নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভন্ডামির কোনো শেষ নাই, ভন্ডামি তাই সর্বদাই

[email protected]

রিয়াজ শাহেদ

আশ্চর্য! কেউ চারা লাগাতে চায় না, অথচ বটবৃক্ষছায়ার জন্যে কী অশ্লীল অপেক্ষা!

রিয়াজ শাহেদ › বিস্তারিত পোস্টঃ

আজ এই বৃষ্টির কান্না দেখে : নিয়াজ মোহাম্মদ চৌধুরী

১৩ ই আগস্ট, ২০০৮ রাত ১০:৫০

[ আশির দশকের শুরু থেকে নব্বই দশকের মাঝামাঝি পর্যন্ত দোর্দন্ড প্রতাপে বাংলাদেশের সঙ্গীত জগত শাসন করে যে লোকটি উচ্চাঙ্গ সঙ্গীতকে এক নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছিলেন, বুড়োরা তাকে ভুলে গেছে, আর তরুণরা তো তার নামই শোনেনি; দুটি প্রজন্মকেই আমার প্রথম এ গানের পোস্টটি উৎসর্গ করছি ]



আজ এই বৃষ্টির কান্না দেখে

মনে পড়লো তোমার

অশ্রু ভরা দুটি চোখ,

তুমি ব্যথার কাজল মেখে

লুকিয়েছিলে ঐ মুখ।



বেদনাকে সাথী করে

পাখা মেলে দিয়েছো তুমি;

কতো দূরে যাবে বলো,

কতো দূরে যাবে বলো? তোমার পথের

সাথী হবো আমি...



একাকিনী আছো বসে

পথ ভুলে গিয়েছো তুমি;

কোন দূরে যাবে বলো,

কোন দূরে যাবে বলো? তোমার চলার

সাথী হবো আমি...



আজ এই বৃষ্টির কান্না দেখে

মনে পড়লো তোমার

অশ্রু ভরা দুটি চোখ,

তুমি ব্যথার কাজল মেখে

লুকিয়েছিলে ঐ মুখ।



ভালো গান শুনুন, শুদ্ধ গান শুনুন, হিপহপ রিমিক্সকে না বলুন



ধন্যবাদ।

মন্তব্য ১১৮ টি রেটিং +২৩/-০

মন্তব্য (১১৮) মন্তব্য লিখুন

১| ১৩ ই আগস্ট, ২০০৮ রাত ১০:৫৪

নিলা বলেছেন: এই গানটার মধ্যে কি আছে জানি না, এই গান শুনলেই আমি কান্না থামাতে পারি না। খুব আবেগী একটা গান!

এখন আবার মন খারাপ হলো!
তবুও আপনাকে এই গানটা আবার শুনার সুযোগ করে দেয়ার জন্য ধন্যবাদ

১৪ ই আগস্ট, ২০০৮ রাত ১২:০১

রিয়াজ শাহেদ বলেছেন: আপনার মন খারাপ করে দিতে পেরে ভাল্লাগছে নিলাপু!

২| ১৩ ই আগস্ট, ২০০৮ রাত ১০:৫৪

শান্তির দেবদূত বলেছেন: অসাধারন গান ....... অতি পরিচিত, হাজার বার শুনলেও পুরান হয় না :) .........

১৪ ই আগস্ট, ২০০৮ রাত ১২:০৩

রিয়াজ শাহেদ বলেছেন: একদম ঠিক কথা।

সেসময়কার গানগুলোর ভেতর দরদ ছিলো, শোনার সময় বোঝা যেতো যে কী অপরিসীম দরদ দিয়ে গানটা সৃষ্টি করা হয়েছে; এখনকার বেশিরভাগ গান অপরিসীম বাণিজ্য দিয়ে সৃষ্টি করা হয়।

৩| ১৩ ই আগস্ট, ২০০৮ রাত ১০:৫৬

তামিম ইরফান বলেছেন: এরকম ভাল শিল্পীরা এভাবেই হারিয়ে যায়।


গানটার জন্য ধন্যবাদ রিয়াজ ভাই।

১৪ ই আগস্ট, ২০০৮ রাত ১২:০৬

রিয়াজ শাহেদ বলেছেন: কী জানি এখন তিনি কোথায় আছেন!

ধন্যবাদ তামিম।

৪| ১৩ ই আগস্ট, ২০০৮ রাত ১০:৫৭

মমমম১২ বলেছেন: খুব প্রিয় গান আমার, ধন্যবাদ আপনাকে।

১৪ ই আগস্ট, ২০০৮ রাত ১২:৩০

রিয়াজ শাহেদ বলেছেন: ধন্যবাদ আপনাকেও।

৫| ১৩ ই আগস্ট, ২০০৮ রাত ১০:৫৮

পারভেজ বলেছেন: মনে হয় কলেজ জীবনের শোনা গান!
অনেক প্রিয় গান ।
গানের ভিডিও টা মনে পরে!
ওনার বউ পাশে হাটাহাটি করছিল!!

