![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন সাধারন মানুষ। খাই দাই ঘুমাই আর মানুষরে জালাই।
স্বপ্ন ..! স্বপ্নের পথে হাঁটা যে খুব বেশী রকম মতিভ্রম তা কিন্ত নয়।একটু দেরীতে হলে ও স্বপ্নের কাছা কাছি আসা যায়।পরখ করা যায় একটু নেড়ে ছেড়ে।অনুভূতি নেয়া যায় বুক ভরে শ্বাস নেওয়ার মত করে।যদি ও বা তা প্রথম বারে আগের মতো করে নয়।কিছু টা মলিন থাকে প্রথম বারের না পাওয়ার অপেক্ষার আক্ষেপে।তবু প্রাপ্তির আনন্দ টুকু ও কম নয়.......
২| ১৬ ই এপ্রিল, ২০১৫ রাত ১২:৫১
Rubel rana বলেছেন: সহ মত প্রসন করছি.... ধন্যবাদ
৩| ২২ শে মে, ২০১৫ রাত ৯:১৭
এম সহিদুজ্জামান বলেছেন: স্বপ্ন দেখাটা যত কঠিন , স্বপ্ন বাস্তবায়ন করাটা আমার মনে হয় ততটা কঠিন নয় । কারন সবাই স্বপ্ন দেখতে পারে না ,স্বপ্ন দেখার জন্যও একটা সাহস লাগে । সেই সাহস সবার থাকে না । আর যাদের থাকে তারা সহজেই সেই স্বপ্ন বাস্তবায়ন করে ।
©somewhere in net ltd.
১|
১৫ ই এপ্রিল, ২০১৫ রাত ১০:০৬
মোঃ মুনাব্বির হোসেন বলেছেন: এপিজে আবুল কালাম একটা কথা বলেছেন, ঘুমিয়ে ঘুমিয়ে আমরা যা দেখি তা স্বপ্ন নয়, স্বপ্ন হলো সে জিনিস যা মানুষকে ঘুমাতে দেয় না।