![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দীর্ঘ এক বছর পর মানসিক স্নিগ্ধতার মাস রমজানের আগমন ঘটে। গতকালই সেই মাসের ক্যালেন্ডারের ইতি হয়েছে। তাই স্বাভাবিকভাবে বুঝতেই পারছেন আজ কি?
.
হ্যা,আজ পবিত্র ঈদুল-ফিতর। ঈদ মানে আনন্দ;ঈদ মানেই নতুন খুশির আমেজ। :-) তবে দু:খজনক হলেও সত্য আমরা অতি আধুনিকতার সংস্পর্শে এসে ঈদ মানেই কাপড় কিনাকে বুঝি যেটাকে অতি ফ্যাশনেবল ব্যাক্তিরা বলেন শপিং। আজ আপনি দামি দামি কাপড় পড়ে বাইকে চড়ে শহরের চৌহদ্দিতে ঘুরছেন। তেমনি আজ শহরের নালা-নর্দমা,গলি,রেললাইনের পাশে নগ্ন গাত্রে ঘুরছে কতিপয় শিশু যাদের জন্য আজ বিমর্ষময় একটি দিন। কারও চোখে থাকতে পারে জল। কারণ সবার ব্রান্ডেড নতুন জামার আমেজের মধ্যে তাকে কেউ ফুটপাত হতে কেনা নতুন জামা দেয়নি। তাদেরকে নগ্ন গাত্রেই থাকতে হয়। আমরা ব্রাণ্ডের পাঞ্জাবি পড়ি (স্বীকার করছি আমিও পড়ি) যার দাম সাড়ে তিন থেকে পাচ হাজার টাকা। কিন্তু দেখুন এই টাকায় দশটা নরম্যাল পাঞ্জাবি কেনা যেত যা দশজন পথশিশুর মুখে হাসি ফোটাটে পারত। এই কাজে আজ হয়তো আপনার খারাপ লাগবে ভাল একটা পাঞ্জাবি কেনা হল না,কিন্তু আজ দশজন শিশু হাসবে আপনারই জন্য। তাদের নিজের অজান্তেই আপনার প্রতি তাদের তৈরি হবে শ্রদ্ধাবোধ। বাদ দিন। এখন এসব বলে কি লাভ। তবে সামনের ঈদের জন্য বিষয়টি স্মরণ করিয়ে দিলাম মাত্র।
.
এই দিনে এতক্ষণ প্যাক প্যাক করে আপনাদের বিমর্ষ করার জন্য আমি দু:খিত। :-( ধুয়ে যাক গ্লানি,মুছে যাক জরা। পবিত্র ঈদ-ঊল-ফিতর এ সবাইকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা।
.
ঈদ মোবারাক :-)
EID MUBARAK :-)
©somewhere in net ltd.