![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মাঝে মাঝে নিজেকে মনে হয় জালানায় দারিয়ে থাকা কাক বিবেকের জালানায় দারিয়ে কাক এর মতো তাকিয়ে থাকা আর চিল্লানো
কোলাহলে বশত করা ভ্রান্তিক সুরের ব্যাবচ্ছেদ ,
ডানে থিকে বামে ,বামে থিকে ডানে তুচ্ছ অন্নিবেশ ,
নাগরিকের নেই খেয়াল সেই খুদারথো রাস্তার ছোট্ট ছেলে ।
আস্তে আস্তে নেমে আশে রাত বেরে চলে ভিড় পথের কিনারে ,
ছোট্ট ছোট্ট বিছানায় শুয়ে থাকা কিছু নিকৃষ্ট পোকা ,
জমতে থাকে পথের ধুল রাতের আধারে ঢাকা ব্যস্ত শহরে ।
মন্ত্র মুগ্ধ শহর বর বর কিছু গারি চলে যায় পাশ দিয়ে ,
কিছু পথিকের শরীরে মৃত্যু ময় ছিগারেট এর শেষ ধোয়া ,
হেটে চলে বহুদূর সেই সে ধুও মাখা গন্ধ ,
যেন অক্সিজেন এর সাথে মিশে যাচ্ছে বিষাক্ত কার্বন অদৃশ্য হয়ে ।
বিছানা তাও অটাই আছে জমতে থাকে তাদের সারি ,
কোন দুর্গন্ধ ময় নর্দমার পাশে হটাত শুয়ে পরে পরিত্যক্ত মানব ,
কিছু রবোটিক পথযাত্রি হাজারো ব্যস্ততার ভিড়ে চেয়ে দেখে
আর বলে দারিত্রতা অনাচার করেছে ভারি ।
বৃষ্টির ফোটা ভিজিয়ে দেয় সেই পরিত্যক্ত বিছানা ,
ঠাণ্ডায় কেপে উঠে শরীর তাও খুঁজে বেরায় এক মুঠো সূর্যের আলো ,
অদৃশ্য জোকের মতো রক্ত চুষে খায় প্রতিনিয়ত দারিত্রতার অভিশাপ ,
রোড ল্যাম্পের আলো, দালানের পাহার সবি অর্থহীন তাও লাগে খুব বেশি ভালো ।
ভালো লাগে গাছের সারি,আর কুকুর বিড়ালের ডাক, নিজের অন্ন ভাগেও দিদাহিন ,
কিন্তু এক মুঠো ভাত ভাগ্যে জুটেনা অই রাস্তার বালকের , কারণ তাকে পালা যায়না
ঘর নংরা করেনা সে , উড়ায় নাহ পশম ,
রাগ হলেই খামচি দিয়ে বসেনা, ঘরে থাকা সেই আদরের বিড়াল তার মতো ,
তারা শুধু কাঁদতে জানে কারণ টা বলতে পারেনা ।
রাতের নির্জনতা বাড়ে ঘুমের চাদর পেঁচীয়ে সূয়ে পোড়ে ঐ আবর্জনার দল ,
সকালে জখন আজানের শব্দে আলোকিত রাস্তা ঘাট, আবার নোতুন জীবন ,
সুধু তিন বেলা অন্য ! রক্ত চুষে তাদের প্রতিনিয়ত সাথে চিরো সমায়ের কোওশল ।
এই জাতী অন্ধ , নির্বাক, যান্ত্রিক জাঁতাকলে চিলিয়ে উঠে ,
মা তুমি উজাড় কোরে দেও যা পাই চেটে পুটে খাই ।
বেশ্যার কাপড়ের রং তাদের পৃয় কিন্তু ণয় একটি রাস্তার আবর্জনা ময় মানুষের হাসি ,
নাক সিটকে ধড়ে রাখে যখন সেই আবর্জনা মোয় মানুষ ,
কাছে এসে বলে আমাকেও একটু বল ভালোবাসি ।
রাস্তার কোণ সস্তা হোটেল , ৪ টাকার রুটি সাথে ফ্রি তে একটু ভাজি ,
চেটে শেষ কড়ে দেয় ঐ আবর্জনা ,
আড় জাগিয়ে তোলে আবার চিৎকার ! খুদার যান্ত্রিক সহরের বৃক্ষ রাজি ।
এ দেখে মণে পড়ে খুব রবি ঠাকুরের সেই কবিতার লাইন, যা সে মিথ্যে বলেনি
মা তুমি জন্ম দিয়ে বাঙালী করেছ কিন্তু মানুষ করনি ।
১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:৩০
তাসফিক হোসাইন রেইজা বলেছেন: ধন্যবাদ ভাই
আসলে অনেক টাইপিং আছে যাহ চেষ্টা করেও ঠিক করতে পারিনাই
বাংলা টাইপ টা নতুন করা হচ্ছে তো ।
শুভ কামনা রইল
আর শুভ সন্ধ্যা
©somewhere in net ltd.
১|
১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:০১
স্নিগ্ধ শোভন বলেছেন:
চমৎকার!!!
১ম ভাললাগা।
কিছু টাইপো আছে ঠিক করে নিবেন।
++++