![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানুষ কে ঘৃনা করার অপরাধে অতীতে কাউকে কখনো মৃত্যুদন্ড দেয়া হয়নি। কিন্তু মানুষ কে ভালবাসার অপরাধে অতীতে অনেককেই হত্যা করা হয়েছে, ভবিষ্যতেও হয়তো হবে !!
আজ আমার বড় মেয়ে প্রথম তার স্কুলে পা রাখলো। খুব ভালো লাগছে।ওর মা ওকে স্কুল ড্রেস পরিয়ে অনেক ছবি তুলেছে । গতকাল থেকে সবাই কে ফোন করা শুরু করেছে। সবার কাছে দোয়া চেয়েছে।দাদা,মদু (দাদীকে এই নামে ডাকে),নানী, মামা, মামী, ফুপু , বাপি (তার ছোট চাচা) সবাই কে ফোন করেছে।
মনে হচ্ছে এই সেইদিন স্কুল ছাড়লাম, আজ আমার মেয়ে যাচ্ছে।কত দ্রুত সময় চলে যায়।
সবাই আমার মিস্টি মেয়েটার জন্য মণ খুলে দোয়া করবেন। সে যেন এক জন সৎ নিষ্ঠাবান সাংসারীক মানুষ হতে পারে। অবশ্যই একজন নেককার বান্দা হয়ে জীবন পার করতে পারে।
আমার দুইটাই মেয়ে, ছেলে নাই। অবশ্য এজন্য কোন আক্ষেপও নাই। দুই মেয়ে নিয়ে অ-নে-ক সন্তুস্ট। তাই এদেরকে যদি ধার্মীক না বানিয়ে যাই তবে আমাদের মৃত্যুর পরে দোয়া করার জন্য কেও থাকবে না।
©somewhere in net ltd.