১৪ ই আগস্ট, ২০০৮ রাত ১২:৩১

রিয়াজ শাহেদ বলেছেন: পারভেজ ভাই আপনে ভিডিওটা কই পাইলেন? লিংক থাকলে দেন।

৬| ১৩ ই আগস্ট, ২০০৮ রাত ১১:১২

সিহাব চৌধুরী বলেছেন: ওয়াও ! গানটি আমি প্রথম শুনি ক্লোজাপ ওয়ানে । অসাধারন । শেয়ার করার জন্য অশেষ ধন্যবাদ, রিয়াজ ভাই ।

১৪ ই আগস্ট, ২০০৮ রাত ১২:৩৩

রিয়াজ শাহেদ বলেছেন: ক্লোজ আপ ওয়ানে এটা আবার কে গাইলো? মারাত্মক কঠিন গান কিন্তু! এইরকম গান এখনকার ডিজিটাল গায়ক-গায়িকারা খালি গলায় গাওয়ার সাহসই করবেনা; সফটওয়্যার লাগবে!

৭| ১৩ ই আগস্ট, ২০০৮ রাত ১১:২১

হমপগ্র বলেছেন: আপনাকে ধন্যবাদ।

সুন্দর এই গানটি খুজছিলাম।

১৪ ই আগস্ট, ২০০৮ রাত ১২:৩৪

রিয়াজ শাহেদ বলেছেন: ধন্যবাদ ইমরোজ; এ গানটি শুধু সুন্দরই নয়, তার চেয়েও বেশি কিছু।

দেখছোনা নিলাপু কাঁদছে?

৮| ১৩ ই আগস্ট, ২০০৮ রাত ১১:২২

লাল পিপড়া বলেছেন: ইসটকে ছিল আগে থেকেই । ধন্যবাদ গানটার জন্য

১৪ ই আগস্ট, ২০০৮ রাত ১২:৩৬

রিয়াজ শাহেদ বলেছেন: ধন্যবাদ; কিন্তু পিঁপড়েদের স্টকে যে গানও থাকে, এটা বেশ নতুন তথ্য!

৯| ১৩ ই আগস্ট, ২০০৮ রাত ১১:২৫

শাহবাজ বলেছেন: নিয়াজ মোর্শেদ আমার ফেভারিট ।
তার জীবনানন্দ গানটা কত্তবার যে শুনসি

এইটাও কটঠিন লাগলো । কি বইলা যে আপনারে থেংকস দিবো

১৪ ই আগস্ট, ২০০৮ রাত ১২:৪০

রিয়াজ শাহেদ বলেছেন: আপাতত তার নামটা শুদ্ধ কইরা লেখলেই আমারে থ্যাংকস দেয়া হয়া যাইবো!

ঠিক আছে তার আরো গান পোস্টামু নে।

১০| ১৩ ই আগস্ট, ২০০৮ রাত ১১:২৬

নিশীথ রাতের বাদলধারা বলেছেন:
অসাধারণ একটা গান! আমি গানটা হারিয়ে ফেলেছিলাম।
লিংক দেয়ার জন্য অনেক ধন্যবাদ।

১৪ ই আগস্ট, ২০০৮ রাত ১:০০

রিয়াজ শাহেদ বলেছেন: ধন্যবাদ আপনাকেও, অনেক।

১১| ১৩ ই আগস্ট, ২০০৮ রাত ১১:৩৬

সুরভিছায়া বলেছেন: অনেক ধন্যবাদ।

১৪ ই আগস্ট, ২০০৮ রাত ১:০১

রিয়াজ শাহেদ বলেছেন: ধন্যবাদ আপু।

১২| ১৩ ই আগস্ট, ২০০৮ রাত ১১:৪৪

স্বাক্ষর শতাব্দ বলেছেন: এইটা কি বল্লা? হিপ হপ রিমিক্স না বললে, ওরা বেচবে কেমনে?

ভালো পোস্ট, তুমি গান নিয়ে আরো পোস্ট দাও

১৪ ই আগস্ট, ২০০৮ রাত ১:০৭

রিয়াজ শাহেদ বলেছেন: হা হা হা! ভালো বলেছো!

"ওরা" ধ্বংস হোক।

হ্যাঁ দেখি গান নিয়ে আরো পোস্ট দেবো; কলেজে তুমি তো দেখেছো গান নিয়ে কীরকম প্যাশনেট ছিলাম আমি... সেসময় অবশ্য ছোটোখাটো মিউজিক করতামও...তোমার তো এগুলো পছন্দ ছিলোনা, একদিন আমাকে বলেছিলে, "ঐ পড়াশোনা না করে এসব কী করো সারাদিন?" :)

১৩| ১৩ ই আগস্ট, ২০০৮ রাত ১১:৫২

শান্তির দেবদূত বলেছেন: ঐ মিঞা ! পোষ্ট মাইরা কৈ গেলাগা ?

এক ঘন্টা পরে নতুন ফ্যান্টাসী গল্প পোষ্ট করতেছি ...... সমালোচনা চাই কিন্তু :) .........

