নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যা মনে আসে তাই লিখি।

স্বর্ণবন্ধন

একজন শখের লেখক। তাই সাহিত্যগত কোন ভুল ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

স্বর্ণবন্ধন › বিস্তারিত পোস্টঃ

টয়ট্রেন

৩১ শে আগস্ট, ২০২০ দুপুর ১২:১৮


একটা টয়ট্রেন বিদীর্ণ ক্ষত নিয়ে মুখের আদলে,
ধীরগামী কেন্নোর মতো ঘুরে শৈশবের বিগলিত গ্রামীণ জলাশয় শুঁকে,
আলুথালু হয়ে এখনো রাস্তায় গলিতে মোচড়াচ্ছে
কাতরাচ্ছে! জলময়ুরের কাছে এসেছি ফেলে নিস্পৃহ বিষাদগ্রস্ত চোখ!
বাহারী লতার শরীরের উন্মনা বাতাসে অকারণে দোল খাওয়া মন,
রেশমের মতো মৃদু ঘাসে স্থিরতার চাষাবাদে ব্যস্ত এখন!
টরাস পর্বতের বৃষে আরোহী দেবীর কোলে পরলোকগত গর্জনে
প্রতিটি ফোঁটার জল বিশুদ্ধ বিস্ময়!
যোগ বিয়োগের ভিড়ে আমি এখনো এক অব্যর্থ অব্যয়,
সব কিছু নিহত বরফ যুগের মতো সীমানায় শুয়ে আছে আজো,
মৃত নয়! সামান্য প্লাবন এলে জেগে উঠে চরের আহ্লাদী ফাটলে ফাটলে,
অভিশপ্ত ভয়!
মোমের হাওয়ায় তার গোলাপী ছায়ার উঠানামা,
সবুজ জমিনে হাওয়া; আঁচলে লুকানো প্রেম, বর্ষাসিক্ত বুনো ফুলে
লেগে থাকা স্নেহ; কখনো হয়নি চাওয়া!
এরই মাঝে স্টেশন বদলালো সাদা কালো ফিল্মের মতো,
জীবন এমনই হয়! ধীরলয়ে ট্রেনে চেপে নিরর্থক পার হওয়া!
শুধু অদৃশ্য ক্ষত জমে আছে প্রতিটি কোষের অন্তঃস্থিত গাঢ় জলে,
তবু কৃষ্ণপ্রস্তরে মোড়া অমিতাভ বুদ্ধ, পাশের তাকেই যোগিনী,
বৃন্তে বৃন্তে ঢেউ নিয়ে শুয়ে থাকা মৃত নদী; ডোবা ফার্নদলে,
আপনার ভেবে সবাইকে বর্মে চেপে দিয়েছি ডুব; শরীরটা ভেজেনি!
কতোগুলো বিশুদ্ধ ছায়া; আমার অবিশুদ্ধ তীরে এসে
উড়াচ্ছে আঁচল; ছুঁয়ে দিব ভেবে বাড়াতেই হাত,
সূর্যগ্রহণের দিনে মুঠো ভরে উঠে এলো রাশি রাশি কাদামাটি,
দিনশেষে দুয়েকটা ভাঙ্গাচোরা মুদ্রাই সম্বল!
পার হয়ে যাচ্ছে টয়ট্রেন; পিছনে পালাচ্ছে চিরচেনা নগর ও বন্দর!

ছবি কৃতজ্ঞতাঃ ইন্টারনেট

মন্তব্য ৯ টি রেটিং +৫/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ৩১ শে আগস্ট, ২০২০ বিকাল ৪:৪১

সাজিদ উল হক আবির বলেছেন: কি সুন্দর দ্যোতনাময় অন্ত্যমিল, কবিতার প্রতি লাইনে, ছোট ছোট শব্দের শেষে! সন্দেহাতীতভাবে আপনি এই মুহূর্তে সামুর হাতে গোনা দু - তিনজন সেরা কবির একজন। দুঃখের বিষয় হল এই যে, আপনার আগমনের, বা অবস্থানের মতই হবে নিঃশব্দ আপনার চলে যাওয়া। তাই হয়েছে সবসময়, ভালো কবিদের ক্ষেত্রে, এই ব্লগে , আমার দেখা বছরগুলোতে।

০১ লা সেপ্টেম্বর, ২০২০ রাত ১:০২

স্বর্ণবন্ধন বলেছেন: ধন্যবাদ সুপ্রিয় ব্লগার। আপনি হয়তো সত্যই বলেছেন। এটা আমিও বুঝতে পারি। নিভৃতচারী মানুষ হওয়ায় তার সম্ভাবনা আরো বেশি।

২| ০১ লা সেপ্টেম্বর, ২০২০ রাত ২:২৬

কল্পদ্রুম বলেছেন: বাহ!ব্লগে অল্প কয়জনের কবিতা পড়া হয়।তার ভিতরে আপনি একজন।কবিতার ব্যাকরণ বুঝি না ভালো।তবে পড়তে ভালো লাগলেই বুঝি যে কবিতা ভালো হয়েছে।এটার ক্ষেত্রেও একই ব্যাপার।

০২ রা সেপ্টেম্বর, ২০২০ রাত ২:৪০

স্বর্ণবন্ধন বলেছেন: অনেক ধন্যবাদ সুপ্রিয় ব্লগার।

৩| ০১ লা সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৩:৪৩

রাজীব নুর বলেছেন: চমৎকার।

০২ রা সেপ্টেম্বর, ২০২০ রাত ২:৪০

স্বর্ণবন্ধন বলেছেন: অনেক ধন্যবাদ রাজীব নুর ভাই।

৪| ০৩ রা সেপ্টেম্বর, ২০২০ রাত ২:২৬

সিদ্ধাচার্য লুইপা বলেছেন: আপনি এই মুহূর্তে ব্লগের সেরা কবিদের একজন।

০৩ রা সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:৩৩

স্বর্ণবন্ধন বলেছেন: অনেক ধন্যবাদ ও শুভকামনা জানবেন।

৫| ০৬ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:৫১

জাহিদ হাসান বলেছেন:

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.