবর ঘাসফড়িঙের শরীরে সবুজ ছিটা দেখে-
ভাবে ফিরে যাবে বাড়ি! আসলে কি বাড়ি আছে?
নীলের মত্ত স্রোত থেকে আড্রিয়াটিক সাগরের ডোবা মন্দিরে,
কোথাও তো ছিলনা ঘর,
ছিলনা নিজস্ব পাখি কাকডাকা ভোরে!
বিস্মৃত স্মৃতিতে জাহাজ ভরা লাশের স্তূপ নিয়ে,
আমরা প্রতিনিয়তই পলায়নরত!
আমরা এখনো দ্রুতগামী যুদ্ধবিমানের মতো,
পলায়নরত!
তবুও অরূণা সাহারার গুহায় উন্মত্ত স্বপ্ন এঁকেছি জানো,
ছোট্ট ঘরে নাচানাচি করছে প্রমত্ত গঙ্গা!
লোভনীয় চাঁদটা চিরকালই শিকার সীমার উর্ধ্বে ছিল,
খাঁচায় আটকাতে পারিনি কখনো!
তবু এখনো কাব্যের পংক্তিতে তাকে রাখি বেঁধে,
শুধু তোমার জন্য!
ছবি কৃতজ্ঞতাঃ ইন্টারনেট থেকে সংগৃহীত।
২৫ শে আগস্ট, ২০২০ রাত ৯:০০
স্বর্ণবন্ধন বলেছেন: অনেক ধন্যবাদ ও শুভকামনা সুপ্রিয় ব্লগার।
২| ২২ শে আগস্ট, ২০২০ দুপুর ১:২৬
নেওয়াজ আলি বলেছেন: উপভোগ করলাম আপনার লেখনী।
২৫ শে আগস্ট, ২০২০ রাত ৮:৫৯
স্বর্ণবন্ধন বলেছেন:
অনেক ধন্যবাদ ও শুভকামনা সুপ্রিয় ব্লগার।
৩| ২২ শে আগস্ট, ২০২০ বিকাল ৪:৫২
সাজিদ উল হক আবির বলেছেন: নিজের অস্তিত্ব নিয়ে মানুষ বড় সচেতন, তবে প্রকৃতির কিছুই যায় আসে না - অত্যন্ত স্বার্থপর এই দু'পেয়ে প্রজাতির পৃথিবীতে টিকে থাকা বা উবে যাওয়ায়। আমার কাছে পৃথিবীতে মানুষের গুরুত্ব স্রেফ এতটুকুই যে - যখন পূর্ণিমার ভরা চাঁদ ওঠে, আজর মানুষ কংক্রিটের জঙ্গলের ফাঁক দিয়ে স্মৃতিকাতর চোখে থালার মত সে চাঁদের দিকে তাকায়, যেমনটা তাকাতো তার হাজার হাজার বছরের পুরনো কোন পূর্বপুরুষ, ঘন জঙ্গলের ফাঁক এড়িয়ে। আপনার কবিতায় ভালোলাগা, শুভকামনা। : )
২৫ শে আগস্ট, ২০২০ রাত ৯:০২
স্বর্ণবন্ধন বলেছেন: ঠিকই বলেছেন সুপ্রিয় ব্লগার, জীবনের মানে হয়তো তাই, সুন্দরকে আস্বাদন করা। তবে এই বস্তুবাদী কারাগারে সবসময় তা সম্ভব হয়না। আমরা সবাই আসলে বন্দী কোন না কোন ভাবে।
৪| ২৩ শে আগস্ট, ২০২০ রাত ২:০৫
সিদ্ধাচার্য লুইপা বলেছেন: সুন্দর কবিতা ছিল। কবিতা যত দীর্ঘ হয়, তার মূলভাব একই রেখার উপর হাঁটতে গিয়ে ততই বেসামাল হয়। আপনার লেখাতেও এক-আধবার ফসকানোর উপক্রম হয়েছিলো। কিন্তু, শুধুমাত্র লেখার মুনসিয়ানার কাছে সবই পরাভূত।
২৫ শে আগস্ট, ২০২০ রাত ৯:০৩
স্বর্ণবন্ধন বলেছেন: অনেক ধন্যবাদ ও শুভকামনা সুপ্রিয় ব্লগার। ঠিকই বলেছেন দীর্ঘ কবিতা ফস্কে যায় বারবার।
©somewhere in net ltd.
১|
২২ শে আগস্ট, ২০২০ দুপুর ১২:৫৩
রাজীব নুর বলেছেন: আপনার কবিতা পড়লে আমার আফসোস হয়, আমি ক্যান কবিতা লিখতে পারি না।