১৪ ই আগস্ট, ২০০৮ রাত ১:০৯

রিয়াজ শাহেদ বলেছেন: একটু ব্যস্ত ছিলাম দেবদূতদা।

আপনার গল্প এখন থেকে আর মিস করছিনা সহজে; দারুণ লিখেন আপনি।

১৪| ১৪ ই আগস্ট, ২০০৮ রাত ১২:০৬

বিডি আইডল বলেছেন: আমার কাছে আছে এটা...গায়কের নিজ গলায় শুনেছিলাম...দুর্দান্ত গান

১৪ ই আগস্ট, ২০০৮ রাত ১:১১

রিয়াজ শাহেদ বলেছেন: "গায়কের নিজ গলায়" মানে কী ভাই? লাইভ নাকি?

১৫| ১৪ ই আগস্ট, ২০০৮ রাত ১২:১৮

একরামুল হক শামীম বলেছেন: অসাধারণ একটা গান। আপনাকে অনেক ধন্যবাদ।

১৪ ই আগস্ট, ২০০৮ রাত ১:১২

রিয়াজ শাহেদ বলেছেন: আসলেই অসাধারণ; ধন্যবাদ শামীম ভাই।

১৬| ১৪ ই আগস্ট, ২০০৮ রাত ১২:২১

নিলা বলেছেন: আমার মন খারাপ করে দিয়ে আপনার আনন্দ লাগছে?!!!!!!!! X( X(

১৪ ই আগস্ট, ২০০৮ রাত ১:১৪

রিয়াজ শাহেদ বলেছেন: পোস্টটা পড়ে/গানটা শুনে আপনার ভেতর রোমান্টিকতা ভর করেছে, একারণেই আপনার মন খারাপ হয়েছে; এটা তো আমার কৃতিত্ব, আনন্দ তো আমার লাগতেই পারে! ;)

১৭| ১৪ ই আগস্ট, ২০০৮ রাত ১২:৪৮

অ রণ্য বলেছেন: একসময় প্রচুর গান সংগ্রহ করতাম আর সে সময়ে আচানাক
পেয়ে যাই জীবনানন্দ ক্যাসেটটা

অনবদ্য এই ক্যাসেট
বিশেষ করে এই গানটির তো তুলনাই হয়না

তবে মনটা খারাপ করে দিতেও জুড়ি নেই

১৪ ই আগস্ট, ২০০৮ রাত ১:১৭

রিয়াজ শাহেদ বলেছেন: জীবনানন্দ, বৃষ্টির কান্না, চলোনা পথ ভেঙ্গে, রিমঝিম বৃষ্টি এলো, প্রেম যেনো প্রজাপতি এগুলো তো কালজয়ী গান।

১৮| ১৪ ই আগস্ট, ২০০৮ রাত ১:৩৬

সূর্য পুত্র ও চাঁদ কন্যা বলেছেন: ভাল লাগল!
বাংলা গজল এর একটা ব্যাপার নিয়ে এসেছিলেন গানের ভেতরে!
গলার কাজটাই অদ্বিতীয়।
ধন্যবাদ রিয়াজ শাহেদ

১৪ ই আগস্ট, ২০০৮ রাত ২:০৯

রিয়াজ শাহেদ বলেছেন: ধন্যবাদ। এরকম গলার কাজওয়ালা মানুষটা হারালেন কোথায়? :(

১৯| ১৪ ই আগস্ট, ২০০৮ রাত ১:৪১

|জনারন্যে নিসংঙগ পথিক| বলেছেন: আগের গান গুলোতে 'দরদ' ব্যাপারটা যে কি , এখনকার অনেক গাতক-গাতিকারা জানেই না| কিছু
কিছু গান কেন জানি ব্যাখাহীন কারণেই বুকে টান দেয় কাঁপিয়ে দেয় বিষণ্ণ করে দেয় ফালিফালি করে দেয়|
+

১৪ ই আগস্ট, ২০০৮ রাত ২:১৯

রিয়াজ শাহেদ বলেছেন: এখনকার গাতক-গাতিকারা কেউই যে জানেনা তা নয়, তবে সংখ্যায় তারা অল্প।

২০| ১৪ ই আগস্ট, ২০০৮ রাত ২:১৪

-কিংবদন্তী বলেছেন: কিছু গান শোনা হয়েছে.. আর গানটা অদ্ভুদ লাগে..


কিংবদন্তী-Submit your Design

১৪ ই আগস্ট, ২০০৮ সকাল ৯:২১

রিয়াজ শাহেদ বলেছেন: ধন্যবাদ।

২১| ১৪ ই আগস্ট, ২০০৮ রাত ২:২০

পারভেজ বলেছেন: ভিডিওটা বিটভি তেই দেখেছিলাম! সেটাও অনেক আগে! মনে হয় কোন ঈদের প্রোগ্রামে একক সংগীত ছিল!

