নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সোজা সাপটা

সাধারন মানুষের অসাধারন কথা বলতে চেষ্টা করি

যক্ষা_রোগী

বেশী দিন বাচুম না---মরার আগে কিছু কথা কইয়া যাইতে চাই।

যক্ষা_রোগী › বিস্তারিত পোস্টঃ

আমাদের নস্ট স্যার!!

০৮ ই এপ্রিল, ২০১৩ সকাল ৮:২০

আমাদের স্যার, স্যার বলতে ও ঘেন্না হয়...



বয়স হবে ৬০ এর বেশি, কিন্তু বিয়ে করেন নি...খুব ভাল পড়ান, পোলাপান সব উনার ক্লাস খুব পছন্লাপান।আমিও করতাম...



কিন্তু একদিন দেখি আমার একটি মেয়ে বন্ধু উনার ক্লাস করতে চায় না, প্রথমে তো বলে না...পরে বলল স্যার নাকি ওর দিকে তাকিয়ে থাকে...



আমি বললাম সুন্দরিদের দের দিকে সবাই এক আধটু তাকায়...



পড়ে দেখি অবস্থা তার চেয়েও ভয়াবহ...স্যার তাকে ফোন দেয় রাতে, বন্ধুটি যদি তার খালার হাতে ফোন দিয়ে দেয়, স্যার প্রেমিকদের মত লজ্জা পেয়ে ফোন রেখে দেয়।



এরপর দেখি ইয়া! আল্লাহ... স্যার তাকে মেসেজ দেয়," ____ তুমি কি আমার উপর রাগ করেছ জান?" ওমা কই যাই X( X( X( স্যার এর মেসেজ দেখে তো আমি টাস্কি যে বানান!!, তার উপর বলতেছে তোমার ছেলে বন্ধুদের জানাইও না...



এমা হারামির কি মনে হয় তার মত বুইড়ার জন্যে কেউ পাগল হইব?



ঢাকা ভার্সিটির স্যারদের নাকি কিছু বললেও তাদের কিছু হয় না, উল্টো মেয়েদেরই ক্ষতি হয়! তাই বেচারি কিছু বলতেও পারে না



বড় ভাইদের বললাম তারা বলে মেধাবিরা একটু নস্ট হয়, তাই বলে কি একটা মেয়ের জীবন এতটা চাপে আর আতংকে কাটাবে?? হয়ত অনেকেই বলবেন বোরকা পরতে! কিছু জানয়ারের ভয়ে হয়ত খাচায় ঢুকাটা নিরাপদ কিন্তু তাই বলে জানয়ারটা এভাবে ঘুরবে?

জানয়ারদের কিছু হবে না?



স্যারের নাম্বারটা কি দিব??

মন্তব্য ২৪ টি রেটিং +০/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ০৮ ই এপ্রিল, ২০১৩ সকাল ৮:২৭

অগাস্টাস লিওনাইডাস বলেছেন: দেন নম্বর...নেটোয়াররকে ছাইড়া দেই

০৮ ই এপ্রিল, ২০১৩ সকাল ৮:৩২

যক্ষা_রোগী বলেছেন: আমার বন্ধুটা ভয় পাচ্ছে! আমাদের সমাজ ব্যাবস্থা যেই, তাতে ছেলেরা হাঁসের মত বেঁচে যায়, তাদের গায়ে পানি লাগে না.।

ঐ নস্ট বুইড়া যদি কিছু বলে তাই!!

২| ০৮ ই এপ্রিল, ২০১৩ সকাল ৮:২৯

মুর্তজা হাসান খালিদ বলেছেন: নম্বর না ভাই, সরাসরি পুলিশে দেন X(( X(( X((

০৮ ই এপ্রিল, ২০১৩ সকাল ৮:৩৪

যক্ষা_রোগী বলেছেন: ঢাকা ভারিসিটির স্যার! তাদের তো কিছু হয় না

অনেক স্যারদের বিরুদ্ধে এমন অভিযোগ উঠে, এরপর দোষী হয় মেয়েরা

৩| ০৮ ই এপ্রিল, ২০১৩ সকাল ৮:৩০

আবিদা সুলতানা বলেছেন: এভাবে নাম্বার দিয়ে তো কিছু হবেনা ।পারলে প্রমাণ গুলো একত্রিত করে ফ্রেন্ডরা মিলে একদিন স্যারটাকে ঘাড় ধাক্কা দিয়ে প্রতিষ্টান থেকে বের করে দিন। কেউ প্রতিবাদ করতে আসলে প্রমাণগুলো দেখিয়ে দিবেন।

০৮ ই এপ্রিল, ২০১৩ সকাল ৮:৩৫

যক্ষা_রোগী বলেছেন: ওকে বলেছি, মেসেজ গুলো সেভ করে রাখতে!

০৮ ই এপ্রিল, ২০১৩ সকাল ৮:৩৮

যক্ষা_রোগী বলেছেন: তারা গর্ব করে বলে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, মাদের কার কাছে জবাব্দিহি করতে হয় না!

৪| ০৮ ই এপ্রিল, ২০১৩ সকাল ৮:৩০

মুর্তজা হাসান খালিদ বলেছেন: '' মেধাবীরা একটু নষ্ট হয় ''

এটা বাক্যটা সত্যি হবার কোনো যৌক্তিকতা দেখিনা, বরং সত্যিকারের মেধাবীরা উন্নত চরিত্রেই হয়

০৮ ই এপ্রিল, ২০১৩ সকাল ৮:৪৪

যক্ষা_রোগী বলেছেন: স্যার বাম তো! বামের লোকেরা সৃজনশীল হয়, উনাদের পড়ানোর স্টাইল ভাল হয়! পোলাপান তাদের ক্লাস পছন্দ করে, কিন্তু বেশিরভাগ ছেলেরাই তার এমন চরিত্র জানে না, হয়ত যুগে যুগে আর ও কত শিক্ষার্থী এমন চাপ সহ্য করেছে! ওরা তো বলতেও পারে না!

