![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কতোজন উড়ে গেলো! কতোলোক জনারণ্য পিয়াসী,
চুম্বকের মতো আকর্ষণে ছোটে সীমান্তের শহরে,
দুর্মূল্য সুগন্ধির মতো মেখে নেয় আকন্ঠ কোলাহল
শরীরের ভাঁজে ভাঁজে! হয়তো জীবনের স্তব্ধতম মানে-
বাইন মাছের মতো প্রাণান্তকর ছটফট! কে জানে!
আবার এমনো অনেক আছে নীরবতা খুঁজে,
নিঃসংগ দুপুরে!
তারা মাছরাংগার মতো! তারা দূরতম পেংগুয়িনের মতো!
একাকীত্বের কম্বলের ওম মুড়ে বসে থাকে একা,
স্রেফ একা!
তারা আকাশের জল দেখে কাঁদে,
শূন্যতা হাতড়ায় সমস্ত দিন! দুই হাতে ভরা অদৃশ্য দীপাবলি!
বিকালের মতো রাতে তারাও তো উড়ায় ফানুস,
তাদের ঠিক বুঝবেনা তোমরা বা তুমি!
ওরা এই উইপোকার শহরে প্রচন্ড অলীক আর অদ্ভুত মানুষ!
১৯ শে জানুয়ারি, ২০২১ রাত ১১:৫৯
স্বর্ণবন্ধন বলেছেন: অনেক ধন্যবাদ।
২| ১৬ ই নভেম্বর, ২০২০ দুপুর ১২:৪০
রাজীব নুর বলেছেন: অত্যন্ত মনোমুগ্ধকর।
১৯ শে জানুয়ারি, ২০২১ রাত ১১:৫৯
স্বর্ণবন্ধন বলেছেন: অনেক ধন্যবাদ।
৩| ১৬ ই নভেম্বর, ২০২০ বিকাল ৫:৪৩
ইসিয়াক বলেছেন: কবিতায় ভালো লাগা।
১৯ শে জানুয়ারি, ২০২১ রাত ১১:৫৯
স্বর্ণবন্ধন বলেছেন: অনেক ধন্যবাদ।
৪| ২০ শে নভেম্বর, ২০২০ রাত ৮:৩৬
মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন: দারুণ মনোমুগ্ধকর লেখনি।
১৯ শে জানুয়ারি, ২০২১ রাত ১১:৫৯
স্বর্ণবন্ধন বলেছেন: অনেক ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
১৬ ই নভেম্বর, ২০২০ সকাল ১১:০৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: কবিতা ভালো লাগলো