১৪ ই আগস্ট, ২০০৮ সকাল ৯:৪৯

রিয়াজ শাহেদ বলেছেন: দেখার ইচ্ছে করছে।

২২| ১৪ ই আগস্ট, ২০০৮ ভোর ৬:১৪

ফারহান দাউদ বলেছেন: গানটা সেইরকম,প্রায়ই শুনি।

১৪ ই আগস্ট, ২০০৮ সকাল ১০:৫০

রিয়াজ শাহেদ বলেছেন: হুমম মাঝেমাঝে না শুনলে ভাল্লাগেনা।

২৩| ১৪ ই আগস্ট, ২০০৮ ভোর ৬:১৫

নিলা বলেছেন: ওরে বাপরে!!! বলে কি এই ছেলে!

১৪ ই আগস্ট, ২০০৮ সকাল ১১:৩২

রিয়াজ শাহেদ বলেছেন: ;)

২৪| ১৪ ই আগস্ট, ২০০৮ ভোর ৬:৪৩

দিপু বলেছেন: ভাল গান

১৪ ই আগস্ট, ২০০৮ সকাল ১১:৩২

রিয়াজ শাহেদ বলেছেন: অবশ্যই।

২৫| ১৪ ই আগস্ট, ২০০৮ ভোর ৬:৫৩

রাঙা ঠোঁট বলেছেন: বিয়ার দাওয়াত না দিলে সত্যিই কান্না শুরু করবো..:)

১৪ ই আগস্ট, ২০০৮ সকাল ১১:৩৬

রিয়াজ শাহেদ বলেছেন: জনাব রাঙা ঠোঁট (নামের কী ছিরি) আমার শুভ বিবাহে আপনার নিমন্ত্রণ রইলো।

মাথা ঠান্ডা হইছে এখন? X((

২৬| ১৪ ই আগস্ট, ২০০৮ ভোর ৬:৫৬

বিডি আইডল বলেছেন: লেখক বলেছেন: "গায়কের নিজ গলায়" মানে কী ভাই? লাইভ নাকি?

এক ঘরোয়া বৈঠকে গায়ককে পাবার সৌভাগ্য হয়েছিল

১৪ ই আগস্ট, ২০০৮ সকাল ১১:৩৬

রিয়াজ শাহেদ বলেছেন: আপনি তো বিরাট সৌভাগ্যবান!

২৭| ১৪ ই আগস্ট, ২০০৮ সকাল ৯:৫৫

আশরাফ মাহমুদ বলেছেন: ধন্যবাদ, রিয়াজ ভু।

আচ্ছা, এনি কি সেই নিয়াজ যে L.R.B এর অ্যালবামগুলোতে গান লিখত?

১৪ ই আগস্ট, ২০০৮ সকাল ১০:১৩

রিয়াজ শাহেদ বলেছেন: না ভাই ইনি সেই নিয়াজ নন। আপনি নিয়াজ আহমেদ অংশু-র কথা বলছেন।

২৮| ১৪ ই আগস্ট, ২০০৮ সকাল ১০:০১

রন্টি চৌধুরী বলেছেন: মনে পড়ল তোমার অশ্রুভরা দুটি চোখ।


ঠিক করো জনাব।

১৪ ই আগস্ট, ২০০৮ সকাল ১০:১০

রিয়াজ শাহেদ বলেছেন: এই ভুল কিভাবে করতে পারলাম আমি? ধন্যবাদ জনাব।
রন্টিদা Click This Link মজা পাইবা!

২৯| ১৪ ই আগস্ট, ২০০৮ সকাল ১০:১৪

রন্টি চৌধুরী বলেছেন: বার বার করতেছো।
শেষ প‌্যারায় ভুল রইয়া গেছে।

মজা তুমিও পাইবা
Click This Link
এখানে ক্লিক কইরা আমার মন্তব্য দেখো।

১৪ ই আগস্ট, ২০০৮ সকাল ১০:২০

রিয়াজ শাহেদ বলেছেন: বুঝছি এখন থেইকা নিয়মিত হিপহপ রিমিক্স শুনা লাগব আমার!

আরে ঐটা দেইখাই তো তোমারে এই লিংকটা দিলাম!

ভাই তোমার প্রশংসা শুনতে শুনতে আমার মাথা খারাপ হওয়ার জোগাড়!

৩০| ১৪ ই আগস্ট, ২০০৮ সকাল ১০:৩০

প্রচেত্য বলেছেন: গানটা নামাতে পারলামনা, কারণ অফিসের ল্যান সেটিংসে এমপিথ্রি এক্সটেনশন ব্লক করা আছে
যদি 'রার ফাইলে থাকত তাহলে সম্ভব হত,

১৪ ই আগস্ট, ২০০৮ সকাল ১০:৫১

রিয়াজ শাহেদ বলেছেন: ঠিক আছে ভাই একটু অপেক্ষা করুন, আমার মিডিয়াফায়ারের অ্যাকাউন্টে রার ফাইলটা আপলোড করে আপনাকে লিংকটা দিচ্ছি।

ভালো গান শুনুন, শুদ্ধ গান শুনুন, হিপহপ রিমিক্সকে না বলুন।

১৪ ই আগস্ট, ২০০৮ সকাল ১১:১২

রিয়াজ শাহেদ বলেছেন: হ্যাঁ ভাই হয়ে গেছে :) Click This Link

৩১| ১৪ ই আগস্ট, ২০০৮ সকাল ১১:২০

চিটি (হামিদা রহমান) বলেছেন: কেন জানিনা এই গানটা খুব টানে
মাঝে মাঝে শুনি, না হয় গুন গুন করে গাইতে ভালো লাগে

