নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একজন ব্যর্থ মানুষ।ব্যর্থতার মাঝেই সফলতাকে খুঁজি।

ফেক রুধির

ফেক রুধির › বিস্তারিত পোস্টঃ

সম্পর্ক

১৬ ই এপ্রিল, ২০১৭ রাত ১:০১

সম্পর্কগুলো প্রতিদিন নতুন করে শুরু হলে তাতে নতুন নতুন অনুভুতি জন্ম নিত।আর এর ফলে ভালোলাগা কখনো কমত না বরং বাড়তো।স্বামী-স্ত্রী এর সম্পর্কের মধ্যে বিরাট অপুর্ণতা লক্ষ্য করা যায় অনেক ক্ষেত্রেই।এর প্রধান কারন নিজেদের সাইকোলজিক্যাল দিক থেকে অসামঞ্জস্যতা।প্রত্যেকটা মানুষ তার মানুষিক দিক থেকে চিন্তা করে নিজেদের জন্য পারফেক্ট কেমন সঙ্গী-কিম্বা সঙ্গিনী হবে তার একটা প্রাথমিক লিষ্ট অথবা মনের মধ্যে একটা প্রতিচ্ছবি তৈরি করে রাখে।যখন বিপরীত লিঙ্গের একজন আরেক জন এর সাথে মিশতে শুরু করে মনের অজান্তেই তাদের ভেতরে থাকা অবচেতন মন দুই জন দুই জনকে সার্চ করতে থাকে যে তারা নিজেদের জন্য পারফেক্ট কি না।কিম্বা মনের ভেতরের যে ডামি তার সাথে সেই মানুষটা যায় কি না।যদি ৭০-৮০% মিলে যায় তবেই তারা একে অপরের প্রতি কিম্বা যেক কোন একজনেরটা মিলে গেলে সেই একজনই মাসুষিক দিক থেকে তার প্রতি দুর্বল হয়ে যায়।আর তখন প্রেমের অস্তিত্ব চলে আসে।প্রেমের প্রথম দিকে এই দুর্বল দিক গুলোর কারনে শুধু ভালো ব্যাপারগুলোই চোখে পড়ে, খারাপ গুলো চোখে পড়ে সম্পর্ক গভীর হলে।এরপর দেখা যায় আসলে বাহিরের আচারণ কিম্বা নিজেকে প্রকাশিত করবার জন্য কিছু ভালোদিক এর জন্য দুজন দুজন কে ভালোবেসেছে কিন্তু মানুষিক দিকে কোন মিল নেই আর সেটা আরো গভীর ভাবে দুজন দুজন কে জানবার পড় বের হয়ে পড়ে।ঠিক পারিবারিক ভাবে বিয়ে হলেও দেখা যায় প্রথম দিন থেকেই দুজন দুজনের শত্রু হয়ে পড়ে নতুবা অনেক দিন একসঙ্গে বাস করতে করতে দেখা যায় স্যাক্রিফাইজ করেও মানানো যাচ্ছে না,আসলে দুই জনের মনস্তাত্ত্বিক কোন মিল ই নেই আর এসব কারনেই সম্পর্ক গুলোতে ফাটল ধরে।
আমার কাছে মনে হয় বিয়ে করবার সময় পাত্র-পাত্রীর একটু আলোচনা করে বিয়ে করাই ভালো।মুরুব্বিদের মাধ্যমে হোক আর আলাদা হোক।আর বিয়ের পর প্রথম ভালোবাসাটা অন্যরকম একটা ফ্যান্টাসীর মধ্য দিয়ে পার হয়, তখন বুঝতে না পারলেও অনেক পরে একটা সময় দুজনের মধ্যেই একাকীত্ব কাজ করতে থাকে।তাই আমার কাছে মনে হয় বিয়ের যত সময়ই গড়াক প্রত্যেকটা মুহুর্তকে নতুন ভাবে নিয়ে ভালোবাসার জয়াগাটাকে ধরে রাখাটা উচিৎ,ভালোবাসা অনেকটা শিল্পের মত,যেখানে প্রতিমুহুর্তে নতুন নতুন রঙ দেওয়া যায় নতুন নতুন আনন্দের মুহুর্ত তৈরি করা যায়,ঠিক ঝগড়া কিম্বা মনস্তাত্ত্বিক জটিলতার সময়েও।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৬ ই এপ্রিল, ২০১৭ রাত ১:১১

আদি বিনতে শাতিল বলেছেন: কথা হলো সবাই এই ব্যাপারগুলোতে কনফিউজড আর নতুন সম্পর্কে কনসিডার কমপ্রোমাইজ মনোভাব থাকাটা জরুরী

১৬ ই এপ্রিল, ২০১৭ রাত ১:১৬

ফেক রুধির বলেছেন: তা ঠিক।

২| ১৬ ই এপ্রিল, ২০১৭ সকাল ৮:৫০

সাকিন সিকদার (জেন) বলেছেন: সেই ক্ষেত্রে প্রেম করে বিয়ে করা ভালো।

১৬ ই এপ্রিল, ২০১৭ রাত ১১:৩৮

ফেক রুধির বলেছেন: সেটা যার যার অভিরুচি।

৩| ১৬ ই এপ্রিল, ২০১৭ সকাল ১০:৪৩

মোস্তফা সোহেল বলেছেন: সম্পর্ক ভাল রাখার চেষ্টাটাই মনে হয় সম্পর্ক ভাল রাখতে সাহায্য করে।

১৬ ই এপ্রিল, ২০১৭ রাত ১১:৩৮

ফেক রুধির বলেছেন: ভালো বলেছেন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.