![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একটি বৃন্তহীন দিন, একটি আজানুলম্বিত রাত,
দেবতার মন্দিরের মতো অদ্ভুতুড়ে আলোতে
এখনো সুস্থির! চুপিচুপি কথা বলে বাজ্রিগারের খাঁচা!
ওখানে অনেকে ছিল; ওখানে পূর্ণতা ছিল;
এখন শূন্যতা আছে! অসীমের স্থান সংকুলান আছে,
আর ক্রমশ বিলীন বাষ্পকণার সাথে,
উদ্বায়ী ভংগীতে দ্বৈত বাঁচা আজো টিকে আছে!
এইতো বেশ আছি বলে দুমদাম লিখে দিলে
গেঞ্জিতে গ্রাফিতি, আসলে কি থাকা যায় ভালো?
উত্তরটা জানা আছে কি তোমার প্রিয় প্রতীতি?
একটা পাখির পাখা জোড়, দুইটি পাখিরো তাই,
জমা হয় তবু বেজোড় উল্লাস নাগরিক খপ্পরে,
মেঘের বারান্দায় ঝড়, খাটো করে রাখা কন্ঠনালীর স্বর,
সব সাথে নিয়ে অনিদ্রায় জ্যন্ত শতপদীর মতো ছটফট,
কতোকাল অন্তঃস্থিত কীট দেখতে পায়নি ভোর!
লৌকিক উৎকন্ঠায় কেটে যায় গায়ত্রী ছন্দের তাল,
তবু পিছু তো ছাড়েনা আধিভৌতিক প্রাতরাশ,
কিছুটা খাই; অথবা খাইনা,
মহাবিশ্বের তো তাতে কিছু যায় আসেনা!
প্রতিদিন রেলের কামরার মতো দল বেঁধে আসে,
মঞ্চের নট ও নটীরা!
ভাবি আমারো তো তাতে কিছু আসবে বা যাবেনা,
তবুও তো আসে যায়! আমার অনেক কিছুই আসে যায়
নড়বড়ে ভিতটা বেকয়াদা ধাক্কায় নড়ে যায়!
২৮ শে অক্টোবর, ২০২০ দুপুর ১২:৪৯
স্বর্ণবন্ধন বলেছেন: রাজীব নুর ভাই শুভকামনা জানবেন।
২| ২০ শে অক্টোবর, ২০২০ রাত ১০:৫৮
ইসিয়াক বলেছেন: অনেকদিন পরে আপনার কবিতা পড়লাম। খুব সুন্দর কবিতা।আপনার কবিতা সত্যি ভিন্ন ধরনের।আমি আপনার কবিতার ভক্ত একথা বলা হয়নি কখনো আজ বললাম। শুভকামনা রইলো। নিশ্চয় ভালো আছেন।
২৮ শে অক্টোবর, ২০২০ দুপুর ১২:৪৮
স্বর্ণবন্ধন বলেছেন: অনেক ধন্যবাদ সুপ্রিয় ব্লগার৷ কবিতা যদি একজনের ও ভালোবাসা পায় তবে তার জন্ম হওয়া সার্থক। করোনায় কিছুটা ব্যতিব্যস্ত জীবন। আপনার জন্যও অনেক শুভকামনা।
©somewhere in net ltd.
১|
২০ শে অক্টোবর, ২০২০ রাত ১০:৩৫
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।