অনেক ধন্যবাদ শেয়ার করার জন্য
শুভেচ্ছা ও ভালো থাকুন।

১৪ ই আগস্ট, ২০০৮ সকাল ১১:২৬

রিয়াজ শাহেদ বলেছেন: ধন্যবাদ আপু, ভালো থাকুন আপনিও।

৩২| ১৪ ই আগস্ট, ২০০৮ সকাল ১১:২৬

প্রচেত্য বলেছেন: অসংখ্য ধন্যবাদ

১৫ ই আগস্ট, ২০০৮ রাত ১২:৩২

রিয়াজ শাহেদ বলেছেন: ধন্যবাদ।

৩৩| ১৪ ই আগস্ট, ২০০৮ সকাল ১১:৩৯

রাঙা ঠোঁট বলেছেন: আমার নাম নিয়ে টানাটানি কেন ভাইডি?
খাঁটি বাংলা রোমান্টিক শব্দ রাঙা ঠোঁট.... :)

মাথা ঠান্ডা হইছে।

১৫ ই আগস্ট, ২০০৮ রাত ১২:৫২

রিয়াজ শাহেদ বলেছেন: হ একটু বেশিই রোমান্টিক হয়া গ্যাছে আপনের নিকটা! :)

৩৪| ১৪ ই আগস্ট, ২০০৮ সকাল ১১:৪০

সারিয়া তাসনিম বলেছেন:

আমার প্রিয় শিল্পী !
উনার গান আমি গিলি !

১৫ ই আগস্ট, ২০০৮ রাত ১:২১

রিয়াজ শাহেদ বলেছেন: আপনাদের জেনারেশন পর্যন্তই বোধহয় উনার গান গেলাগিলির ব্যাপারটি ছিলো; এরপর তো সেই রামও আর রইলোনা, সেই অযোধ্যাও আর রইলোনা।

৩৫| ১৪ ই আগস্ট, ২০০৮ সকাল ১১:৪৯

চাচামিঞা বলেছেন: আপনি মনেহয় রাতে ব্লগে লেখা ছারেন, তাই ভালো লেখা গুলো মিস করি। আমি রাতে আমি ব্লগিং করি না(সাধারণত) ।

গানটা আমার কাছে অসাধারন লাগে। পুরান কথা মনে করায় দিলেন, সেই ব্ল্যাক এন্ড হোয়াইট যুগের জিনিষ।

১৫ ই আগস্ট, ২০০৮ রাত ২:২৪

রিয়াজ শাহেদ বলেছেন: ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ইজ বিউটি।

৩৬| ১৪ ই আগস্ট, ২০০৮ দুপুর ১২:৩৮

আতিক একটেল বলেছেন: গানকে যে মুস্টিমেয় কয়েকজন শিল্পী পণ্য মানতে রাজি নন উনি (নিয়াজ আ,চো,) তাদের একজন। অনেক বড় প্রতিভা আমরা কাজে লাগাতে বা মুল্য দিতে পারি নাই। উনি আসলে গুরু বা ওস্তাদ পর্যায়ের লোক। বিরল মেধা।

১৫ ই আগস্ট, ২০০৮ রাত ২:২৫

রিয়াজ শাহেদ বলেছেন: এটা ভালো বলেছেন- উনি ওস্তাদ পর্যায়ের লোক।

৩৭| ১৪ ই আগস্ট, ২০০৮ দুপুর ১:১৫

রহমান হেনরী বলেছেন: ওসমান শওকতের লেখা, নিয়াজ মোর্শেদের গাওয়া সেই গানটার লিরিক একটু শোনাবেন !

"জীবনানন্দ হয়ে সংসারে আজও আমি করি লেনদেন/ তুমিও তো বেশ আছো, ভালোই আছো/ কবিতায় পড়া সেই বনলতা সেন...."

বর্তমান পোস্টটা দারুন্স !

১৫ ই আগস্ট, ২০০৮ রাত ২:৩৩

রিয়াজ শাহেদ বলেছেন: জীবনানন্দ হয়ে সংসারে আজও আমি
সবকিছু ভুলে যেনো করি লেনদেন
তুমিও তো বেশ আছো
ভালোই আছো
কবিতায় পড়া সেই বনলতা সেন।

টানাটানা চোখে কালি পড়েনি কোনো
হাসলেও গালে টোল পড়ে এখনো
কী জাদু জানো তা বিধাতা জানেন
কবিতায় পড়া সেই বনলতা সেন।

পরিপাটি বেশবাস তেমনি আছে
ঘটনার কোনো রেশ নেই তো কাছে
এভাবে সবাই কি থাকতে পারেন?
কবিতায় পড়া সেই বনলতা সেন।

