![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পৃথিবীর বেশিরভাগ মানুষই জগতকে দেখেনা, কিন্তু উপভোগ করে। এটা ঠিক অন্ধকারে ভাত খাওয়ার মত। আপনি শুধু খাবারের স্বাদটাই নিচ্ছেন আর কি।
কিন্তু খাবারের গুণগত মান, খাদ্য-উপাদান জানে কজন? অর্থাৎ কোনো কিছু গলধঃকরণ করার ক্ষেত্রে খাদ্য সম্পর্কে জ্ঞানলাভ করাটা শর্তের মধ্যে পড়েনা,শুধু খাবার উপযোগী বুঝলেই হয়ে যায়।
২
প্রতিটি বস্তু যা আমরা খালি চোখে দেখতে পাই তা আমাদের মস্তিস্কে ধারণ করা ছবির মত না ও হতে পারে। উদাহরণ স্বরুপ- আপনি আয়নার সামনে দাঁড়িয়ে ডানহাতকে বামহাত দেখে থাকবেন। কিন্তু আসলে সেটা বামহাত না।
আবার -পানির মধ্যে কোনো লাঠি ডুবিয়ে উপর থেকে বাঁকা দেখতে পাই।
আলোর রঙ পরিবর্তন হলে প্রত্যক্ষ বস্তু গুলোর রঙ আমাদের চোখে ভিন্নভাবে ধরা পড়ে। অর্থাৎ
আমাদের চোখ মস্তিষ্কে মাঝে মধ্যে ভুল তথ্য দেয়? নাকি বস্তু থেকে নিঃসরিত আলোই আমাদেরকে ধোঁকায় ফেলে?
এর মানে কি দাড়ালো?
আমাদের দেখা সবকিছু যদি সঠিক না হয়, তাহলে আমরা আরেকজনকে অপরাধী ভেবে শাস্তি দেই কিভাবে? আসলে সে অপরাধী না ও হতে পারে।
©somewhere in net ltd.