নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সোজা সাপটা

সাধারন মানুষের অসাধারন কথা বলতে চেষ্টা করি

যক্ষা_রোগী

বেশী দিন বাচুম না---মরার আগে কিছু কথা কইয়া যাইতে চাই।

যক্ষা_রোগী › বিস্তারিত পোস্টঃ

+++আরেকটি ভয়াবহ ঘটনা( মর্মান্তিক ও বটে)+++

১২ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:০৩

আমার জীবনে ঘটে গেল গেল আরেকটি ভয়াবহ ঘটনা! রাসেল ভাই আমি যে কি ভাবে একে ব্যাখ্যা করব বুঝতে পারছি না... সেদিন রাত ১.৩০ এর দিকে, আমি তখন কমপিউটার চালাচ্ছিলাম... আমার বাসায় তখন আমি দিনে ১ ঘন্টার বেশি কমপিউটার চালাতে পারতাম না, তাই রাতে সবাই ঘুমিয়ে গেলে বসতাম। আমি কমপিউটারে কাজ করছিলাম, হটাৎ সিড়িতে কিছু একটার আওয়াজ পেলাম, মানে কিছু একটা চলাফেরার আওয়াজ পেলাম। তখন গভীর রাত, সামান্য কিছুর আওয়াজ হলেও স্পষ্ট শোনা যায়। তখন শুনলাম আমার দরজার কাছে একটার নড়া চড়া শুনলাম। আমার মনোযোগ বিক্ষিপ্ত হয়ে গেল। আমি প্রথমে মনে করলাম আমার মনের ভুল, কিন্তু পরে আবার শুনলাম। এবার আমি কিছুটা কোতুহল বোধ করলাম, আমি সাহস করে দরজা খুললাম! খুলে দেখলাম, কি দেখলাম জানেন রাসেল ভাই??



কিছুই দেখলাম না... আমি কিছুটা অবাক হলাম এবং ভয় ও পেলাম। আমি দরজাটা বন্ধ করে দিলাম। এবার কমপিউটার টেবিলের সামনে বসে ভাবতে লাগলাম, ওটা কি হতে পারে, এভাবে হয়ত ৫ মিনিট গেছে, ঠিক তখনি ধুপ ধাপ শব্দ পেলাম, যেন সিড়িতে কি যেন গড়িয়ে পড়ে যাচ্ছে। আমি এবার লাফ দিয়ে উঠে দরজা খুললাম। দেখি দরজার পাশে রাখা আমাদের ময়লার বালতি পড়ে গেছে সিঁড়িতে গড়িয়ে! আমি মোবাইলের লাইট জালিয়ে সব পরীক্ষা করে এবার সিড়ি পুরোটা পরীক্ষা করলাম, কিন্তু কিছুই দেখতে পেলাম না! সেটা যে কি ছিল আমি আজ পর্যন্ত বুঝতে পারি নি



_______________________________________________________________________________________



-মিয়া এগুলো কি বলেন?



-তুমি কেডা?



-আমি বিলাই!



-কি আবার বললাম?



-আপনি আমার মত একটা সহজ সরল বিলাইরে ভুত বানানোর চেষ্টা করছেন? ঢাকা শহরের মানুষ বিলাই দেখতে পারে না তার উপর আমি আবার কালা। আপনারা মানুষরা মেলা বর্ণবাদী...কাল বিড়াল তো দেখতেই পারেন না। ভাল খাবার খাইতে পারি না তাই আপনাদের ময়লা ঝুটা খাইতে আসি আর আপনি এফ এম রেডিওতে আমারে ভুত বানাইতেছে?? “খোদা তোমার দিলে কি দয়া হয় না? আমাদের জন্যে কবে ফেয়ার অ্যান্ড ল্যাভলি বাইর হইব?”

মন্তব্য ১৫ টি রেটিং +৬/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ১২ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:০৫

শায়মা বলেছেন: :P


লেখাটা পড়ে হাসছি।

১২ ই মার্চ, ২০১৩ দুপুর ১:১৫

যক্ষা_রোগী বলেছেন: :) :)

২| ১২ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:১৪

জাফরুল বলেছেন: চমৎকার!!

১২ ই মার্চ, ২০১৩ দুপুর ১:১৫

যক্ষা_রোগী বলেছেন: ধন্যবাদ!!

৩| ১২ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:১৪

কোবিদ বলেছেন:
শায়মা আপু হাসতেছে
খিক খিক খিক

১২ ই মার্চ, ২০১৩ দুপুর ১:১৬

যক্ষা_রোগী বলেছেন: খ্যাক খ্যাক খ্যাক

৪| ১২ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:১৮

বুইড়া বলেছেন: :P :P :P

৫| ১২ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:৩৩

মাহমুদ হাসানাত বলেছেন: হা হা :-P

৬| ১২ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:৩৮

খায়ালামু বলেছেন: ভাই আপনারে শুনামু আমার জীবনের ঘটে যাওয়া একটা ভয়াবহ ঘটনা।। বরাবরের মত সেদিন আমি লুঙ্গি পইরা রাইতে ঘুমাইতে গেছি।। ফ্যান ছাড়া আছিল.। লুঙ্গির ভিতরে বাতাস ঢুকতেছিল!! অনেক আরাম পাচ্ছিলাম।। হঠাৎ ঘুমায়া পড়লাম।। ঘুম থেইকা উইঠা দেখি আমার 'যন্ত্রপাতি' সব ঠিকই আছে কিন্তু আমার লুঙ্গিটা নাই!!! সব জায়গা খুঁজলাম কিন্তু আমার লুঙ্গি পাইলাম না এইটা নিশ্চয়ই জিনের কাজ।। অনেক খোঁজাখুজির পরে ওইটা খাটের নিচে পাওয়া গেছিল!! জানেন রাসেল ভাই, যা ভয় পাইছিলাম।। পরে মোল্লা ডাইকা বাড়ি বন্ধ করাইছিলাম। এখন জীনের উৎপাত কমছে কিন্তু পরীর উৎপাত বাড়ছে!! বোঝেন তো.।.। ইয়ে মানে আরকি X((

১২ ই মার্চ, ২০১৩ দুপুর ১:১৭

যক্ষা_রোগী বলেছেন: ভয়াবহ হইছে!!!

৭| ১২ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:৩৯

নিয়েল ( হিমু ) বলেছেন:
~~ গত রাতে আমি ভুতের ডাক শুনছি ।

-- ঐটা যে ভুতের ডাক আছিল এইটা তুমি কেমনে শিওর ?

~~ না এত রাইতে তো আর বিলাই ডাকতে পারে না । মিও মিও করলেই তো বিলাই হয় না । ঐটা ভুতই আছিল /:)

১২ ই মার্চ, ২০১৩ দুপুর ১:১৮

যক্ষা_রোগী বলেছেন: কন কি??

৮| ১২ ই মার্চ, ২০১৩ দুপুর ১:০১

শরৎ চৌধুরী বলেছেন: ভয়ে আমার হাত পা

১২ ই মার্চ, ২০১৩ দুপুর ১:১৯

যক্ষা_রোগী বলেছেন: "ভয়ে আমার হাত পা"!!
ঠিক আছে তো??

৯| ১৪ ই মার্চ, ২০১৩ সকাল ৮:২১

শ্রাবণ জল বলেছেন: :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.