নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সৈয়দ রিদওয়ান আহমদ

আমি রিদওয়ান।বিজ্ঞান নিয়ে পড়াশুনা ও গবেষণা করতে পছন্দ করি।মাঝে মধ্যে শখের বশত লেখালেখি চালিয়ে যাই।গল্পদ্য (দ্বিতীয় সংকলনে) ৩ টি গল্প প্রকাশের মাধ্যমে লেখার জগতে আমার যাত্রা।এই আর কি!

সৈয়দ রিদওয়ান আহমদ › বিস্তারিত পোস্টঃ

Digital Beggar with Digital Bangladesh ♦♣♣♦

১৭ ই জুলাই, ২০১৫ বিকাল ৫:২০


ভিক্ষুকের প্রধান কাজ ভিক্ষা করা। কখনো মানুষের বাড়িতে গিয়ে চাল,টাকা-পয়সা নেয়। কখনো রাস্তায় টাকার জন্য হাত বাড়ায়। দরদী মানুষজনেরা তাদেরকে সামর্থ্য অনুযায়ী মুক্ত হস্তে দান করেন। কেউবা তাদের দেখে দু চক্ষু ভরে জল ত্যাগ করেন। এসব ভিক্ষুকের মধ্যে কেউ পঙ্গু,কেউ সুস্থ।
.
যাই হোক, এটা আমার সমালোচনার বিষয় না। আজ আমি ফেসবুকের কিছু ডিজিটাল ভিক্ষুকের কথা বলব। তাই আগে থেকেই ডিজিটাল ভিক্ষুকদের না পড়ার জন্য অনুরোধ জানাচ্ছি। এসব ভিক্ষুকদেরকে ২ শ্রেণিতে ভাগ করা হয়েছে। এক শ্রেণি লাইক-কমেন্ট খুজে আরেক শ্রেণি অ্যাড মি.........
.
লাইক-কমেন্টে শ্রেণির ভিক্ষুকেরা অন্যের আইডিতে গিয়ে লাইক দেয় আর নিচে লেখে "মামা হাজিরা দিয়া গেলাম"। আমি তাদেরকে বলি ভাই আমিতো আপনাকে হাজিরা দিতে বলি নি। আবার এই শ্রেণির অনেকে স্ট্যাটাস লিখে, "আমার ফ্রেণ্ড ৪৯৯০ জন, চ্যাটে ৫০০ জন, কিন্তু লাইক মাত্র ৩০ টা। বন্দুরা আমাকে লাইক দাও"। আমি নিশ্চুপ। বলার ভাষ্য হারিয়ে ফেলেছি। অনেকে দুটোর একটাও করেনা। তারা ডাইরেক্ট একশানে যায় বাংলা সিনেমার পাতলা খানের মত। তারা মেসেজ দেয়, "মামু আমার প্রোফাইল পিকচারে লাইক দেন"। কি আর করার। কেউ এত কষ্ট করলে তাকে কি খালি হাতে ফেরানো যায়???
.
এবার আসুন ২য় শ্রেনী নিয়ে একটু বলি। এরা সেলিব্রেটিদের আইডি,পেইজ,ভেরিফায়েড পেইজে গিয়ে কেউ লেখে 'অ্যাড মি'(পুন:পুন:), কেউবা "আমি ফেসবুকের অ্যাকটিভ লাইকার, কমেন্টার। তাই আপনারা আমাকে অ্যাড দিন। অ্যাড দিলেই ১০ মিনিটের ভিতরে এক্সেপ্ট করি।" ভাই আপনারে আমার দরকার নাই, মাফ করেন।
.
এই ছিল ফেবুর ভিক্ষুক শ্রেণির সংক্ষিপ্ত বর্ণনা। বাংলাদেশ ডিজিটাল হচ্ছে,সেই তালে ভিক্ষুকও ডিজিটাল হচ্ছে। কেউ মনে কষ্ট পেলে দু:খিত। কারন আমি আগেই ওয়ার্নিং দিয়েছিলাম না পড়ার জন্য। Bye....Bye......

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৭ ই জুলাই, ২০১৫ বিকাল ৫:৩১

চাঁদগাজী বলেছেন:


ঈদের শুভেচ্ছা

ঈদের দিনে মনে কস্ট দিলেন!

২| ১৮ ই জুলাই, ২০১৫ রাত ১২:২০

সৈয়দ রিদওয়ান আহমদ বলেছেন: দু:খিত। ঈদ মোবারক

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.