![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মশিউর রহমান রুবেল গণমাধ্যমকর্মী, সদস্য সচিবসম্মিলিত জলাধার রক্ষা আন্দোলনচেয়ারম্যানউন্নয়নের জন্য প্রচারাভিযানগণমাধ্যমকর্মীসদস্য সচিবসম্মিলিত জলাধার রক্ষা আন্দোলন ও চেয়ারম্যান, উন্নয়নের জন্য প্রচারাভিযান
প্রতিবেশী বন্ধু দেশ ভারতের সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ-এর আগ্রাসন ক্রমেই বাড়ছে। ফেলানীর মত প্রতিদিনই পাখির মতো গুলি করে মারছে স্বাধীন দেশের মানুষকে।
এবার বাংলাদেশ সীমান্তে ড্রোন মোতায়নের সিদ্ধান্ত নিলো বিএসএফ। সরকারের সংশ্লিষ্টদের মুখে কুলুপ এটে বসে আছে।
ফেলানী হত্যাকাণ্ড নিয়ে যে নাটক মঞ্চস্থ করেছে ভারত তার পর এবার সীমান্তে ড্রোন মোতায়নের সিদ্ধান্ত সত্যিই মর্মান্তিক।
সীমান্তবাসীকে বলবো আপনারা সাবধানে থাকুন। আপনাদের জন্য কেউ আছে বলে আমার অন্তত মনে হয় না। কারণ এখনো সরকারের পক্ষ থেকে কোন আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিক কোন প্রতিবাদ হয় নি।
[সংবাদটি বিস্তারিত পড়তে চাই এখানে।]
২| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:২৮
নামহীন একজন বলেছেন: ভাই, আমার কিছু কথা আছে। বললে হয়তো সবাই আমাকে ভারতের দালাল বলবে। কিন্তু আমার কেন জানি মনে হয় কথাটা বলা দরকার।
প্রথম কথা সীমান্তে রক্ষী বাহিনী মোতায়েন করা হয় কেন?
সীমান্তে অনুপ্রবেশ ঠেকানোর জন্য, চোরাচালান রোধ করতে, দেশের নিরাপত্তা রক্ষা করতে।
তাদের হাতে কি ধরনের অস্ত্র থাকে?
যা থাকে তা আমরা সবাই জানি। নিশ্চয়ই সেইটার বাঁট দিয়ে বাড়ি দেওয়ার জন্য এইসব অস্ত্র তাদের হাতে দেওয়া হয় না।
এবার বলি, কোন ভারতীয় অবৈধ উপায়ে যদি বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের সময় কোন বিজিবি তাকে না ধরে গুলি করে বসে তবে সেটা তার জন্য লঘু পাপ বলে বিবেচিত হয়। কেননা সে যদি বলে আমি আমার দায়িত্ব পালনে বাধ্য হয়ে গুলি করেছি তবে বলার কি আছে আমি জানি না।
সীমান্তে বিএসএফ যদি বিনা কারণে আমাদের বাংলাদেশীদের গুলি করে তবে বিজিবি তার প্রতিউত্তরে সাথে সাথে গুলি চালাতে পারে। কিন্তু বিজিবি করে না কেন? এই দোষতো আমাদেরই। দুইএকবার উত্তর দিলেই সব ঠিক হয়ে যেত।
ধরেন আপনার গুলির লাইসেন্স আছে। আর চোর এসে আপনার বাড়ি থেকে আপনার গরু, কাপড় এইসব নিয়ে চুপি চুপি আপনার বাড়ির সীমানা পার হচ্ছে আপনি কি করবেন ???
সীমান্ত পার হতে বৈধ কাগজপত্র লাগে, পাসপোর্ট লাগে। এইটাতো পাগল ছাড়া সবাই জানে।
নিস্পাপ ফেলানি হত্যা আমাদের মানবিকতাকে প্রশ্নবিদ্ধ করে। বোনটার মুখটা দেখলে চোখে পানি আসে। কিন্তু শুধু আবেগের দ্বারা প্রাভাবিত না হয়ে বাস্তবতাটুকুও একবার ভেবে দেখুন। বিএসএফ গুলো মানবিকতার অভাবে জানোয়ার হয়ে গেছে একথাও সত্যি।
৩| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:২৮
জাহিদ গাছবাড়ী বলেছেন: ডি মুন বলেছেন: ভারত আমাদের পিরীতের বন্ধুপ্রতিম রাষ্ট্র , তারা আমাদের জবাই করে রাস্তায় ফেলে রাখে আর আমরা তাদের সাথে কোলাকুলি করা ছাড়া আর কিছুই করতে পারি না।
৪| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৪০
বিদ্রোহী ভৃগু বলেছেন: সরকারের সংশ্লিষ্টদের মুখে কুলুপ এটে বসে আছে।
থাকপে না!! আবার ক্ষমতার নেশায় অন্ধ!!!
আমার শির নত করে দাও তব চরণ তলে গাইতে গাইতে মূখ্যমন্ত্রীত্ব উপাধী সয়ে যায় যারা-তাদের দিয়ে প্রতিবাদ আশা করেন????
রৌমারী পাদুয়ায় বীর বিডিআর দেখীয়ে ছিল তাদের ক্ষমতা! কিন্তু নপুংশক নেতৃত্বের জণ্য বীরের অস্ত্রেও আজ জং ধরে আছে!!!!
এ অবস্থা চলতে পারে না।
৫| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:০২
শিকদার ০০৮ বলেছেন: I hate india
©somewhere in net ltd.
১|
০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৩৮
ডি মুন বলেছেন: ভারত আমাদের পিরীতের বন্ধুপ্রতিম রাষ্ট্র , তারা আমাদের জবাই করে রাস্তায় ফেলে রাখে আর আমরা তাদের সাথে কোলাকুলি করা ছাড়া আর কিছুই করতে পারি না।
ব্লা ব্লা ব্লা ব্লা