নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মোনের জালানা

নিজেকে জানার জোননোই ঘুরে বেরাই

তাসফিক হোসাইন রেইজা

মাঝে মাঝে নিজেকে মনে হয় জালানায় দারিয়ে থাকা কাক বিবেকের জালানায় দারিয়ে কাক এর মতো তাকিয়ে থাকা আর চিল্লানো

তাসফিক হোসাইন রেইজা › বিস্তারিত পোস্টঃ

না বলা গল্প

১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:৩৭

নির্ঘুম দুটি চোখ , চার পাশে একটি টেবিল ল্যাম্পের ক্ষুদ্র আলো

পূবের খোলা জালানা, শিতের হার কাঁপানো বাতাশ

পাশে রাখা একটি ছোট্ট কালো বোতল ,

জালানার ওপাশে জোছনায় ভরা , হাতে একটি খোলা চিঠি, একটি কলম,

চিঠিটা কিছু পানির ফোটায় ভেজা ,দ্রুত নিশ্বাস

তাও স্বপ্ন হাতছানি দেওয়া বন্ধ করেনি



পুরনো সৃতি গুলা মনে পরা বন্ধ হয়নি

একটি ক্ষুদ্র বিফল চেষ্টা , মনের আবেগটা কালিতে গেঁথে দেওয়ার

হাতে একটি খোলা চিঠি , একটি কলম! চিঠিটা কিছু পানির ফোটায় ভেজা

মন তাও শীতল হয়নি বলেনি একবার ভুলে জাও



চিঠির প্রথম লাইন তুমি আমাকে ভুলে গেছ

আমিও তোমায় ভুলে যাব

দিতিও লাইন সত্যি বলছি আমি ভুলে যাব

তিতিও লাইন আমি পারব তোমায় ভুলে যেতে

কারণ একটু পর জীবন আমাকে ভুলে যাবে



পরদিন সকাল হোল, অশ্রুতে ভরা প্রায় প্রতিটি চোখ

ঘর ভরা চিৎকার, একটি কাঠের খাট ! উপরে সাদা কাপর দিয়ে পেঁচানো সাদা দেহ

পাশে টেবিল , টেবিল ল্যাম্প, নিচে একটি খোলা চিঠি , একটি কলম

চিঠিটা এখন কিছু পানির ফোটায় ভেজা , চোখের জলের ছাপ ।।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.