![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
#ক্রিকেট_এবং_আমাদের_দেশপ্রেম।
আজকে ফেসবুকের ট্রল পেইজগুলোতে ঘুরছিলাম। হঠাত দেখি একজন কোহলির ছবির সাথে একটা কুকুরের ছবি জুড়ে দিছে। কেন ভাই তোরে কি কুত্তায় কামড়াইছে? অযথাই খুচাইতে যাস কেন? তোর কারনে কালকে যখন আমাদের কারো ছবি নিয়া এরকম করবে তখন তোর কি হবে জানিনা, আরো হাজারটা মানুষের জ্বলবে। শুরু হবে পাল্টাপাল্টি আক্রমন।
ক্রিকেট নিয়ে আমাদের সবারই আবেগ বেশি। এটা অস্বীকার করার উপায় নাই। আমার নিজেরও অনেক বেশি। গত আঠার বছরে বাংলাদেশের খেলা একান্ত অপারগ না হইলে মিস করি নাই। চোখের সামনে আশির নিচে অল আউট হইতে দেখছি, এক দিনে দুইবার অল আউট হইতে দেখছি, কার্ডিফের ছক্কা দেখছি, দুই রানে হার দেখছি, এক রানে হার দেখছি। টেলরের ছক্কা দেখছি, মাশরাফিরে গালি দিছি, আজকে তাকে দিনে দুইবার স্যালুট করি। আবেগ থাকবেই কারন এইটাই একমাত্র জায়গা যেখানে আমরা অনেকের চেয়ে এগিয়ে যাচ্ছি।
কিন্তু কথা হচ্ছে আমাদের এই আবেগের একটা সীমা থাকা উচিত। বাস্তবতা বোঝা উচিত।
ফেইসবুকে ইন্ডিয়াকে আর পাকিস্তানকে গালভরা দুইটা গালি দিয়ে কি দেশপ্রেমটা আমি জাহির করতে যাচ্ছি? শুধু ওদেরকে গালি দিয়েও ক্ষান্ত হচ্ছি না। আমার নিজের দেশের প্লেয়ারদেরও ছেড়ে দিচ্ছি না।
ইন্ডিয়া পাকিস্তানকে গালি দিচ্ছি। কি বলে গালি দিচ্ছি? ইন্ডিয়া ধর্ষনের দেশ, ইন্ডিয়ার মানুষ রাস্তায় হাগে। পাকিস্তানকে কি বলে গালি দিচ্ছি? ওরা জংগী দেশ। মারখোর।
ভাইরে কই বাস করতেছি কোন ধারনা আছে আমাদের? ইন্ডিয়া পাকিস্তান যে বিভিন্ন ক্ষেত্রে আমাদের চেয়ে যোজন যোজন এগিয়ে আছে একটু ঘাটাঘাটি করলেই পেয়ে যাবেন। ইন্ডিয়া তথ্য প্রযুক্তি, ব্যাবসা বানিজ্য, পড়ালেখায় এমনিকি রাজনীতিতেও যোজন যোজন এগিয়ে আছে। অন্যদিকে পাকিস্তান সন্ত্রাসবাদী অধ্যূষিত অঞ্চল, এই কথা সত্যি, কিন্তু এরপরেও ওরা বিভিন্ন সেক্টরে যে পরিমান উন্নত সেটা ঈর্ষনীয়। এই দুইটা দেশই পারমানবিক শক্তিধর। নিজেদের যুদ্ধ সরঞ্জাম বানানোর ক্ষমতা নিজেরাই অর্জন করেছে। ওদের বিভিন্ন শিল্প বিশ্বনন্দিত। বিশ্বের যেকোন দেশে যান, সব জায়গায় ওদের প্রাধান্য। এর কারনটা কি জানেন? ওরা আর যাই করুক, দিন শেষে নিজের দেশের স্বার্থ চিন্তা করে। যেখানে আমরা ভেজাল খাওয়ায়ে একটা ব্রয়লার জেনারেশন তৈরি করছি।
খেলার সাথে রাজনীতি মিশাবেন, অবশ্যই মিশাবেন।এজন্য ওদের চোখে চোখ রেখে কথা বলার যোগ্যতা অর্জন করেন আগে। ওদের সমানে সমান হওয়ার চেষ্টা করেন আগে। আমাদের খেলোয়াড়েরা তো তাদের কাজটা নিষ্ঠার সাথে করছেন, আপনি আমি কি আমাদের নিজেদের কাজটা ঠিকমত করছি? যদি সত্যিই ওদেরকে ছাড়িয়ে যেতে চাই, তবে সব সেক্টরেই উন্নতি করতে হবে। তা নাহলে আমাদের এই আস্ফালন বৃথা যাবে।
(আমি কখনোই গুছিয়ে কথা বলার মানুষ না, কিন্তু বেশ কিছুদিন ধরেই এই ব্যাপারটা চরমভাবে ফিল করছিলাম, তাই লেখাটা লেখার লোভ সামলাইতে পারলাম না। আমার খুব ইচ্ছা একটা প্রজন্ম দেখার যারা খালি ক্রিকেটে না, সব সেক্টরেই ইন্ডিয়া পাকিস্তানের উপর ডমিনেট করবে। ভারতের বাংলাদেশের প্রতি বিমাতাসুলভ আচরন আর পাকিস্তানের সাথে তিক্ত অতীতের কারনে ওদের প্রতি চরম বিতৃষ্ণা। আর ঠিক সেকারনেই শুধু ক্রিকেটের প্রতিকী জয় না, বাস্তবিক অর্থেই সব দিক দিয়ে ওদের সাথে জয় চাই।)
২| ১২ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৬:৩৫
প্রতিভাবান অলস বলেছেন: বাংলাদেশ ট্রল ক্রিকেট পেইজের একটা মেমে স্টার স্পোর্টসের একটা শো তে দেখায়ে বাংলাদেশীদের যাচ্ছেতাই বলসে। সুযোগটা কিন্তু আমরাই করে দিচ্ছি।
আপনার পোস্টে সহমত
©somewhere in net ltd.
১|
১২ ই জুন, ২০১৭ বিকাল ৪:২৬
অরন্যে রোদন - ২ বলেছেন: আপনার কথাগুলো চরম সত্য। তাই অনেকেই ্আপনার পোস্ট পড়েছে কিন্তু কোন যুক্তি তর্ক্ করতে আসেনি, আই মিন কোন মন্তব্য করেনি।