![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আব্বার মুখে ঘটনাটা শুনলাম।
ছোট চাচ্চুর বয়স তখন ১৪ কি পনেরো হবে। মাদরাসায় পড়েন। আব্বা সাতক্ষীরা টু ঢাকা জীবিকা সংশ্লিষ্ট কাজে ব্যস্ত থাকেন।
ওদিকে আকষ্মিক কয়েকটা দুর্ঘটনায় দাদীর মানসিক ভারসাম্যহীনতা দেখা দেয়।
দাদীর সেবা শুশ্রুষার দরকার পড়ে কিন্তু সবাই যে সব কাজে সমান পারদর্শী না তা এখানেই প্রমাণিত হতে থাকে, এবং সবাই সমান আন্তরিকতা দেখাতে পারে না। একমাত্র আমার মা সকল কাজের কাজী।
আব্বা ব্যস্ততার মাঝেও দাদীকে সময় দেন, কিন্তু রোগ যখন অতিথী না হয়ে পরিবারের স্থায়ী সদস্য হয়, মানুষের সেবা ও আন্তরিকতার পরিমাণ তত কমতে থাকে। আব্বার সেবায় মাঝে-মধ্যে একটু বিরক্তি প্রকাশ পেতে থাকে।
একদিন আব্বা বাড়ির বাইরে গেলেন জরুরি দরকারে। চাচ্চুও মাদরাসায়। আব্বু বাড়িতে ফিরে দেখেন " দরজায় একটি ছোট কাগজ লাগানো আর সেখানে সুরা বানি ইসরাইলের ২৩ নং আয়াতটি লেখা
এবং নিচে তার অর্থ
- وَقَضَىٰ رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا ۚ إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُل لَّهُمَا أُفٍّ وَلَا تَنْهَرْهُمَا وَقُل لَّهُمَا قَوْلًا كَرِيمًا
অর্থাৎ- তোমার রব ফায়সালা করে দিয়েছেনঃ তোমরা কারোর ইবাদাত করো না, একমাত্র তাঁরই ইবাদাত করো।পিতা-মাতার সাথে ভালো ব্যবহার করো। যদি তোমাদের কাছে তাদের কোন একজন বা উভয় বৃদ্ধ অবস্থায় থাকে, তাহলে তাদেরকে “উহ্” পর্যন্তও বলো না এবং তাদেরকে ধমকের সুরে জবাব দিয়ো না বরং তাদের সাথে মর্যাদা সহকারে কথা বলো।
আব্বা বলেন " এরপর থেকে আমি আর কখনো তোমাদের দাদীর সামনে একটু শব্দ করেও কথা বলতাম না। আপনি কি পারেন না আপনার বাবা-ভাই-বোনকে শিক্ষা দিতে?
অনুমতি সাপেক্ষে কপিকৃত
©somewhere in net ltd.