নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন যেখানে যেমন

রুদরা

সপ্ন দেখি এই মহাকালের বুকে আমার অস্তিত্য বিলীন হবেনা। মানুয নামের সত্বা কখনো হারাবেনা কোন প্রলোভনের বিনিময়ে আর এই বাংলা আর বাংগালি নেত্রীত্য দেবে পৃথীবিকে। মানুষ আমায় স্মরন করবে আমার মানবিকতার জন্য আমি সফল মানুষ বলে নয়।

রুদরা › বিস্তারিত পোস্টঃ

আমাদের দেশকে উন্নত করতে যা প্রয়োজন

২৭ শে মে, ২০১৪ সকাল ১০:৩৯

আমাদের দেশটা বড় অভাগা , একে কেউ ভালবাসেনা কেবল লুটে খেতে পারলেই বাচে। না এদেশের নাগরিক রা একে ভালবাসে, বাইরের মানুষদের ভালোবাসার কোন কারন নাই , তবে একে বারে যে শুভাকাংক্ষী নেই তা বলা যাবেন । কিন্তু তারা সংখা বড় কম। আর ক্ষুদ্র সংখার মানুষের বেশির ভাগ ই নিষ্ক্রিয়। তাই দেশের অবস্থা যা হওয়ার তাই হচ্ছে । দেশটা রসাতলে যাচ্ছে । মানুষের কষ্ট কেবল বেড়েই চলছে । আওয়ামী লীগের গুম , অপহরনের সাথে জড়িত থাকা নিয়ে সারাদেশে ক্ষোভে ফেটে পড়ার অপেক্ষায় তখন দেশের প্রধান বিরোধী দলের দাবিদার বিএনপি এ নিয়ে সংবাদ সম্মেলন এর বেশি কিছু করতে পারেনি , তারা দেশের প্রধান বিরোধি দল , কিন্ত তাদের হতাশা জনক স্তব্ধতা জাতিকে কেবল হতাশা আর বিস্ময় ই উপহার দিচ্ছে , মানুষ এখন আর তাদের উপর কোন প্রকার আস্থা প্রদর্শন করতে পারছেনা। তাই একজন আমজনতা হিসেবে বলছি তাদের দিন ফুরিয়ে আসছে তারা আমাদের আস্থা পুরনে সক্ষম নয় , আমার আস্থা আওয়ামি লীগ তাও নয় , তাই এই সঙ্কট মোকাবিলায় আমাদের এগিয়ে আসতে হবে। এই দুটি দল কখনই আমাদের কথা ভাবেনি আর কখনো ভাববেনা । আমাদের নিজেই এগিয়ে আসতে আমাদের দুরবস্থা দুরিকরনে , আমাদের রাস্তায় নামতে , নতুন এক রাজনৈতিক ব্যবস্থা গড়ে তুলতে হবে। দেশের প্রশাষন ব্যবস্থা নতুন করে গড়ে তুলতে হবে। তখনই আমরা একটি সফল রাষ্ট্র নিয়ে সপ্ন দেখতে পারবো কিন্তু আর আদতে এ কাজ মোটেও সহজ হবেনা। কারন ২০০ বছর ধরে আমাদের প্রশাসন ব্যবস্থা ব্রিটিশ রা এমন ভাবে সাজিয়ে দিয়েছে যে এটি যেনো কোন ভাবে দেশের কোন কাজে না লাগে কিন্ত সরকারী কর্মাচারীরা যেনো সুবিধা ভোগ করতে পারে যা এখনো বলবত তাই আমলারা নিজের ক্ষমতা ও সুযোগ সুবিধা রদ কখনো মেনে নিবেনা আবার তাদের ছাড়া দেশ কেঊ চালাতে ও পারবেনা , তাই নতুন কোন পদ্ধতি নিতে যা অনেকটা লাঠি ও ভাংবেনা কিন্ত সাপ মরবে জাতীয়, আর রাজনৈতিক ব্যবস্থার কথা কি বলবো গত চল্লিশ বছরের এমন একটা দিন আসেনী যেটি নিয়ে আমরা আজ গর্ব করে বলতে পারি। তাই আমদের এই অবস্থা পরিবর্তনের জন্য এগিয়ে আসতে হবে।

আমাদের এজন্য দেশ আমাদের কি দিয়েছে তা নয় দেশকে আমি কি দিতে পেরেছি তা নিয়ে ভাবতে হবে ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.