![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বেশী দিন বাচুম না---মরার আগে কিছু কথা কইয়া যাইতে চাই।
তখন আমি ছোট ছিলাম, ৪ ক্লাসে পড়তাম। এক দিন আমার গৃহ শিক্ষক আমাকে খুব মারলেন, আমি কাঁদলাম
.. এরপর তিনি আমার বাংলা বইটা নিলেন, সেখান থেকে বীরপুরুষ কবিতাটা বের করলেন, বললেন
-আমাদের সময় আমরা এই কবিতা আবৃত্তির সাথে সাথে অভিনয় করে দেখাতাম, তুমি পার না?
আমি রাগত স্বরে বললাম
-না পারি না...
-এটা তো সোজা, না পারার কি আছে?
-পারলে করে দেখান তো...
”মনে কর যেন বিদেশ ঘুরে”
তিনি তখন হাত কে প্লেনের মত চালিয়ে দেখালেন...
যখন আসল “টগবগিয়ে তোমার পাশে পাশে” তিনি ঘোড়ার মত টগবগ করে দেখালেন। এভাবে তিনি কবিতা পড়ে অভিনয় করে যেতে লাগলেন...
”এমন সময় হা রে রে রে” এই লাইনে এসে তিনি থমকে গেলেন, তিনি বুঝতে পারছিলেন না, কিভাবে এই লাইন অভিনয় করবেন।
হটাৎ তিনি মাথায় হাত দিয়ে কোমর ঢুলিয়ে আবৃত্তি আবৃত্তি করলেন “এমন সময় হা রে রে রে”, আমি তো তাজ্জব হয়ে গেলাম, তারপর আকাশ বাতাস মুখরিত করে হাসতে লাগলাম। তিনি আমার হাসি দেখে কিংকর্তব্যবিমূড় হয়ে গেলেন!!
পরে বুঝতে পারলাম তিনি হয়ত আমার মন ভাল করার জন্যেই এমনটা করেছিলেন...
০৯ ই মার্চ, ২০১৩ রাত ৯:৪৯
যক্ষা_রোগী বলেছেন: ঠিক বলেছেন.।
২| ০৯ ই মার্চ, ২০১৩ রাত ৯:৫০
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
৩| ০৯ ই মার্চ, ২০১৩ রাত ৯:৫২
নিয়েল ( হিমু ) বলেছেন: কোন কারনে কি আজকেও মন খারাপ ?
হা রে রে রে রে রে.............. হাসি দেন
১০ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৪৯
যক্ষা_রোগী বলেছেন: আমি যখন লিখছিলাম , তখন কথা গুলো মনে পড়ে হাসছিলাম। আম্মু বলে কিরে নিজে নিজে হাসিস কেন?
৪| ০৯ ই মার্চ, ২০১৩ রাত ১০:৫৯
অদ্বিতীয়া আমি বলেছেন:
৫| ১০ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৪৯
যক্ষা_রোগী বলেছেন:
©somewhere in net ltd.
১|
০৯ ই মার্চ, ২০১৩ রাত ৯:৪৭
দি সুফি বলেছেন: ছোট বেলার সুন্দর স্মৃতিগুলো এভাবেই বেচে থাক প্রত্যেকের মাঝে