![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানুষ কে ঘৃনা করার অপরাধে অতীতে কাউকে কখনো মৃত্যুদন্ড দেয়া হয়নি। কিন্তু মানুষ কে ভালবাসার অপরাধে অতীতে অনেককেই হত্যা করা হয়েছে, ভবিষ্যতেও হয়তো হবে !!
পৃথিবীর সর্ববৃহৎ জাহাজ জলে ভাসানো হলো। বিখ্যাত কম্পানির ‘সেল’ এর মালিকানাধীন এ জাহাজ নিউইয়র্কের এম্পায়ার ষ্টেট বিল্ডিংয়ের চেয়ে বড়। অতিকায় এ জাহাজ নির্মানের আগ থেকেই আলোচনায় আসে। কারণ এর আগে এতো বড় জাহাজ পৃথিবীতে এর আগে কেউ তৈরি করেনি। দক্ষিণ কোরিয়া থেকে এটি ভাসানোর পরিকল্পনা করছে সেল। প্রয় ৬ লক্ষ টন ওজনের এ জাহাজ বানাতে কতো খরচ লেগেছে তা প্রকাশ করেনি সেল । তবে আনুমানিক খরচা ১০ দশমিক ৮ বিলিয়ন থেকে ১২ দশমিক ৬ বিলিয়ন ডলারের মধ্যে।
সেল জানিয়েছে, ২০১৭ সাল থেকে সমুদ্রে প্রাকৃতিক গ্যাস উত্তোলনের কাজে এটি ব্যবহার করা হবে। যা অষ্ট্রেলিয়ার উত্তর-পশ্চিম উপকূলে ২৫ বছরের জন্য পরিচালিত হবে। কোম্পানিটি আরও জানায়, অষ্ট্রেলিয়ার ওই উপকূলে নভেম্বর থেকে এপ্রিল পর্যন্ত ঘূর্ণিঝড়ের প্রাদুর্ভাব দেখা যায়। কিন্তু জাহাজটি এমন ভাবে তৈরি করা হয়েছে যা ওই কঠিন পরিস্থিতি মোকাবেলা করতে সক্ষম। জাহাজটি এত পরিমাণ গ্যাস ধারণ করতে পারে যে তা দিয়ে হংকংয়ের সমান একটি শহর চালানো সম্ভব।
©somewhere in net ltd.