নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বাধীন দেশের স্বাধীন নাগরিক

আমি নষ্ট করেছি সময়, এখন সময় নষ্ট করছে আমায়

ফিলিংস

মানুষ কে ঘৃনা করার অপরাধে অতীতে কাউকে কখনো মৃত্যুদন্ড দেয়া হয়নি। কিন্তু মানুষ কে ভালবাসার অপরাধে অতীতে অনেককেই হত্যা করা হয়েছে, ভবিষ্যতেও হয়তো হবে !!

ফিলিংস › বিস্তারিত পোস্টঃ

আমার ভালোবাসা

১০ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৩৬

তোমার ভালোবাসায় সিক্ত আমি

ভিজেছি তোমার চোখের জলে

তবুও তোমার হতে পারিনি

ভেতরটা এখনও শুস্ক বলে।



তোমার হাতে গড়েছো আমায়

নিয়েছো তোমার মত করে

তবুও আমি আংশিক তোমার

হয়তো আমি অকৃতগ্ঞ বলে।



কাছে আসলে ভালোবাসা মরে যায়।একেবারে সত্যি কথা। এখন আর তোমাকে পাবার জন্য বাধ ভাগ্ঙা ভালোবাসা আসেনা, তোমাকে আমার দিকে আকৃস্ট করার জন্য কবিতা বাধতে পারিনা, সবার থেকে আলাদা সুন্দর একটা চিঠিও লিখতে পারিনা। কারন তুমি কাছেই আছো।আর না পাওয়ার ভয় নাই।কারো সাথে প্রতিযোগীতায় যেতে হবনা



অথচ তোমাকে পাবার জন্য কত কস্টই না করেছি।রাতের পর রাত জেগে চিঠী লিখেছি।কত দিন তোমাকে দ্যাখার জন্য বৃস্টিতে ভিজেছি, রোদে পুরেছি, তোমার পিছু নিতে গিয়ে একসিডেন্টও করেছি।অবশেষে তোমাকে পেয়েছি।



অনেকবার তোমাকে বলেছি আজকে আবারও বলি "বহুদূর যেতে হবে, এখনও পথের অনেক রয়েছে বাকী।ভালোবাসায় বিশ্বাস রেখো, হয়তো অচেনা মনে হতে পারে আমাকে। তুমি ভয় পেওনা তুমি থমে যেও না.....।



এই, এদিকে আসো, শোনো আরে আমিতো তোমাকেই ভালোবাসি।

কাছো আশো একটা কথা বলি, আর একটু কাছে আসো শোনো ''অনেক পাহাড় নদী পারকরে তোমার কাছে এসেছি। তোমাকে রেখে কার কাছে যাবো''। আস্তে ঠোটে এখনও রাতের ব্যাথা......।





মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.