![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানুষ কে ঘৃনা করার অপরাধে অতীতে কাউকে কখনো মৃত্যুদন্ড দেয়া হয়নি। কিন্তু মানুষ কে ভালবাসার অপরাধে অতীতে অনেককেই হত্যা করা হয়েছে, ভবিষ্যতেও হয়তো হবে !!
মোবাইল ফোন হারালে এমনিতেই মন খারাপ থাকে, সেটা আবার ভুল মানুষের কাছে পড়ে কি না, সে জন্য দুশ্চিন্তার অন্ত থাকে না। এমনটা যদি ঘটেই যায়, তাহলেও চিন্তার কিছু নেই। এখন নতুন পাসওয়ার্ড দিয়ে দূর থেকেই লক করা যাবে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের স্মার্টফোন। ফোনের অবস্থান চিহ্নিত করাসহ মুছে দেওয়া যাবে ব্যক্তিগত সব তথ্য।
গুগলের অ্যান্ড্রয়েড ডিভাইস ম্যানেজারে চমৎকার একটা সেবা যুক্ত হয়েছে। চুরি যাওয়া অ্যান্ড্রয়েড ফোন বা ট্যাবলেটের অবস্থান জানার পাশাপাশি সতর্ক সংকেত বাজানো কিংবা সব তথ্য এটি দিয়ে মুছে ফেলা যায়। পাশাপাশি অ্যান্ড্রয়েড ডিভাইস ম্যানেজারের সর্বশেষ হালনাগাদে দূর থেকেই পাসওয়ার্ড দিয়ে লক করা যাবে হারানো মোবাইল ফোন।
এ সুবিধাটি পেতে অ্যান্ড্রয়েড ডিভাইস ম্যানেজারে গিয়ে Remotely locked your device reset অপশন দুটিতে টিক চিহ্ন দিতে হবে। এরপর Click This Link গিয়ে ফোন স্ক্যান করলে তিনটি অপশন পাওয়া যাবে। Ring, Lock এবং Erase। নতুন লক কোড পাঠাতে Lock অপশনে ক্লিক করলেই নতুন পাসওয়ার্ড দিয়ে কনফার্ম করতে হবে। তাহলেই আপনার চুরি যাওয়া অ্যান্ড্রয়েড যন্ত্রের পর্দায় একটা কি-প্যাড দেখাবে, যেটা খুলতে হলে লাগবে আপনার দেওয়া সেই নতুন পাসওয়ার্ড। অ্যান্ড্রয়েড যন্ত্রটি এয়ারপ্ল্যান মোডে চালু থাকলেও যখনই সেটি নেটওয়ার্কে সংযুক্ত হবে, সঙ্গে সঙ্গে কার্যকর হবে
Click This Link
©somewhere in net ltd.