![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
“সকল পিতা-মাতাই সন্তানের পার্থিব জীবন নিয়ে ভাবেন, কিন্তু অনেক পিতা-মাতা তাদের সন্তানের মৃত্যু পরবর্তী জীবন নিয়ে ভাবেন না” – হযরত শাহ আবরারুল হক। আমরা মুসলমানরা নবজাত শিশুর ডান কানে আযান এবং বাম কানে একামত দেই। এ আযান ও একামত এর দ্বারা আমরা নবজাতককে পূর্ন দ্বীন ইসলামের দিকে দাওয়াত দেই। তাকে জানিয়ে দেই যে, তোমর ডানে, বামে, সামনে, পিছনে, উপরে, নিচে যা কিছু আছে তার চেয়ে তোমার সৃষ্টিকর্তা আল্লাহরব্বুল আলামিন বড়। আল্লাহ ছাড়া সবকিছুই মাখলুক অর্থাৎ আল্লাহর সৃষ্টি। এদের কিছুই করার ক্ষমতা নেই। সব আল্লাহতা’য়ালাই করেন। তাই আল্লাহ ছাড়া আর কেহ উপাস্য নেই। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিসসালাম আল্লাহর রসূল। তিনিই আমাদের আদর্শ। দুনিয়া ও আখিরাতের সুখ, শান্তি আর কামিয়াবী তাঁর দেখানো ও শিখানো পথেই। আযান ও একামতে আমরা শিশুকে নামাযের দিকেও দাওয়াত দেই। নামাযের মধ্যে আল্লাহপাক যে কামিয়াবী রেখেছেন এ কথাও তাকে বলে দেই। বিস্তারিত
©somewhere in net ltd.
১|
২৫ শে জুলাই, ২০১৪ রাত ৯:১৪
হরিণা-১৯৭১ বলেছেন: অ আ ক খ গ ঘ