নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সোজা সাপটা

সাধারন মানুষের অসাধারন কথা বলতে চেষ্টা করি

যক্ষা_রোগী

বেশী দিন বাচুম না---মরার আগে কিছু কথা কইয়া যাইতে চাই।

যক্ষা_রোগী › বিস্তারিত পোস্টঃ

++++ ইচ্ছা পুরনের দেশ+++

০৪ ঠা মার্চ, ২০১৩ দুপুর ২:৫৯



অনেকদিন আগে ইচ্ছে পুরনের দেশে এক ছেলে বাস করত, দেশটা এত চমৎকার দেশ, যে কেউ যেকোনো ইচ্ছা করলে সেটা পূর্ণ হয়ে যেত... চমৎকার হবে না, সেটা ছিল ইচ্ছে পুরনের দেশ!



এক ছেলে নাম পিথ্যাগরাস,সে একটি মেয়ে কে ভালবাসত। সে মেয়েটিকে বলল



-আমি তোমাকে ভালবাসি!



মেয়েটি সাথে সাথে বলল



কি বলল?

কি আর বলবে, ইচ্ছা পুরনের দেশ! মেয়েটি রাজি হয়ে গেল, এবং তারা রাস্তার উপর দাঁড়িয়ে ইংলিশ ছিনেমার মত (নাউজুবিল্লাহ বলা যাবে না) করল...



ছেলেটি পরের দিন মেয়েটির বাবার কাছে গিয়ে বলল



-আংকেল! আপনার মেয়ে কে আমি বিয়ে করতে চাই



-ইচ্ছা পুরনের দেশ এ কি আমি আর না করতে পারি? তুমি যদি চাও আমার তিন মেয়ে পাশের বাসার ভাড়াটিয়ার মেয়ে সহ চার জনকে বিয়া করতে পারো। ৪টা তো জায়েজ



-আংকেলের যখন ৪টা করানোর ইচ্ছা আমি কি আর না করতে পারি।কি আর বলবে, ইচ্ছা পুরনের দেশ!



এরপর তাদের বিয়ে হয়ে গেল, তারা সুখে শান্তিতে বাস করতে লাগল......



_________________________________________________________________



"ধুর মিয়া! এটা কোন গল্প হইল?"



"আমি কি করমু?এটা ইচ্ছা পুরনের দেশ! এর বেশি আমি আর কি করতে পারি... এই জন্যেই বলি যে দেশে আছ ভাল আছ, ইচ্ছা পুরনের দেশে গিয়ে যদি সব ইচ্ছা পূর্ণ হয় তবে সেই ইচ্ছার আর কোন দাম আছে? কোন মজাই তো নাই"

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা মার্চ, ২০১৩ বিকাল ৩:০৯

অণুষ বলেছেন:

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.