এটা পরে পোস্ট আকারে দেয়ার ইচ্ছে আছে।

আর এই পোস্টটা কিন্তু শুধু লিরিকের পোস্ট নয় হেনরীদা, গানের ডাউনলোড লিংকটাও এখানে দেয়া আছে; নামিয়ে ফেলুন কালজয়ী গানটি।

ধন্যবাদ।

৩৮| ১৪ ই আগস্ট, ২০০৮ দুপুর ১:২০

রহমান হেনরী বলেছেন: সরি, নিয়াজ মোহাম্মদ চৌধুরী লিখতে মামাতো ভাইয়ের নাম লিখে ফেলেছি।

১৫ ই আগস্ট, ২০০৮ রাত ২:৩৪

রিয়াজ শাহেদ বলেছেন: :)

৩৯| ১৪ ই আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৭:১৬

পুষ্প বলেছেন: আমাদের বহুবার শোনা গান গুলোর মধ্যে এটি একটি।

শেয়ার করের জন্য ধন্যবাদ:)

১৫ ই আগস্ট, ২০০৮ রাত ২:৩৬

রিয়াজ শাহেদ বলেছেন: বলতেই হচ্ছে আপনাদের গান শোনার রুচি বেশ উচ্চমানের; আপনাদের বয়সের (বিশেষ করে ছোটো ভাইটির) বেশিরভাগই নিয়াজ মোহাম্মদ চৌধুরীর নাম পর্যন্ত শোনেনি।

৪০| ১৫ ই আগস্ট, ২০০৮ রাত ১২:৩৫

বিডি আইডল বলেছেন: রহমান হেনরী বলেছেন: সরি, নিয়াজ মোহাম্মদ চৌধুরী লিখতে মামাতো ভাইয়ের নাম লিখে ফেলেছি। :)

হাহাপগে

১৫ ই আগস্ট, ২০০৮ রাত ২:৩৭

রিয়াজ শাহেদ বলেছেন: ব্যথা পাইলেননা তো আবার? :)

৪১| ১৫ ই আগস্ট, ২০০৮ রাত ১:৩০

মেহরাব শাহরিয়ার বলেছেন: প্রিয় গান +++

ভালো গান শুনুন, শুদ্ধ গান শুনুন, হিপহপ রিমিক্সকে না বলুন +++

১৫ ই আগস্ট, ২০০৮ রাত ২:৪১

রিয়াজ শাহেদ বলেছেন: হেই ডুড হোয়াটস আপ? সে ইয়েস টু হিপহপ রিমিক্স।

৪২| ১৫ ই আগস্ট, ২০০৮ রাত ১:৫৪

মেহরাব শাহরিয়ার বলেছেন: নিয়াজ মোর্শেদ চৌধুরির গান দিয়েছেন , সেজন্য স্পেশাল আরেকটা থ্যাংকস দিয়ে যাই । অবাক ব্যাপার হলো , আমাদের ২/১ এর জুনিয়রদের একটা বড় অংশই দেখেছি তার নামই জানেনা :(

৪৩| ১৫ ই আগস্ট, ২০০৮ রাত ১:৫৪

মেহরাব শাহরিয়ার বলেছেন: নিয়াজ মোর্শেদ চৌধুরির গান দিয়েছেন , সেজন্য স্পেশাল আরেকটা থ্যাংকস দিয়ে যাই । অবাক ব্যাপার হলো , আমাদের ২/১ ব্যাচের জুনিয়রদের একটা বড় অংশই দেখেছি তার নামই জানেনা :(

১৫ ই আগস্ট, ২০০৮ রাত ২:৪৩

রিয়াজ শাহেদ বলেছেন: ঐ মিয়া তুমিও তো দেখি ঠিকমতো তার নাম জানোনা! :) নিয়াজ মোর্শেদ নয় রে ভাই, নিয়াজ মোহাম্মদ চৌধুরী।

৪৪| ১৫ ই আগস্ট, ২০০৮ রাত ২:৩৯

বিষাক্ত মানুষ বলেছেন: পছন্দের গান ।
(ড্রাফট করা ছিলো ... তোমার পোস্টটা দেখে ড্রাফট ডিলিট করলাম :))

১৫ ই আগস্ট, ২০০৮ রাত ২:৪৫

রিয়াজ শাহেদ বলেছেন: এহহে পোস্টটা দেওয়া তাইলে ভুলয়া গ্যাছে! :)

হ্যাঁ বিমাদা ভাবছি মাঝেমাঝেই গানের পোস্ট দেবো। ভালো গান।

৪৫| ১৫ ই আগস্ট, ২০০৮ রাত ২:৫৩

বিষাক্ত মানুষ বলেছেন: অবশ্যই দিবা ।

১৫ ই আগস্ট, ২০০৮ সকাল ১০:২৪

রিয়াজ শাহেদ বলেছেন: টিকাচে!

