![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রবল বন্যায় ভেসে গিয়েছে ঘর,
শেষ সম্পত্তি স্থাবর ও অস্থাবর,
ফ্রেমে বেঁধে রাখা যুগলের ফটো,
ভেসে যায় আজ যেন খড়কুটো!
আমি শুধু থেমে আছি ঠায়,
বধির শব্দেরা বুকের ভিতর স্থির,
বাবুই পাখিদের আর নেই নীড়,
থেমে আছি তবু ঘড়ির কাঁটায়,
শোক জানানোর ভাষা নেই হায়!
কিছু দুঃখ আসে সুনামির মতো,
পৃথিবীর পাড় ভেঙ্গে ঢোকে দুর্বার,
মানুষের সাধ্য থাকে না থামাবার,
খুন করে চলে যায় না রেখে ক্ষত,
তবুও চাঁদনি রাতে জ্যান্ত হয় শব,
শার্টের নীচেই থাকে রক্তের ছোপ,
হয়ত দুম করে আমিও যচ্ছি মরে,
এড়িয়ে জনতার উৎসুক চোখ,
কি ভাষায় নিজকে জানাব শোক?
যখন সূর্য্য ডোবে ঘোর অমাবস্যায়,
মানিপ্ল্যান্টের প্রেম মিলায় হাওয়ায়,
কুয়াশায় মিশে যায় আমাদের অবয়ব,
জীবনের মানে হয় মৃত স্মৃতিরা সব,
প্রিয় ফুল রাজপথে একাই পিষে যায়,
তখনো ব্যস্ত আমি সময়ের ঘড়িতে,
মহাকাল দিল না সুযোগ দম নিতে!
অনর্গল রক্তপাত হচ্ছে গুপ্ত ক্ষতে,
কিভাবে জানাবো শোক এই নিভৃতে?
পুড়ছে চন্দন-কাঠ সন্ধ্যায় দহনে,
আমিও জ্বলছি নিজ মনে ও পরাণে
জানবে না সে কখনো,
জানবে না কেউ,
মন পোড়া গন্ধের কাতর এ ঢেউ!
হয়ত অজান্তে ছলছল হয় দুই চোখ,
কি ভাষায় নিজকে জানাবো শোক!
২৩ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ১:২৮
স্বর্ণবন্ধন বলেছেন: অনেক ধন্যবাদ জানবেন মূল্যবান মন্তব্যের জন্য।
২| ২১ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ৯:৩৩
ইসিয়াক বলেছেন: নিজের কষ্ট নিজে ছাড়া আর কে বোঝে সেভাবে? যার হারায় সে জানে হারানোর জ্বালা বাকি সব স্বান্তনা।
কেটে যাক বিষন্ন প্রহর। নব রবি কিরণে জাগুক নতুন সকাল। উচ্ছলতায় ভাসুক জীবন।
শুভকামনা রইলো।
# অনেক দিন পর, ভালো আছেন নিশ্চয়? নিয়মিত আপনার কবিতা আশা করছি প্রিয় কবি ।
২৩ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ১:৩০
স্বর্ণবন্ধন বলেছেন: জীবনের বিবিধ ব্যস্ততা ও উত্থান পতনে সবসময় সময় দিতে পারিনা। ভালো আছি আপনাদের শুভকামনায়। মনে রেখেছেন এতেই অনেক কৃতজ্ঞতা। আপনি কেমন আছেন?
৩| ২১ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ১১:৪৮
বাকপ্রবাস বলেছেন: সুন্দর
২৩ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ১:৩১
স্বর্ণবন্ধন বলেছেন: ধন্যবাদ সুপ্রিয় ব্লগার।
৪| ২১ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ১২:১২
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।
২৩ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ১:৩১
স্বর্ণবন্ধন বলেছেন: অনেক ধন্যবাদ জানবেন।
৫| ২১ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ২:০৬
সামরিন হক বলেছেন: খুব ভালো লাগলো।
২৩ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ১:৩১
স্বর্ণবন্ধন বলেছেন: ধন্যবাদ ও শুভকামনা।
৬| ২১ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ২:২৯
বিজন রয় বলেছেন: আপনি পোস্টে দেওয়া শুরু করেছেন!! গুড ভেরি গুড।
আপনাকে অনেক খুঁজেছি।
চলতে থাকুক.............. কথা হবে।
২৩ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ১:৩৩
স্বর্ণবন্ধন বলেছেন: অনেক অনেক ধন্যবাদ। হ্যা ব্লগের বাইরে আপনাদের সাথে যোগাযোগ নাই। তাই ব্লগের উঠোনে না আসলে খবর ও পাওয়া যায়না।
©somewhere in net ltd.
১|
২০ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১১:২৮
নীলসাধু বলেছেন: জানবে না কেউ
মন পোড়া গন্ধের কাতর এ ঢেউ।
এই স্তবক অসাধারণ লাগলো।