নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সৈয়দ রিদওয়ান আহমদ

আমি রিদওয়ান।বিজ্ঞান নিয়ে পড়াশুনা ও গবেষণা করতে পছন্দ করি।মাঝে মধ্যে শখের বশত লেখালেখি চালিয়ে যাই।গল্পদ্য (দ্বিতীয় সংকলনে) ৩ টি গল্প প্রকাশের মাধ্যমে লেখার জগতে আমার যাত্রা।এই আর কি!

সৈয়দ রিদওয়ান আহমদ › বিস্তারিত পোস্টঃ

ঈদ মানে আনন্দ নাকি বেদনা!!!

৩০ শে জুন, ২০১৫ দুপুর ১২:৪৬

"ঈদ মানেই আনন্দ;ঈদ মানেই খুশি" -এই ধারণাটা কি এখনো আমাদের মধ্যে আছে?আসলে বর্তমানে ঈদের অপর নাম" নতুন কাপড় " হয়ে গেছে।তাইতো ঈদের কেনাকাটা করাটা মধ্যবিত্ত আর ধনীদের বাঞ্ছনীয়।
ঈদ উপলক্ষে বাজারে আসছে নতুন নতুন জামা।ব্যাবসায় লাভ করার উদ্দেশ্য সেসব জামাকে দেয়া হচ্ছে বিভিন্ন নাম।ব্যাপারটা ঈদ বাজার আর লাভের মধ্যেই থাকলে বোধ হয় ভাল হত।কিন্তু ব্যাপারটা বহুদূর গড়িয়ে গেছে।বিভিন্ন মানুষ তাদের জীবন দিচ্ছে এইসব জামার জন্য।গত ঈদের কথা স্মরণ করিয়ে দেই। "পাখি" জামার জন্য আত্মহত্যা করছে অনেক যুবতী ও কিশোরী। অনেক স্বামী-স্ত্রীর সংসার ভেঙে গেছে শুধু "পাখি" নামক জামার জন্য।এখন বলুন এই ঈদ মানে কি আনন্দ না বেদনা?
আসছে ঈদ।চলছে কেনাকাটা।সেইসাথে গতবারের ইতিহাসের পুনরাবৃত্তি ঘটছে আবার।তবে এবার সেই "পাখি" জামার স্থান নিয়েছে "কিরণ মালা"। সর্বশেষ ২৯ শে জুন রাতে মাদারীপুরের কালকিনি পৌর এলাকার কৃষ্ণনগর গ্রামে মিনারা নামের এক ২৭ বছরের যুবতী এবার ঈদে "কিরণ মালা" জামা কিনে না দেয়ার জন্য সে তার জীবন জামার জন্য উৎসর্গ করে দেয়। এসব সিরিয়াল ক্যারেক্টারদের নামানুসারে আজ যদি জামা তৈরি না হতো, তাহলে বোধ হয় এরকম অনেককে জীবন উৎসর্গ করে দিতে হত না। এভাবে ঈদ পালন কি সত্যিই আমাদেরকে আনন্দ দিচ্ছে নাকি আচ্ছন্ন করছে বেদনায়?তাই ঈদে জামার নামকরণ ব্যাবস্থাটা সরকারের বন্ধ করা উচিত। তাহলেই আমরা বলতে পারব ঈদ মানে আনন্দ এবং ঈদ মানে খুশি।।

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ৩০ শে জুন, ২০১৫ দুপুর ১২:৫১

অঝোরে কষ্ট বলেছেন: নামকরণ বন্ধ করে ক হবে আগে নিজেদের ঠিক করতে হবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.