৪৬| ১৫ ই আগস্ট, ২০০৮ সকাল ১০:২৪

মার্চেন্ট অফ ড্রিম বলেছেন: প্রিয় গান দেবার জন্য ধন্যবাদ ।

১৫ ই আগস্ট, ২০০৮ সকাল ১০:৪৮

রিয়াজ শাহেদ বলেছেন: ধন্যবাদ।

৪৭| ১৫ ই আগস্ট, ২০০৮ সকাল ১১:০৮

কাঙাল বলেছেন: গত পরশু এবিসি রেডিওতে এই গানটা অনেকদিন পরে শুনলাম।

ইত্যাদি অনুষ্ঠানে ওনাকে দেখা গিয়েছিল এক বছর আগে

আমি তাঁর ভক্ত

১৫ ই আগস্ট, ২০০৮ সকাল ১১:২১

রিয়াজ শাহেদ বলেছেন: হ্যাঁ শাকিলা জাফরের সাথে একটি ডুয়েট গেয়েছিলেন, "কখনো কখনো একটি কথায় কতো রঙ বদলায়/ ভালোবাসা শুরু হয় শেষ হয়ে যায়" এরকম কিছু একটা; কিন্তু সে তো এক বছরেরও আগের ঘটনা মনেহয়, এর মধ্যে কি আবার ইত্যাদিতে এসেছিলেন নাকি তিনি?

ধন্যবাদ।

৪৮| ১৫ ই আগস্ট, ২০০৮ রাত ৯:১৪

মেহরাব শাহরিয়ার বলেছেন: হায়রে পোড়া কপাল আমার , ব্লগের নিয়াজ মোর্শেদ চৌধুরি , সাথে ইদানিংকালের খামখেয়াল , দুয়ে মিলে কি বড়সড় ভুল করে ফেললাম

১৫ ই আগস্ট, ২০০৮ রাত ৯:৫৬

রিয়াজ শাহেদ বলেছেন: :)

৪৯| ১৭ ই আগস্ট, ২০০৮ বিকাল ৪:১৭

সলিল বলেছেন: আমি মাঝে মধ্যে যে কয়টা গান গুনগুন করে গাওয়ার অপচেষ্টা করি এই গানটা তার মধ্যে অন্যতম...অবশ্য গানটাতে কাজ এত বেশি যে নিজের গুনগুন শুনে নিজেকেই নিজের সাইজ করে ফেলতে ইচ্ছে করে।

শেষবার গানটা শুনেছিলাম ক্লোজআপ ওয়ান এর কোনো এক পর্বে, বছর দুয়েক আগে। পোস্টটার জন্য ধইন্যাপাতা তোমার পাওনা।

একটা অনুরোধঃ উনার বাদবাকি গানগুলোও দিয়ে দাও, একটা সিরিজ টাইপ চালু করো।

১৭ ই আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৬:৫৬

রিয়াজ শাহেদ বলেছেন: হ্যাঁ তার আরো তিনটি গান আমার সংগ্রহে আছে, দেখি ওগুলোও পোস্ট করবো; ধন্যবাদ সলিল।

৫০| ২০ শে আগস্ট, ২০০৮ রাত ৯:৩৪

এরশাদ বাদশা বলেছেন: ধন্যবাদ জানাচ্ছি লিংকটির জন্য। ওনি আমার প্রিয় একজন শিল্পী।

নতুন প্রজন্মের কাছে তিনি অচেনাই রয়ে গেলেন।

২০ শে আগস্ট, ২০০৮ রাত ১১:৩৫

রিয়াজ শাহেদ বলেছেন: নতুন প্রজন্মের সাথে বিশেষ করে সঙ্গীত বিষয়ে আমি বেশিক্ষণ কথা বলতে পারিনা, মাথা ঝিমঝিম করে ওঠে।

৫১| ২৮ শে আগস্ট, ২০০৮ বিকাল ৩:৩৫

পুষ্প বলেছেন: "জীবনানন্দ হয়ে সংসারে আজও আমি
সবকিছু ভুলে গিয়ে করি লেনদেন
তুমিওতো বেশ আছ,ভালই আছ
কবিতায় পড়া সেই বনলতা সেন..."

নিয়াজের এ গানটা শুনেছেন।ফাটাফাটি একটা গান;জনগনের সাথে শেয়ার করতে পারেন।ব্লগের কারনে আমরা অনেকেই এমন সব গান শুনতে পারি যা হয়ত কখনও শোনা হত না।

বাপ্পার গানটা শুনতে পারলাম না;নিরানব্বইয়ে গিয়ে আটকে যায়।:|

২৮ শে আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৬:৫৫

রিয়াজ শাহেদ বলেছেন: এসব কালজয়ী গানকে "ফাটাফাটি", "জোস", "সেইরকম" বা এই টাইপ বিশেষণে বিশেষায়িত করার পক্ষপাতী নই আমি, ওগুলো নাহয় এখনকার ডিজিটাল গানগুলোর জন্যে তোলা থাক!

আপনাদের মেইল অ্যাড্রেস দিন (এখানে অথবা আমার মেইলে), বাপ্পার গানটা পাঠিয়ে দিচ্ছি; গানটা না শুনলে আসলেই পাপ হবে কিন্তু!

