নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বাধীন দেশের স্বাধীন নাগরিক

আমি নষ্ট করেছি সময়, এখন সময় নষ্ট করছে আমায়

ফিলিংস

মানুষ কে ঘৃনা করার অপরাধে অতীতে কাউকে কখনো মৃত্যুদন্ড দেয়া হয়নি। কিন্তু মানুষ কে ভালবাসার অপরাধে অতীতে অনেককেই হত্যা করা হয়েছে, ভবিষ্যতেও হয়তো হবে !!

ফিলিংস › বিস্তারিত পোস্টঃ

এ জন্যই তুমি আলাদা, এ জন্যই তুমি জান্নাতি

১৫ ই মে, ২০১৪ দুপুর ১২:৫৭



মহানবী (সাঃ) একদিন মসজিদে বসে আছেন। সাহাবীরা তাঁকে ঘিরে আছেন।

এমন সময় মহানবী (সাঃ) বললেনঃ



“এখন যিনি মসজিদে প্রবেশ করবেন, তিনি বেহেশতের অধিবাসী”

একথা শুনে উপস্থিত সব সাহাবী অধীর আগ্রহে তাকিয়ে রইলেন মসজিদের

প্রবেশ মুখে। সবার মধ্যে জল্পনা কল্পনা চলছে, হয়তো হজরত আবু বকর (রাঃ)

বা হজরত উমর (রাঃ) অথবা এমন কেউ আসছেন যাদের বেহেশতের সুসংবাদ

আল্লাহ তায়ালা ঘোষণা করেছেন।





সবাইকে অবাক করে দিয়ে মসজিদে প্রবেশ করলেন একজন সাধারণ আনসার সাহাবী।

এমনকি তাঁর নাম পরিচয় পর্যন্ত জানা ছিল না অধিকাংশের। এরপরের দিনেও সাহাবীরা

মসজিদে বসে আছেন নবীজি (সাঃ) কে ঘিরে। নবীজি (সাঃ) আবার বললেনঃ



“এখন যিনি মসজিদে প্রবেশ করবেন, তিনি বেহেশতের অধিবাসী”



সেদিনও মসজিদে প্রবেশ করলেন সেই সাহাবী। তৃতীয় দিন নবীজি (সাঃ)

সাহাবীদের লক্ষ্য করে আবার ঘোষণা দিলেন



“এখন যিনি মসজিদে প্রবেশ করবেন,তিনি বেহেশতের অধিবাসী”



এবং সাহাবীরা দেখলেন সেই অতি সাধারণ সাহাবী মসজিদে প্রবেশ করলেন।



পরপর তিনদিন এই ঘটনা ঘটার পর, সাহাবীদের মধ্যে কৌতূহল হোল সেই

সাধারণ সাহাবী সম্পর্কে জানার জন্য। তিনি কেন অন্যদের চেয়ে আলাদা তা জানতে হবে।



বিখ্যাত সাহাবী হজরত আবদুল্লাহ ইবনে আমর আল আ’স (রাঃ) ভাবলেন এই সাহাবীর

বিশেষত্ব কি তা জানতে হোলে তাকে নিবিড় ভাবে পর্যবেক্ষণ করতে হবে। তিনি সেই

সাহাবীর কাছে গিয়ে বললেনঃ



“আমার বাবার সাথে আমার মন মালিন্য হয়েছে, তোমার

বাড়িতে কি আমাকে তিন দিনের জন্য থাকতে দেবে”



সেই সাহাবী খুশী মনে রাজী হলেন। হজরত আবদুল্লাহ (রাঃ) তাকে গভীর ভাবে পর্যবেক্ষণ

করতে থাকলেন , খুঁজতে থাকলেন কি এমন আমল তিনি করেন ...। সারা দিন তেমন

কোন কিছু চোখে পড়ল না। তিনি ভাবলেন হয়ত তিনি রাত জেগে ইবাদত করেন।



না ...রাতের নামাযপরে তো তিনি ঘুমাতে চলে গেলেন। উঠলেন সেই ফজর পড়তে।

পরের দুটি দিনও এভাবে কেটে গেল... হজরত আবদুল্লাহ (রাঃ) কোন বিশেষ আমল

বা আচরণ আবিষ্কার করতে পারলেননা যা অন্যদের চেয়ে আলাদা। তাই তিনি সরাসরি

সেই সাহাবী কে বললেন “ দেখ আমার বাবার সাথে আমার কোন মন মালিন্য হয় নি,

আমি তোমাকে পর্যবেক্ষণ করার জন্য তোমার বাড়িতে ছিলাম কারণ নবীজি (সাঃ) বলেছেন যে তুমি জান্নাতি।



আমাকে বল তুমি আলাদা কি এমন আমল করো”। সেই সাহাবী বললেনঃ

“ তুমি আমাকে যেমন দেখেছ আমি তেমনই, আলাদা কিছুতো আমার মনে পড়ছে না”।

এ কথা শুনে হজরত আবদুল্লাহ (রাঃ) তাকে বিদায় জানিয়ে চলে যেতে থাকলেন। এমন

সময় সেই সাহাবী হজরত আবদুল্লাহ (রাঃ) কে ডেকে বললেনঃ



আমার একটা অভ্যাসের কথা তোমায় বলা হয়নি –



“রোজ রাতে ঘুমাতে যাবার আগে আমি তাদের কে ক্ষমা করে দেই,

যারা আমাকে কষ্ট দিয়েছে, বা আমার প্রতি অন্যায় করেছে।

তাদের প্রতি কোন ক্ষোভ আমার অন্তরে আমি পুষে রাখিনা”।



হজরত আবদুল্লাহ (রাঃ) একথা শুনে বললেন



“এ জন্যই তুমি আলাদা, এ জন্যই তুমি জান্নাতি”।



রাসূল (সাঃ) বলেছেন :



যে মানুষের প্রতি দয়া করে না, আল্লাহও তার প্রতি দয়া করেন না।



(বুখারী/মুসলিম)

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৫ ই মে, ২০১৪ দুপুর ২:১৮

নিজাম বলেছেন: আল্লাহ আপনাকে জান্নাতি ঘোষণা করুন।

২| ১৫ ই মে, ২০১৪ দুপুর ২:৫৮

ফিলিংস বলেছেন: আমিন আমিন আমিন আমিন আমিন আমিন আমিন আমিন আমিন আমিন

৩| ১৫ ই মে, ২০১৪ সন্ধ্যা ৬:০৩

রাজীব নুর বলেছেন:
একজন মানুষকে একটি আচরণে বিবেচনা করলে উপন্যাসে হোমস(শেরলক) হতে পারবেন সত্য। কিন্তু সব মানুষের ক্ষেত্রে যে পারবেন এমনও না।

৪| ১৫ ই মে, ২০১৪ সন্ধ্যা ৬:৫৪

ফিলিংস বলেছেন: ইসলামে যে আচারনের কথা বলা হয়েছে উনি কিন্তু সবগুলোই করে এটা ছিল সবার থেকে বারতি। আমাদের বারতি কিছু করার দরকার নেই আসল টুকু করলেই যথেষ্ট।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.