নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যা মনে আসে তাই লিখি।

স্বর্ণবন্ধন

একজন শখের লেখক। তাই সাহিত্যগত কোন ভুল ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

স্বর্ণবন্ধন › বিস্তারিত পোস্টঃ

অচল পয়সা

০৭ ই এপ্রিল, ২০২৩ রাত ১:৪২


আমিতো অচল পয়সার মতো,
বুকে নিয়ে মহিমান্বিত রাজার ছাপ,
জনতার পদতলে পিষ্ট হই কতো!
চোখে মুখে গাড় ধুলি,
বুকের পাঁজর ভেদ করে চলে যায়,
জান্তব গর্জনে কর্পোরেট লরি!
আমিতো তেমনই অর্থহীন,
ছেড়া মানিব্যাগে আশ্রিত এক মুখ,
বাজারে মূল্যহীন প্রায়,
পৃথিবীর আলোয় অস্তিত্বহীন লোক,
তবু পরিসংখ্যানে হয় ভীষণ ইরর!
মাঝে মধ্যে বুকের ভিতর,
তুলি ইথার তরংগের সমুদ্রে ঝড়,
তোমরা ভেংগে উষ্ণ দুপুরের ভাতঘুম,
সামান্য আড়চোখে তন্দ্রায় বলো-
'কি কারণে হয় এই অদ্ভুত সৌরঝড়?'
জানবে না জানবে না কেউ
এর অদ্ভুত কারণ,
হয়তো জানবেন স্বয়ং ঈশ্বর!
অচল পয়সার কন্ঠে শব্দ বারণ,
প্রতিটি উচ্চারিত ধ্বনি হতে পারে
সূর্যের মৃত্যুর কারণ!
মৃদু পায়ে হেঁটে যাই আমিই সোফিস্ট,
প্রেমিকা আছড়ে পড়ে বুকে,
বলেছিল- 'নিষ্ক্রান্ত হও তুমি বিস্ট!'
এখন লুকিয়ে থাকি খুব সংগোপনে,
প্রকাশ্যে চলমান সভ্যতার ফিস্ট!
ধুকপুক করে নীড়ে পাখিটার বুক,
ক্রেডিটে কারেন্সি নিয়ে ই-কমার্সের যুগ,
ব্যর্থ হলো কিনে দিতে কাংখিত সুখ!
তারা যত্নে বোনা দুঃখে পুড়াক ঘুমকে,
আর দিনে নিজেও পুড়ুক!
আমিতো অচল পয়সার মতো ম্রিয়মাণ,
সাইকিতে বেঁধেছে বাসা
দুরারোগ্য অসুখ!

মন্তব্য ৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৭ ই এপ্রিল, ২০২৩ সকাল ১০:৫৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেকদিন পর ব্লগে আপনার কবিতা পড়লাম। এ কবিতাটা খুবই সুন্দর ও সাবলীল হয়েছে। 'সূর্যের মৃত্যুর কারণ' কথাটা খুব ভালো লেগেছে।

১৬ ই মে, ২০২৩ রাত ৯:২৯

স্বর্ণবন্ধন বলেছেন: অনেক ধন্যবাদ জানবেন। বিলম্বিত উত্তরের জন্য দুঃখিত। কবিতার শব্দ স্বতঃস্ফূর্ত। ভাবনার বাইরের পৃথিবী থেকে আসে।

২| ০৭ ই এপ্রিল, ২০২৩ দুপুর ১২:১৫

জটিল ভাই বলেছেন:
বহুদিন পর। তা কেমন আছেন?
কবিতা জটিল হয়েছে।

১৬ ই মে, ২০২৩ রাত ৯:৩০

স্বর্ণবন্ধন বলেছেন: ভালো আছি প্রিয় ব্লগার। কবিতায় মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।

৩| ০৭ ই এপ্রিল, ২০২৩ দুপুর ১২:৫৯

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।

১৬ ই মে, ২০২৩ রাত ৯:৩০

স্বর্ণবন্ধন বলেছেন: অনেক ধন্যবাদ রাজীব ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.