ধন্যবাদ; ভালো থাকুন।

৫২| ২৪ শে সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:৫৭

পুষ্প বলেছেন: এমন কঠিন কথা শুনতে হবে জানলে ওয়ার্ডটা ইউস করতাম না:(

আপনি আমার ভাইটার নাম জানতে চেয়েছিলেন,ওর নাম হল দীপ।ভাবছি প্রোফাইলটা বদলে এটা সেট করে দেব।

২৯ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১০:২৩

রিয়াজ শাহেদ বলেছেন: ভালোই, আপনাদের এই ভাইবোন জুটি! দীপ-সোনিয়ার জন্যে শুভ কামনা।

৫৩| ২৯ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১০:২৬

মুকুল বলেছেন: এটা আমার খুবই প্রিয় একটি গান। এটি বাংলা ভাষার অন্যতম শ্রেষ্ঠ গান বলে মনে করি। ধন্যবাদ শেয়ার করার জন্য। :)

৩০ শে সেপ্টেম্বর, ২০০৮ সকাল ১১:০০

রিয়াজ শাহেদ বলেছেন: হুমম ঠিকই বলেছেন মুকুলদা...

৫৪| ৩০ শে সেপ্টেম্বর, ২০০৮ সকাল ১১:১৪

সুরভিছায়া বলেছেন: আমার ব্লগ স্কুলে মন্তব্য নাই কেন?কত কষ্ট করে লিখলাম।

৩০ শে সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:৫৪

রিয়াজ শাহেদ বলেছেন: অ্যাঁ ইয়ে ইদানিং ব্লগে তো সেরকম নিয়মিত আসা হয়না...

৫৫| ২৬ শে নভেম্বর, ২০০৮ বিকাল ৫:৪৬

নীলদ্বীপের স্বপ্নকন্যা বলেছেন: ভাইয়া.....আপনাকে অনে-এ-এ-এ-ক অন্নেক ধন্যবাদ :)
গানটা অনেকদিন ধরে খুজছিলাম।

*সূর্য পুত্র ও চাঁদ কন্যা বলেছেন: ভাল লাগল!
বাংলা গজল এর একটা ব্যাপার নিয়ে এসেছিলেন গানের ভেতরে!

আপনি কি উনার এরকম আরো গজল টাইপ গানের খোঁজ জানেন?
গজল আমার খু-উ-উ-উ-ব ই পছন্দ।

ও....বলতে ভুলে গিয়েছিলাম....
*~*~ শাদী মুবারাক *~*~
:P

২৬ শে নভেম্বর, ২০০৮ রাত ৯:৩৬

রিয়াজ শাহেদ বলেছেন: Click This Link
Click This Link
Click This Link
এগুলো শুনে দেখতে পারেন, ভালো লাগবে আশা করি।

কোনো গান খুঁজে না পেলে আমাকে বলতে পারেন, চেষ্টা করবো খুঁজে দিতে; বিনিময়ে চাইবো ভালো গান শুনুন, শুদ্ধ গান শুনুন, হিপহপ রিমিক্সকে না বলুন।

ধন্যবাদ।


৫৬| ২৮ শে নভেম্বর, ২০০৮ দুপুর ১২:০৬

নীলদ্বীপের স্বপ্নকন্যা বলেছেন: ভাইয়া!!!!!! আপনাকে আবারও অন্নেক অন্নেক ধন্যবাদ গান ৩টির জন্য। :)
"জীবনানন্দ হয়ে" গানটা বেশ ভালো লাগলো।
ব্লগীয় ভাষায় আপনার জন্য ১০কেজি ধইন্যা পাতা! :P

২৮ শে নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:৫৫

রিয়াজ শাহেদ বলেছেন: ধন্যবাদ আপনাকেও; ভালো থাকুন।

৫৭| ১১ ই মার্চ, ২০১০ রাত ১:১৩

কামরুল৯৯ বলেছেন: ভাইজান গানটাতো ডাউনলোড হচ্ছেনা ।ফাইলটা ডিলিট হয়ে গেছে ।দয়া করে আপলোড করে দিলে খুবই ভালো হত ।

১৪ ই মার্চ, ২০১০ রাত ৮:৫০

রিয়াজ শাহেদ বলেছেন: কী রে ভাই আমি তো কোনো সমস্যা দেখছিনা! ডাউনলোড তো হয়। আপনি আরেকবার চেষ্টা করে দেখেন। এখানেই লিঙ্কটা দিচ্ছি-
Click This Link

৫৮| ১৪ ই মার্চ, ২০১০ রাত ৮:৫৪

কামরুল৯৯ বলেছেন: হুম ভাই ডাউনলোড করতে পারছি।ধন্যবাদ

১৪ ই মার্চ, ২০১০ রাত ৮:৫৮

রিয়াজ শাহেদ বলেছেন: ধন্যবাদ; ভালো গান শুনুন, শুদ্ধ গান শুনুন, হিপহপ রিমিক্সকে না বলুন।

৫৯| ৩১ শে মে, ২০১২ রাত ৯:৩২

অদৃশচ আমি বলেছেন: vaia link dstrb

০২ রা জুন, ২০১২ রাত ১২:৪৭

রিয়াজ শাহেদ বলেছেন: http://www.mediafire.com/?mi4xkxmx2bm

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.