৫| ০৮ ই এপ্রিল, ২০১৩ সকাল ৮:৩৪

মুর্তজা হাসান খালিদ বলেছেন: এইভাবে পাস করা মেধাবী (?) রাই দুষ্চরিত্রের হয়

৬| ০৮ ই এপ্রিল, ২০১৩ সকাল ৮:৩৭

দিশার বলেছেন: মাইর এর উপর ওষুধ নাই। না মানে না .

০৮ ই এপ্রিল, ২০১৩ সকাল ৮:৪৮

যক্ষা_রোগী বলেছেন: এইগুলা কয়েকটারে মারতে পারলে বেহেশতে জাইতাম! X( X(

৭| ০৮ ই এপ্রিল, ২০১৩ সকাল ৮:৩৯

ঠোঁটকাটা০০০৭ বলেছেন: অনেক সময় পান্ডিত্য ও লাম্পট্য একসাথে চলে। তবে ওই মাস্টার মশাইয়ের ফুলের মতো চরিত্রটা প্রকাশ হওয়া দরকার। নম্বরটা দিবার পারেন। আমি পোস্টার ছাপাইযা দিমু।

০৮ ই এপ্রিল, ২০১৩ সকাল ৮:৫১

যক্ষা_রোগী বলেছেন: আমার ও তাই মনে হইতেছে, কিন্তু আমার বন্ধুটি ভয় পাচ্ছে!!

৮| ০৮ ই এপ্রিল, ২০১৩ সকাল ৮:৫২

রাফা বলেছেন: গার্জিয়ানের সাথে আলোচনা করে যথাযথ ব্যাবস্থা গ্রহণের পথে যাওয়া উচিত।এদের লাম্পট্য প্রকাশ করে দেওয়া সকলের কর্তব্য।যেনো ভবিষ্যতে সকলে সাবধান থাকতে পারে এই সকল কুশিক্ষকদের ব্যাপারে।

ধন্যবাদ,যক্ষা রোগী।

০৮ ই এপ্রিল, ২০১৩ সকাল ৮:৫৭

যক্ষা_রোগী বলেছেন: মেয়েটার কষ্ট দেখে আমার খারাপ লাগছে, কি নিরাপত্তা হীনতায় ভুগছে সে! এ কথা ক্লাসের খুব কম ছেলে মেয়েরাই জানে!

৯| ০৮ ই এপ্রিল, ২০১৩ সকাল ৮:৫৬

মনোয়ার মিলন বলেছেন: EKJON SHIKKHOKER CHORITTROHINOTAR JONNO SOKOL SHIKKHOKER OPOMAN HOSSE-- ETA KISUTEI MENE NEA JAYNA!! ABAR MEYETAR KOTHAO VABTE HOBE. POLICE ER THEKE RAB ER KASEI PROMANGULA PESH KORE BAYBOSTHA NEA UCHIT.

০৮ ই এপ্রিল, ২০১৩ সকাল ৯:০০

যক্ষা_রোগী বলেছেন: অনেক যায়গায় দেখেছি ছাত্রির সম্মান বাচাতে শিক্ষক প্রান দিয়েছেন! শিক্ষক জাতির প্রতি অন্য রকম শ্রদ্ধা জেগেছে!

বেড়া গাছ আগলে রক্ষা করে কিন্তু সেই বেড়াই যদি গাছ খায় তবে গাছেরা কই যাবে?

১০| ০৮ ই এপ্রিল, ২০১৩ সকাল ৯:৩০

কলাবাগান১ বলেছেন: আপনার উদ্দেশ্য যদি বামপন্হী শিক্ষকদের হেয় না করা হয়ে থাকে, তাহলে প্রমান সহ কথা বলার জন্য আহবান করছি....

এসএমএস থাকার পরও আপনি ভয় পাচ্ছেন.................এই শিক্ষকের শিক্ষা দেওয়ার জন্য একটা এসএমএসই যথেষ্ট.......

০৮ ই এপ্রিল, ২০১৩ সকাল ৯:৩৯

যক্ষা_রোগী বলেছেন: নাহ! বাম্পন্থিদের হেয় করা নয়, বলছিলাম স্যার অনেক ভাল পড়ায়।

ভয় আমি পাচ্ছি না, ভয় পাচ্ছে মেয়েটা! ও ঢাকায় আত্মীয়ার বাসায় থাকে, তাই একটু হীন মন্যতায় ভোগে!

১১| ০৮ ই এপ্রিল, ২০১৩ সকাল ৯:৩৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: Apnar kotha jodi sotti hoy, tahole Apni numbar din.apni dekhen tar ki obostha kori. AR vua hole dorkar nai.

০৮ ই এপ্রিল, ২০১৩ সকাল ৯:৪০

যক্ষা_রোগী বলেছেন: ভুয়া হতে যাবে কোন দুঃখে?

১২| ০৮ ই এপ্রিল, ২০১৩ সকাল ৯:৪৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: Vai , voy ba lojjar kicu nai, apni sms niye sorasori UNO'r sathe dekha korur.
Dekhben magic kake bole.

০৮ ই এপ্রিল, ২০১৩ সকাল ৯:৫২

যক্ষা_রোগী বলেছেন: ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের বিরুদ্ধ অভিযোগ UNO এর কাছে করলে তিনি কি করবেন?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.