নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যা মনে আসে তাই লিখি।

স্বর্ণবন্ধন

একজন শখের লেখক। তাই সাহিত্যগত কোন ভুল ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

স্বর্ণবন্ধন › বিস্তারিত পোস্টঃ

থেকে যেয়ো তুমি নীরব আলো

০১ লা ডিসেম্বর, ২০২৫ রাত ৯:৩৬

থেকে যাও এখানেই, পৃথিবী ঘুরলে ঘুরুক একা একা,
থেকে যাও এখানেই, নক্ষত্রেরা নিভলে নিভুক,
তোমার স্মৃতির রঙ এতোটা উজ্জ্বল,
দ্বীপাবলী জ্বালিয়ে রাখে পুরোটা আকাশ রোজ।
আমি তার চাদোয়ার নীচে বসে মাপি
তোমার অনুপস্থিতিতে কতোটা গভীর হতে পারে হ্রদ,
পৃথিবী ঘুরলে ঘুরুক একা, তুমি থেকে যাও এখানেই,
বেসামাল হলে হোক সাত মহাসাগরের ঢেউ!

থেকে যাও বুনো গন্ধের মতো, ঘাসের স্পর্শ নিয়ে,
গেলে যাক অরণ্যের দখলে পৃথিবীর প্রতিটি নগর!
তোমার চোখের কোণে যখন জলের বিন্দু নামে
জানি তার নাম এক স্রোতস্বিনী ঢেউ!
তবু থেকে যেও তুমি পদ্মফুলের মতো জলে ভেসে,
ডাক শুনে প্রমত্তা নদী না আসলে না আসুক কাছে,
আমাদের আছে এক নীল সরোবর,
ক্লান্ত হলে সেখানে ভিজিও পা, ডুব দিতে এসো,
নিভে যাবে উত্তাপ, থেমে যাবে ঝড়।

রেখেছি তোমার নাম ব্যাকরণে অব্যয়,
থেকে যাও তুমি মৃদু হেসে ক্যাকটাস ভালোবেসে,
দুপুরের অলস বারান্দায়।
থেকে যাও ছাদবাগানে, চিরচেনা ফুলেদের ঘ্রাণে,
যেখানে তুমি এক নীল প্রজাপতি,
দু:খ জমিয়ে রাখো খুব সংগোপনে,
কখনো রাখো বয়ামে ভরে অনেক মশলা মেখে,
দেখে বিস্মিত হন দেবী এথেনা ও আফ্রোদিতি,
ভাবেন মানবী কেনো এতোটা সর্বংসহা!
হাসে দুহাত ছড়িয়ে অবাধ্য নিয়তি,
তা যা ভাবার ভাবুক তারা, তুমি থেকে যাও।

ধীরে আংগুল ছোঁয়াও শিশিরে ভেজানো গ্রীলে,
নি:সংগ বোগেনভিলিয়া ছুঁয়ে দেয় এলোচুলে,
দূরে একা ধ্যানে মগ্ন চাঁদ,
থেকে যাও তুমি, না ডাকলে না ডাকুক আকাশ,
মাটির এ নরম ছোঁয়া সম্পূর্ণ নিখাদ!
থেকে যাও ঘরোয়া চায়ের ঝাঁঝে,
কফির তীব্র গন্ধে, রাত্রি-দিনের পেন্ডুলামের ছন্দে,
আমি তোমাকে রেখেছি বাতাসে, জলে ও ঘাসে,
আমার পৃথিবীর রন্ধ্রে রন্ধ্রে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.