![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তুমি চোখের তারায় ডুবে যাওয়া মহাদেশ,
আমি সেই ভূখন্ডে নেমেছি খুঁজতে
হৃদয়ের হারানো প্রদেশ!
তুমি অতলান্তিকে উছলে উঠা এক হিমখন্ড,
আমি ধাবমান তোমার হৃদপিন্ডের দিকে,
স্বেচ্ছায় হয়ে যেতে লন্ডভন্ড!
তুমি ধুমকেতু এক দেখা দাও শতবর্ষের পর,
আমি আজন্ম কয়েদি গ্যালিলিও,
দূরবীনে অপেক্ষায় থাকি সহস্র বছর!
তুমি রোদে উত্তাল মরিচীকাময় এক সাহারা,
আমি প্রাগৈতিহাসিক ফসিল হয়ে,
মিলিয়ন বছর তোমার স্মৃতি দিচ্ছি পাহারা!
বদ্বীপ তুমি
সবুজ নদী ও নীল সমুদ্রের উত্তাল মোহনায়,
আমি পর্বত ভেংগে নামা নুড়ি পাথরের ঢল,
দিন শেষে উঁকি দেই তোমার আংগিনায়!
সেখানে দোয়েল পাখি ঘুমায় চাঁদের আলোয়,
শ্রাবণ বর্ষা সেই চাঁদকে ভেজায়,
তোমার চুল দমকা হাওয়ায় নাচে কল্লোলে,
আমি তন্দ্রাচ্ছন্ন হই মায়ার আঁচলে!
তুমি কি টের পাও এইসব ইতস্তত স্বপ্নের কথা,
মহাদেশে হিমখন্ড জমে গেলে লাগে কতো ব্যাথা?
মনের ভিতর অদৃশ্য যে কন্ঠ সাধে 'রাধে'
শুনে ক্লান্ত অশোক স্তব্ধ হয়ে থাকে প্রাচীন মগধে,
তার তীব্র বাদ্য বাজে সবার মগজে,
তুমি সেই অদৃশ্য নিউরন,
আমি তোমার প্রাচীরে অস্থির বৈদ্যুতিক কম্পন!
শস্যক্ষেত ফেটে বের হলে লাভার আগুন,
রিখটার স্কেলে যদি নামে প্রলয়ংকরী ভূকম্পন,
তবু তুমি দোয়েল হইয়ো সোনালি সর্ষের ক্ষেতে,
আমি সুনীল আকাশ হবো,
পৃথিবীর সবটুকু ব্যাথা শুষে নিতে!
২| ২১ শে ফেব্রুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:১৭
জটিল ভাই ২.০ বলেছেন:
দারুণতো ♥
৩| ২২ শে ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১২:০৩
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।
©somewhere in net ltd.
১|
২১ শে ফেব্রুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৬:৪৫
সাইফুলসাইফসাই বলেছেন: চমৎকার কবিতা