নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মোনের জালানা

নিজেকে জানার জোননোই ঘুরে বেরাই

তাসফিক হোসাইন রেইজা

মাঝে মাঝে নিজেকে মনে হয় জালানায় দারিয়ে থাকা কাক বিবেকের জালানায় দারিয়ে কাক এর মতো তাকিয়ে থাকা আর চিল্লানো

তাসফিক হোসাইন রেইজা › বিস্তারিত পোস্টঃ

ঘুম চাই আমার এখন একটু ঘুম ভিক্ষা দিবে ??

০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:০৮

রাত আজ আমি বর ক্লান্ত ,মনের মাঝে শুধুই আকুলতা

ঘুম চাই আমার এখন একটু ঘুম ভিক্ষা দিবে ??

তোমাকে ত আমি অনেক সমায় দিয়েছি,

সয়েছি নিজে নিজেই অনেক ব্যথা,

সারাদিনের বিশ্রাম হীন পরিশ্রম করে যুগিয়েছি,

নিষ্ঠুর পৃথিবীতে বেচে থাকার জন্নে যে অর্থ দরকার পরে

ঘুম চাই আমার এখন একটু ঘুম ভিক্ষা দিবে ??





সকাল বেলাই শুরু হয়ে কাজের ব্যস্ততা,

রদে গা পুরিয়ে খুঁজে বেরাই জীবনের ব্যর্থতা,

দুপুর গড়াতেই ছুটে জাইবিদ্যার অন্বেষণে,

বিকাল ছাড়িয়ে সন্ধে পেরিয়ে অবশেষে আশ তুমি,

জানি তুমিও সমায় চাও আমার কাছে,

সকাল,বিকাল সন্ধে কে ত দিয়েছি তমাকেও দেওয়া দরকার,

হন্নে হয়ে চাইতে পার আমার কাছে খানিক জাগরণ আছে তাতেও তোমার অধিকার,

প্রতিদিনই ত আদায় করে নেও তাহ আজ নাহই করি আমি একটু অহংকার,

কাড়ন ঘুম চাই আমার এখন একটু ঘুম ভিক্ষা দিবে ??





সারাদিন দেনা পাওনার হিসেব কশায় নিজেকে বিলীন করে দিয়েছি,

আজ আমি ভিক্ষুক তোমাকে দেওয়ার কিছুই নেই,

তোমাকে তঁ আমি অনেক দিয়েছি আজ নাহই তুমি আমায় একটু ঘুম দেও,

কানা কনি কিছু নেই আমার কাছে নাহ হই আজ বাকি তে দেও দেওনা ???

না হয় জান টাহ নিয়ে নেও তাও বলি ঘুম চাই আমার এখন একটু ঘুম ভিক্ষা দিবে ??

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:০৭

sumon2015 বলেছেন: রাত আজ আমি বর ক্লান্ত ,মনের মাঝে শুধুই আকুলতা
ঘুম চাই আমার এখন একটু ঘুম ভিক্ষা দিবে ?

সত্যি কি এটা কোথাও পাওয়া যায়। আমারও না ঘুম দরকার দেবেন কেউ ঘুম????

১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:২২

তাসফিক হোসাইন রেইজা বলেছেন: ভাই কখনো যদি পান আমাকেও একটু বলবেন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.